Index

মথি - Chapter 15

1 সেসময় যেরুসালেম থেকে ফরিসিরা ও শাস্ত্রীরা যিশুর কাছে এসে বললেন,
2 আপনার শিষ্যেরা কেন প্রাচীনদের পরম্পরাগত বিধিনিয়ম লঙ্ঘন করে? খেতে বসবার আগে তারা তো হাত ধুয়ে নেয় না।
3 উত্তরে তিনি তাঁদের বললেন, “আপনারাও নিজেদের পরম্পরাগত বিধিনিয়মের খাতিরে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেন কেন?
4 কারণ ঈশ্বর বলেছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সম্মান করবে, এবং যে কেউ তার পিতাকে বা তার মাতাকে অভিশাপ দেয়, তার প্রাণদণ্ড হবে।
5 কিন্তু আপনারা বলে থাকেন, পিতাকে বা মাতাকে যে বলে, আমার যা কিছু তোমার সাহায্যে লাগতে পারে তা পবিত্রীকৃত অর্ঘ্য,
6 সে নিজের পিতা বা মাতাকে সম্মান করতে আর বাধ্য নয়; এভাবে আপনারা নিজেদের পরম্পরাগত বিধিনিয়মের খাতিরে ঈশ্বরের বাণী নিষ্ফল করেছেন।
7 ভণ্ড! আপনাদের বিষয়ে নবী ইসাইয়া এই বলে সঠিক বাণী দিয়েছিলেন :
8 এই জাতির মানুষেরা ওঠেই আমার সম্মান করে,
কিন্তু এদের হৃদয় আমা থেকে দূরে রয়েছে ;
9 এরা বৃথাই আমাকে উপাসনা করে,
যে শিক্ষা দিয়ে থাকে তা মানুষের আদেশ মাত্র।”
10 লোকদের কাছে ডেকে তিনি বললেন, 'তোমরা শোন ও বুঝে নাও :
11 মুখের ভিতরে যা যায়, তা যে মানুষকে কলুষিত করে এমন নয়, কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে, তা-ই মানুষকে কলুষিত করে।
12 তখন শিষ্যেরা কাছে এসে তাঁকে বললেন, 'আপনি কি জানেন, একথা শুনে ফরিসিরা তা স্খলনের ব্যাপার মনে করেছেন?'
13 উত্তরে তিনি বললেন, 'আমার স্বর্গস্থ পিতা যে যে চারাগাছ পোঁতেননি, সেগুলো সবই উপড়ে ফেলা হবে।
14 তাঁদের কথা বাদ দাও, তাঁরা অন্ধদের অন্ধ পথপ্রদর্শক; যদি অন্ধ অন্ধকে পথে চালিত করে, দু'জনেই গর্তে পড়বে।'
15 এতে পিতর তাঁকে বললেন, ‘এই রহস্যময় বাণীর অর্থ আমাদের বুঝিয়ে দিন।
16 তিনি বললেন, “তোমাদেরও কি এখনও বোধ হয়নি?
17 এ কি বোঝ না যে, যা কিছু মুখের ভিতরে যায়, তা পেটে যায় আর শেষে নর্দমায় চলে যায়?
18 কিন্তু যা কিছু মুখ থেকে বেরিয়ে আসে, তা হৃদয় থেকেই আসে, আর তা-ই মানুষকে কলুষিত করে।
19 কেননা হৃদয় থেকেই দুরভিসন্ধি, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চুরি, মিথ্যাসাক্ষ্য, পরনিন্দা বেরিয়ে আসে ;
20 এগুলিই মানুষকে কলুষিত করে, কিন্তু হাত না ধুয়ে খাবার খেলে মানুষ এতে কলুষিত হয় না।'
21 সেই জায়গা ছেড়ে যিশু তুরস ও সিদোন প্রদেশের দিকে চলে গেলেন।
22 আর হঠাৎ ওই অঞ্চলের একজন কানানীয় স্ত্রীলোক এসে চিৎকার করতে লাগল, ‘প্রভু, দাউদসন্তান, আমার প্রতি দয়া করুন, আমার মেয়েটি একটা অপদূত দ্বারা নিষ্ঠুরভাবে উৎপীড়িতা।'
23 তিনি কিন্তু তাকে উত্তরে কিছুই বললেন না। তখন তাঁর শিষ্যেরা কাছে এসে তাঁকে অনুরোধ করে বললেন, 'একে বিদায় দিন, কেননা এ আমাদের পিছু পিছু চিৎকার করছে।
24 তিনি উত্তরে বললেন, 'আমি কেবল ইস্রায়েলকুলের হারানো মেঘগুলির কাছেই প্রেরিত হয়েছি।'
25 কিন্তু স্ত্রীলোকটি এগিয়ে এসে তাঁর সামনে প্রণিপাত করে থাকল; বলল 'প্রভু, আমাকে সাহায্য করুন।'
26 তিনি উত্তরে বললেন, 'সন্তানদের খাদ্য নিয়ে কুকুরশাবকদের কাছে ফেলে দেওয়া মানায় না।'
27 তাতে সে প্রতিবাদ করে বলল, 'হ্যাঁ, প্রভু, তবু কুকুরশাবকেরাও নিজেদের মনিবের টেবিল থেকে যে খাবারের টুকরো পড়ে তা খায়।'
28 তখন যিশু উত্তরে তাকে বললেন, 'নারী, তোমার এ বিশ্বাস সত্যি গভীর: তোমার যা ইচ্ছা, তা-ই হোক।' আর সেই মুহূর্ত থেকে তার মেয়েটি সুস্থ হল।
29 সেখান থেকে চলে গিয়ে যিশু গালিলেয়া সমুদ্রের ধারে এসে পৌঁছলেন, এবং পর্বতে উঠে সেইখানে আসন নিলেন।
30 আর বহু লোকের ভিড় তাঁর কাছে আসতে লাগল, তারা সঙ্গে করে পঙ্গু, খোঁড়া, অন্ধ, বোবা, ও আরও অনেক অসুস্থ লোককে নিয়ে তাঁর পায়ের কাছে এনে রাখল; আর তিনি তাদের নিরাময় করলেন।
31 বোবারা কথা বলছে, পঙ্গুরা সুস্থ হয়ে উঠছে, খোঁড়ারা হেঁটে বেড়াচ্ছে ও অন্ধরা দেখতে পাচ্ছে, এমনটি দেখে লোকেরা আশ্চর্য হল, ও ইস্রায়েলের ঈশ্বরের ম গৌরবকীর্তন করতে লাগল।
32 তখন যিশু শিষ্যদের কাছে ডেকে বললেন, 'এই লোকদের দেখে আমার মায়া কেননা এরা আজ তিন দিন হল আমার সঙ্গে রয়েছে ও খাবারের মত এদের লাগে ; কিছু নেই; আমি এদের অনাহারে বিদায় দিতে চাই না, পাছে পথে এরা মূর্ছা পড়ে।
33 শিষ্যেরা তাঁকে বললেন, 'এমন নির্জন স্থানে আমরা কোথায়ই বা এত রুটি পাব যেন এত লোকদের ক্ষুধা মেটাতে পারি?
34 যিশু তাঁদের বললেন, 'তোমাদের কাছে ক'খানা রুটি আছে?' তাঁরা বললেন, “সাতখানা, আর কয়েকটা ছোট মাছ।'
35 তখন তিনি লোকদের মাটিতে বসতে আদেশ করলেন;
36 ও সেই সাতখানা রুটি ও সেই ক'টা মাছ হাতে নিয়ে ধন্যবাদ-স্তুতি উচ্চারণ করে তা ছিঁড়লেন, এবং তা শিষ্যদের হাতে দিলেন আর শিষ্যেরা তা লোকদের দিয়ে দিলেন।
37 সকলে তৃপ্তির সঙ্গেই খেল ; এবং যতগুলো টুকরো পড়ে রইল, তাঁরা তা কুড়িয়ে নিলে সাতখানা ঝুড়ি স্তরে গেল।
38 যারা খেয়েছিল, তারা স্ত্রীলোক ও শিশু বাদে চার হাজার পুরুষ ছিল।
39 আর লোকদের বিদায় দেওয়ার পর তিনি নৌকায় উঠে মাগাদান এলাকায় গেলেন।