1 তিনি নৌকায় উঠে পার হলেন এবং নিজ শহরে এলেন।
2 আর দেখ, কয়েকজন লোক তাঁর কাছে খাটিয়ায় শুয়ে থাকা একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে নিয়ে এল। তাদের বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে বললেন, 'বৎস, সাহস কর, তোমার পাপ ক্ষমা করা হল।'
3 এতে কয়েকজন শাস্ত্রী ভাবতে লাগলেন, 'এ ঈশ্বরনিন্দা করছে!”
4 তাদের মনের কথা জানতেন বিধায় যিশু বললেন, ‘আপনারা কেন মনে মনে তেমন মন্দ ভাবনা ভাবছেন?
5 বাস্তবিকই কোটা বলা সহজ, “তোমার পাপ ক্ষমা করা হল”, না “তুমি উঠে হেঁটে বেড়াও”?
6 আচ্ছা, মানবপুত্রের যে পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার আছে, তা যেন আপনারা জানতে পারেন, এইজন্য — তিনি তখন সেই পক্ষাঘাতগ্রস্তকে বললেন- ওঠ, তোমার খাটিয়া তুলে নাও আর বাড়ি যাও।'
7 আর সে উঠে দাঁড়িয়ে বাড়ি চলে গেল।
8 তা দেখে লোকের ভিড় ভয়ে অভিভূত হল, এবং ঈশ্বর মানুষকে এমন অধিকার দিয়েছেন বলে তারা তাঁর গৌরবকীর্তন করল।
9 সেখান থেকে এগিয়ে যেতে যেতে যিশু দেখলেন, মথি নামে একজন লোক শুল্কঘরে বসে আছেন; তিনি তাঁকে বললেন, 'আমার অনুসরণ কর।' আর তিনি উঠে তাঁর অনুসরণ করলেন।
10 তখন এমনটি ঘটল যে, তিনি বাড়িতে ভোজে বসেছেন, সেসময় অনেক কর আদায়কারী ও পাপী এসে যিশুর ও তাঁর শিষ্যদের সঙ্গে বসল।
11 তা দেখে ফরিসিরা তাঁর শিষ্যদের বললেন, 'তোমাদের গুরু কেন কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খাওয়া-দাওয়া করছেন ?
12 কথাটা শুনে তিনি বললেন, “সুস্থ লোকদেরই যে চিকিৎসকের প্রয়োজন হয় এমন নয়, যারা পীড়িত, তাদেরই প্রয়োজন।
13 আপনারা গিয়ে এই বচনের অর্থ শিখে নিন: আমি দয়াই চাই, বলিদান নয় ; কেননা আমি ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি।'
14 তখন যোহনের শিষ্যেরা তাকে এসে বলল, 'ফরিসিরা ও আমরা উপবাস পালন করি, কিন্তু আপনার শিষ্যেরা তা করে না, এর কারণ কী?'
15 যিশু তাঁদের বললেন, 'বর সঙ্গে থাকতে কি বরযাত্রীরা বিলাপ করতে পারে? কিন্তু এমন দিনগুলি আসবে, যখন বরকে তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে; তখন তারা উপবাস করবে।
16 পুরাতন পোশাকে কেউ কোরা কাপড়ের তালি দেয় না, কেননা তার তালিতে পোশাক ছিঁড়ে যায় ও ছেঁড়াটা আরও বড় হয়।
17 আরও, লোকে পুরাতন চামড়ার ভিত্তিতে নতুন আঙুররস রাখে না রাখলে ভিস্তিগুলো ফেটে যায়, ফলে আঙুররসও পড়ে যায়, ভিস্তিগুলোও নষ্ট হয়; লোকে বরং নতুন আঙুররস নতুন চামড়ার ভিস্তিতেই রাখে, তাতে দুই-ই রক্ষা পায়।'
18 তিনি তাদের এই সমস্ত কথা বলছেন, এমন সময় সমাজনেতাদের একজন হঠাৎ এসে তাঁর সামনে প্রণিপাত করে বললেন, 'আমার মেয়েটি এইমাত্র মারা গেছে; কিন্তু আপনি এসে তার উপরে হাত রাখুন, আর সে বেঁচে উঠবে।'
19 যিশু উঠে তাঁর সঙ্গে চললেন, তাঁর শিষ্যেরাও চললেন।
20 আর তখন বারো বছর ধরে রক্তস্রাবে আক্রান্ত একজন স্ত্রীলোক হঠাৎ তাঁর পিছন থেকে এসে তাঁর পোশাকের ধারটুকু স্পর্শ করল :
21 কারণ সে মনে মনে ভাবছিল, 'তাঁর পোশাক মাত্র স্পর্শ করতে পারলেই আমি পরিত্রাণ পাব।'
22 তখন যিশু মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, 'কন্যা, সাহস কর, তোমার বিশ্বাস তোমার পরিত্রাণ সাধন করেছে।' আর স্ত্রীলোকটি সেই ক্ষণেই পরিত্রাণ পেল ।
23 আর যিশু সেই সমাজনেতার বাড়িতে এসে যখন দেখলেন, বাঁশি বাদকেরা রয়েছে ও লোকেরা কোলাহল করছে,
24 তখন বললেন, 'সরে যাও, বালিকাটি তো মারা যায়নি, ঘুমিয়ে রয়েছে।' আর তারা তাঁকে উপহাস করল:
25 কিন্তু লোকদের বের করে দেওয়া হলে তিনি ভিতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, আর সে উঠে দাঁড়াল।
26 আর এই ঘটনার কথা সারা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল।
27 যিশু সেখান থেকে চলে যাচ্ছেন, সেসময় দু'জন অন্ধ চিৎকার করতে করতে এই বলে তাঁর অনুসরণ করছিল : দাউদসন্তান, আমাদের প্রতি দয়া করুন।'
28 তিনি ঘরে প্রবেশ করার পর সেই অন্ধরা তাঁর কাছে এল ; যিশু তাদের বললেন, “তোমরা কি বিশ্বাস কর যে, আমি একাজ সাধন করতে পারি?' তারা তাঁকে বলল, ‘হ্যাঁ, প্রভু।’
29 তখন তিনি এই বলে তাদের চোখ স্পর্শ করলেন, 'তোমাদের যেমন বিশ্বাস, তোমাদের তেমনটি হোক।'
30 তখন তাদের চোখ খুলে গেল। আর যিশু তাদের কঠোর ভাবে নির্দেশ করে বললেন, 'দেখ, কেউই যেন একথা জানতে না পারে।'
31 কিন্তু তারা বাইরে গিয়ে সারা অঞ্চল জুড়ে তাঁর কথা ছড়িয়ে দিল।
32 তারা বাইরে যাচ্ছে, আর দেখ, লোকেরা অপদূতগ্রস্ত একজন বোবা মানুষকে তাঁর কাছে নিয়ে গেল।
33 অপদূতটাকে তাড়ানো হলে সেই বোবা কথা বলতে লাগল; আর লোকের ভিড় আশ্চর্য হয়ে বলল, 'ইস্রায়েলের মধ্যে এমন ব্যাপার কখনও দেখা যায়নি।
34 কিন্তু ফরিসিরা বললেন, 'অপদূতদের অধিপতির প্রভাবেই সে অপদূত তাড়ায়।
35 যিশু সকল শহরে ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন; তিনি তাদের সমাজগৃহে উপদেশ দিতেন ও রাজ্যের শুভসংবাদ প্রচার করতেন, এবং সব ধরনের রোগ ও সব ধরনের ব্যাধি নিরাময় করতেন।
36 বহু লোকের ভিড় দেখে তিনি তাদের প্রতি দয়ায় বিগলিত হলেন, কেননা তারা ব্যাকুল ও পরিশ্রান্ত ছিল, যেন পালকবিহীন মেষপালেরই মত।
37 তখন তিনি নিজের শিষ্যদের বললেন, 'ফসল প্রচুর বটে, কিন্তু কর্মী অল্প :
38 তাই ফসলের প্রভুর কাছে মিনতি জানাও, তিনি যেন নিজ শস্যখেতে কর্মী পাঠান।'