1. যিশুখ্রিস্টের বংশাবলি-পুস্তক, যিনি দাউদসস্তান, আব্রাহামসস্তান।
2. আব্রাহাম ইসায়াকের পিতা,
ইসায়াক যাকোবের পিতা,
যাকোব যুদা ও তাঁর ভাইদের পিতা,
3. যুদা পেরেস ও জেরার পিতা, যাঁদের মাতা তামার,
পেরেস হেয়োনের পিতা,
হেস্রোন আরামের পিতা,
4. আরাম আম্মিনাদাবের পিতা,
আম্মিনাদাব নাহসোনের পিতা,
নাহসোন সালমোনের পিতা,
5. সালমোন বোয়াজের পিতা, খাঁর মাতা রাহাব,
বোয়াজ ওবেদের পিতা, যাঁর মাতা রুথ,
ওবেদ যেসের পিতা,
6. যেসে দাউদ রাজার পিতা।
দাউদ সলোমনের পিতা, যাঁর মাতা উরিয়ার আগেকার স্ত্রী,
7. সলোমন রেহোবোয়ামের পিতা,
রেহোবোয়াম আবিয়ার পিতা,
আবিয়া আসার পিতা,
8. আসা মোসাফাতের পিতা,
যোসাফাৎ যোরামের পিতা,
যোরাম উজ্জিয়ার পিতা,
9. উজ্জিয়া যোথামের পিতা,
যোথাম আহাজের পিতা,
আহাজ হেজেকিয়ার পিতা,
10. হেজেকিয়া মানাসের পিতা,
মানাসে আমোনের পিতা,
আমোন যোসিয়ার পিতা,
11. যোসিয়া যেকোনিয়া ও তাঁর ভাইদের পিতা।
সেসময়ে বাবিলনে নির্বাসন ঘটে।
12. বাবিলনে নির্বাসনের পরে।
যেকোনিয়া শেয়াল্টিয়েলের পিতা,
শেয়াল্টিয়েল জোরুব্বাবেলের পিতা,
13. জেরুব্বাবেল আবিয়ুদের পিতা,
আবিয়ুদ এলিয়াকিমের পিতা,
এলিয়াকিম আজোরের পিতা,
14. আজোর সাদোকের পিতা,
সাদোক আখিমের পিতা,
আখিম এলিয়ুদের পিতা,
15. এলিদ এলেয়াজারের পিতা,
এলেয়াজার মাথানের পিতা,
মাধান যাকোবের পিতা,
16. যাকোব মারীয়ার স্বামী যোসেফের পিতা।
এই মারীয়ার গর্ভে খ্রিষ্ট বলে অভিহিত যিশুর জন্ম হয়।
17. সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সবসমেত চৌদ্দ পুরুষ, দাউদ থেকে বাবিলনে নির্বাসন পর্যন্ত চৌদ্দ পুরুষ, এবং বাবিলনে নির্বাসন থেকে খ্রিষ্ট পর্যন্ত চৌদ্দ পুরুষ।
18. যিশুখ্রিষ্টের জন্ম এভাবে হয়: তাঁর মা মারীয়া যোসেফের প্রতি বাগদত্তা হলে তাঁরা একসঙ্গে থাকার আগে দেখা গেল, তিনি গর্ভবতী — পবিত্র আত্মার প্রভাবে।.
19. তাঁর স্বামী যোসেফ যেহেতু ধর্মনিষ্ঠ ব্যক্তি ছিলেন, আবার তাঁকে প্রকাশ্যে নিন্দার পাত্র করতে অনিচ্ছুক ছিলেন বিধায় তাঁকে গোপনেই ত্যাগ করার সঙ্কল্প নিলেন। .
20. তিনি এ সমস্ত ভাবছেন, এমন সময় দেখ, প্রভুর দূত স্বপ্নে তাঁকে দেখা দিয়ে বললেন, “দাউদসন্তান যোসেফ, তোমার স্ত্রী মারীয়াকে গ্রহণ করে নিতে ভয় করো না, কেননা তার গর্ভে যা জন্মেছে, তা পবিত্র আত্মার প্রভাবেই হয়েছে.
21. সে একটি পুত্রসন্তান প্রসব করবে আর তুমি তাঁর নাম যিশু রাখবে, কারণ তিনিই নিজ জনগণকে তাদের পাপ থেকে ত্রাণ করবেন।'
22. এই সমস্ত ঘটল যেন নবীর মধ্য দিয়ে উচ্চারিত প্রভুর এই বচন পূর্ণ হয়।.
23. দেখ, কুমারীটি গর্ভবতী হয়ে একটি পুত্রসন্তান প্রসব করবে,
আর লোকে তাঁকে ইম্মানুয়েল বলে ডাকবে,
নামটির অর্থ হল, আমাদের সঙ্গে ঈশ্বর।.
24. যোসেফ ঘুম থেকে জেগে উঠে, প্রভুর দূত তাঁকে যেমন আদেশ করেছিলেন, সেইমত করলেন : তিনি নিজ স্ত্রীকে গ্রহণ করে নিলেন। .
25. ইনি পুত্রকে প্রসব করার আগে তাঁর সঙ্গে যোসেফের কখনও মিলন হয়নি; তিনি তাঁর নাম যিশু রাখলেন।