1 মোশী ও ইস্রায়েলের প্রবীণবর্গ জনগণকে এই আজ্ঞা দিলেন: 'আজ আমি প্রবালব মা তোমাদের যে সকল আজ্ঞা দিই, তোমরা তা পালন কর।
2 তোমার পরমেশ্বর প্রভু যে দেশ তোমাকে দিচ্ছেন, সেই দেশে প্রবেশ করার জন্য তুমি যখন যদন পার হবে, তখন বড় বড় পাথর দাঁড় করাবে ও তা চুন দিয়ে লেপন করবে।
3 তোমার পিতৃপুরুষদের পরমেশ্বর প্রভু তোমাকে যেমন কথা দিয়েছেন, সেই অনুসারে তোমার পরমেশ্বর প্রভু যে দেশ তোমাকে দিচ্ছেন, দুধ ও মধু-প্রবাহী সেই দেশে প্রবেশ করার জন্য তুমি যখন যদন পার হবে, তখন সেই পাথরগুলোর উপরে এই বিধানের সমস্ত কথা লিখবে।
4 আমি আজ যে পাথরগুলোর বিষয়ে তোমাদের আজ্ঞা দিলাম, তোমরা ঘর্দন পার হওয়ার পর এবাল পর্বতে সেই সমস্ত পাথর দাঁড় করাবে ও চুন দিয়ে তা লেপন করবে।
5 সেখানে তুমি তোমার পরমেশ্বর প্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি গাঁথবে — যজ্ঞবেদিটি এমন পাথর দিয়েই গাঁথা হবে, যে পাথরের উপরে লৌহজাতীয় কোন যন্ত্র কখনও ব্যবহার হয়নি।
6 তুমি তোমার পরমেশ্বর প্রভুর সেই বেদি অক্ষুণ্ণ পাথর দিয়ে গাঁথবে, এবং তার উপরে তোমার পরমেশ্বর প্রভুর উদ্দেশে আহুতিবলি উৎসর্গ করবে:
7 তুমি মিলন-যজ্ঞবলি দান করবে আর সেইখানে তা খাবে ও তোমার পরমেশ্বর প্রভুর সাক্ষাতে আনন্দ করবে।
8 সেই পাথরগুলোর উপরে এই বিধানের সমস্ত বাণী খুবই স্পষ্ট অক্ষরে লিখবে।'
9 মোশী ও লেবীয় যাজকেরা গোটা ইস্রায়েলকে বললেন, “ইস্রায়েল, চুপ কর, শোন! আজ তুমি তোমার পরমেশ্বর প্রভুর উদ্দেশে এক জাতি হলে।
10 তাই তুমি তোমার পরমেশ্বর প্রভুর প্রতি বাধ্য হবে, এবং আজ আমি তোমাদের জন্য তাঁর যে সকল আজ্ঞা ও বিধি জারি করলাম, তা পালন করবে।
11 সেদিনে মোশী জনগণকে এই আজ্ঞা দিলেন :
12 “তোমরা যদন পার হওয়ার পর সিমেয়োন, লেবি, ঘুদা, ইসাখার, যোসেফ ও বেঞ্জামিন, এরা জনগণকে আশীর্বাদ করার জন্য পারিজিম পর্বতে দাঁড়াবে।
13 আর রুবেন, গাদ, আসের, জাবুলোন, দান ও নেঙ্গালি, এরা অভিশাপ দেবার জন্য এবাল পর্বতে দাঁড়াবে।
14 লেবীয়েরা কথা বলতে শুরু করবে, ইস্রায়েলের গোটা জনগণকে তারা উচ্চকণ্ঠে বলবে:
15 অভিশপ্ত সেই মানুষ, যে খোদাই করা বা ছাঁচে ঢালাই করা কোন দেবমূর্তি— প্রভুর কাছে তেমন জঘন্য বস্তু—শিল্পীর হাতে গড়া বস্তু তৈরি করে গোপন জায়গায় স্থাপন করে! গোটা জনগণ উত্তরে বলবে : আমেন !
16 অভিশপ্ত সেই মানুষ, যে নিজের পিতা বা মাতাকে তুচ্ছ করে! গোটা জনগণ বলবে: আমেন !
17 অভিশপ্ত সেই মানুষ, যে তার প্রতিবেশীর ভূমির সীমানা চিহ্ন স্থানান্তর করে! গোটা জনগণ বলবে : আমেন!
18 অভিশপ্ত সেই মানুষ, যে অন্ধকে পথভ্রষ্ট করে। গোটা জনগণ বলবে : আমেন!
19 অভিশপ্ত সেই মানুষ, যে বিদেশী, এতিম ও বিধবার অধিকার লঙ্ঘন করে ! গোটা জনগণ বলবে: আমেন!
20 অভিশপ্ত সেই মানুষ, যে নিজের পিতার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, কেননা সে নিজের পিতার আবরণের প্রান্ত অনাবৃত করে ! গোটা জনগণ বলবে : আমেন !
21 অভিশপ্ত সেই মানুষ, যে-কোন প্রকার পশুর সঙ্গে যার মিলন হয়! গোটা জনগণ বলবে: আমেন!
22 অভিশপ্ত সেই মানুষ, যে নিজের বোনের সঙ্গে, অর্থাৎ পিতার মেয়ের বা মাতার মেয়ের সঙ্গে মিলিত হয়! গোটা জনগণ বলবে : আমেন !
23 অভিশপ্ত সেই মানুষ, যে নিজের শাশুড়ীর সঙ্গে মিলিত হয়! গোটা জনগণ বলবে: আমেন!
24 অভিশপ্ত সেই মানুষ, যে নিজের প্রতিবেশীকে গোপনে হত্যা করে! গোটা জনগণ বলবে : আমেন!
25 অভিশপ্ত সেই মানুষ, যে নিরপরাধীকে হত্যা করার জন্য উৎকোচ নেয় ! গোটা জনগণ বলবে: আমেন!
26 অভিশপ্ত সেই মানুষ, যে এই বিধানের সমস্ত বাণী পালন করার জন্য তার সমর্থনে দাঁড়ায় না! গোটা জনগণ বলবে: আমেন!”