1 পরমেশ্বরের মানুষ মোশী মৃত্যুর আগে ইস্রায়েল সন্তানদের যে আশীর্বাদে আশীর্বাদ করলেন, তা এই।
2 তিনি বললেন :
‘প্রভু সিনাই থেকে এলেন,
সেইর থেকে তাদের জন্য উদিত হলেন,
পারান পর্বত থেকে আবির্ভূত হলেন ;
মেরিবা থেকে কাদেশে এলেন,
—তার দক্ষিণদিক থেকে তার পাদদেশ পর্যন্ত ।
3 তুমি তো সকল জাতিকে ভালবাস,
তোমার পবিত্রজন সকলে তোমারই হাতে;
আর তারা তোমার চরণে শিবির বসিয়ে
গ্রহণ করে তোমার বাণীসকল।
4 মোশী এক বিধান আমাদের জন্য জারি করলেন :
যাকোবের জনসমাবেশ উত্তরাধিকার স্বরূপ।
5 যখন জননেতারা সমবেত হল,
ইস্রায়েলের গোষ্ঠীগুলো যখন সকলে একত্র হল,
তখন যেশুরুনে এক রাজা ছিলেন।
6 রবেন বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক,
—যদিও তার লোক অল্পসংখ্যক।'
7 যুদার বিষয়ে তিনি বললেন :
প্রভু, যুদার কন্ঠস্বর শোন,
তার লোকদের কাছে তাকে ফিরিয়ে আন ;
তার হাত তাদের পক্ষ সমর্থন করবে,
আর তুমি তার বিপক্ষদের বিরুদ্ধে হবে তার সহায়।
8 লেবির বিষয়ে তিনি বললেন :
তোমার সেই তুম্মিম ও উরিম
রেখে যাও তোমার সেই বিশ্বস্তজনের কাছে,
যাকে তুমি মাস্সায় পরীক্ষা করলে,
যার সঙ্গে মেরিবার জলাশয়ে বিবাদ করলে।
9 তার আপন পিতামাতার বিষয়ে সে বলল :
আমি তাদের দেখিনি,
সে তার আপন ভাইদের স্বীকার করল না,
তার আপন সন্তানদেরও চিনল না।
তারা তোমার সমস্ত বচন পালন করেছে,
ও তোমার সন্ধি রক্ষা করে।
10 তারা যাকোবকে তোমার নিয়মনীতি,
ইস্রায়েলকে তোমার বিধান শেখায়;
তোমার সামনে ধূপ রাখে,
তোমার বেদির উপরে পূর্ণাহুতিবলি রাখে।
11 প্রভু, তার যত গুণ আশীর্বাদ কর,
তার হাতের কাজ প্রসন্নতার সঙ্গে গ্রাহ্য কর ;
তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়, কটিদেশে তাদের আঘাত কর ;
যারা তাকে ঘৃণা করে, তারা যেন আর উঠতে না পারে।
12 বেঞ্জামিনের বিষয়ে তিনি বললেন :
“প্রভুর সেই প্রিয়জন তাঁর কাছে ভরসার সঙ্গে বাস করবে;
তিনি সমস্ত দিন তাকে ঢেকে রাখেন,
সে তাঁর উপপর্বতগুলিতে বিশ্রাম করে।
13 যোসেফের বিষয়ে তিনি বললেন :
‘তার দেশ প্রভুর আশিসে ধন্য,
শিশির থেকে আকাশের উত্তম উত্তম দ্রব্য গ্রহণ করুক,
নিচে বিস্তৃত মহাগহ্বর থেকেও তাই;
14 গ্রহণ করুক সূর্যের দিনে উৎপন্ন দ্রব্যের উত্তম উত্তম অংশ,
মাসে মাসে নতুন চাঁদে উৎপন্ন উত্তম উত্তম দ্রব্য :
15 প্রাচীন পাহাড়পর্বতের প্রথমফসল গ্রহণ করুক,
চিরম্নন গিরিমালারও উত্তম উত্তম দ্রব্য।
16 ভূমির উত্তম উত্তম দ্রব্য ও তার পূর্ণতা গ্রহণ করুক।
যিনি বাস করছিলেন সেই ঝোপে,
তাঁর প্রসন্নতা নেমে আসুক যোসেফের মাথায়,
ভাইদের মধ্যে যে প্রধান, তারই মাথায়।
17 বৃষের প্রথমজাত বলে সে দেখতে মহিমময়,
তার শিং মহিষের শিং :
তা দিয়ে সে জাতিগুলোকে গৌতাবে,
হ্যাঁ, সেই জাতি সকলকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত।
তেমনিই এফ্রাইমের কোটি কোটি লোক,
তেমনিই মানাসের লক্ষ লক্ষ লোক।”
18 জাবুলোনের বিষয়ে তিনি বললেন :
জাবুলোন ! তুমি তোমার যাত্রায় আনন্দ কর
ইসাখার! তুমি তোমার তাঁবুতে আনন্দ কর।
19 এরা গোষ্ঠীগুলোকে পর্বতে আহ্বান করে,
আর সেখানে যথার্থ যজ্ঞ উৎসর্গ করবে,
কেননা এরা চুষে খায় সমুদ্রের ঐশ্বর্য,
বালুকণায় গুপ্ত যত ধন।'
20 গাদের বিষয়ে তিনি বললেন :
ধন্য যিনি গাদের অধিকার বিস্তার করেন :
সিংহীর মত তার একটা বাসস্থান আছে,
সে একটা বাহু ও মাথার তালুও বিদীর্ণ করল,
21 পরে সে নিজের জন্য প্রথমাংশ বেছে নিল,
কেননা সেইখানে রক্ষিত ছিল অধিপতির অধিকার।
সে জনগণের অগ্রভাগেই এল,
প্রভুর ধর্মময়তা সিদ্ধ করল,
ইস্রায়েল সম্বন্ধে তাঁর নিয়মনীতি সিদ্ধ করল।
22 দানের বিষয়ে তিনি বললেন :
'দান একটা যুবসিংহ,
যে বাশান থেকে লাফ দিতে দিতে আসে।'
23 নেছালির বিষয়ে তিনি বললেন :
নেফালি প্রসন্নতায় তৃপ্ত, প্রভুর আশিসে পরিপূর্ণ ;
সমুদ্র ও দক্ষিণ তার অধিকার।
24 আসেরের বিষয়ে তিনি বললেন :
সন্তানদের মধ্যে আসের আশিসধন্য!
তার ভাইদের মধ্যে সে-ই প্রসন্নতার পাত্র হোক,
সে নিজ চরণ তেলে ডুবিয়ে দিক।
25 তোমার যত অর্গল লোহা ও ব্রঞ্জের হোক,
তোমার যেমন দিন, তেমনি হোক তোমার তেজ।
26 যেশুরুনের সেই ঈশ্বরের মত কেউ নেই,
যিনি তোমার সাহায্যে আকাশরথে চড়েন,
নিজ মহিমায় মেঘরথে চড়েন।
27 অনাদি পরমেশ্বর দৃঢ় আশ্রয়,
এই নিম্নে তাঁর সনাতন বাহুও তাই;
তিনি তোমার সামনে থেকে শত্রুদের দূর করে দিলেন,
এবং আদেশ করলেন: বিনাশ কর!
28 তাই ইস্রায়েল ভরসার সঙ্গে বাস করে,
যাকোবের উৎস পৃথক স্থানে থাকে,
এমন দেশেই সে বাস করে, যা গম ও নতুন আঙুররসের দেশ,
এমন দেশে, যার আকাশ থেকে শিশির ফোঁটায় ফোঁটায় ঝরে।
29 আহা ইস্রায়েল, তুমি কেমন সুখী কেইবা তোমার মত?
তুমি তো প্রভুর দ্বারাই পরিত্রাণকৃত জাতি!
তিনি তোমার রক্ষার ঢাল, তোমার জয়লাভের খড়া।
তোমার শত্রুরা তোমার তোষামোদ করতে চেষ্টা করবে,
কিন্তু তুমি তাদের পিঠ মাড়াই করবে।'