Index

মথি - Chapter 8

1 তিনি পর্বত থেকে নেমে এলে পর বহু লোকের ভিড় তাঁর অনুসরণ করল।
2 আর হঠাৎ সংক্রামক চর্মরোগে আক্রান্ত একজন লোক এগিয়ে এসে তাঁর সামনে প্রণিপাত করে বলল, ‘প্রভু, আপনি ইচ্ছা করলে আমাকে শুচীকৃত করতে পারেন।'
3 হাত বাড়িয়ে তিনি এই বলে তাকে স্পর্শ করলেন, 'হ্যাঁ, আমি ইচ্ছা করি। শুচীকৃত হও।' আর তখনই সে চর্মরোগ থেকে শুচীকৃত হল।
4 যিশু তাকে বললেন, “দেখ, একথা কাউকে বলো না; কিন্তু গিয়ে যাজকের কাছে নিজেকে দেখাও, ও মোশীর নির্দেশ অনুসারে নৈবেদ্য উৎসর্গ কর যেন তাদের কাছে তা সাক্ষ্যস্বরূপ হয়ে দাঁড়ায়।
5 তিনি কাফার্নাউমে প্রবেশ করলে একজন শতপতি এসে তাঁকে অনুনয় করে
6 বললেন, 'প্রভু, আমার দাস পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বাড়িতে শুয়ে আছে, সে ভীষণ যন্ত্রণায় ভূগছে।''
7 তিনি তাঁকে বললেন, “নিজেই গিয়ে আমি তাকে নিরাময় করব।'
8 শতপতি উত্তরে বললেন, 'প্রভু, আপনি যে আমার গুহে পদধূলি দেন, আমি তার যোগ্য নই; আপনি কেবল বাণী দিন, তাতেই আমার দাস সুস্থ হয়ে উঠবে।
9 কেননা আমিও কর্তৃপক্ষের অধীন, আবার আমার সৈন্যরাও আমার অধীন; আমি একজনকে “যাও” বললে সে যায়, আর অন্যজনকে “এসো” বললে সে আসে, আর আমার দাসকে “একাজ কর” বললে সে তা করে।'
10 তেমন কথা শুনে যিশুর আশ্চর্য লাগল, এবং যারা তাঁর অনুসরণ করছিল তাদের বললেন, 'আমি তোমাদের সত্যি বলছি, ইস্রায়েলের মধ্যে কারও এত গভীর বিশ্বাস দেখতে পাইনি।
11 আর আমি তোমাদের বলছি, অনেকে পুর ও পশ্চিম থেকে আসবে, এবং আব্রাহাম, ইসায়াক ও যাকোবের সঙ্গে স্বর্গরাজ্যের ভোজে একসাথে বসবে;
12 কিন্তু রাজ্যের সন্তানেরা বাইরের অন্ধকারে নিক্ষিপ্ত হবে। সেখানে হবে কান্না ও দাঁত ঘষাঘষি।'
13 আর সেই শতপতিকে যিশু বললেন, 'আপনি বাড়ি যান, যেমন বিশ্বাস করলেন, আপনার প্রতি সেইমত হোক।' আর সেই মুহূর্তেই তাঁর দাস সুস্থ হয়ে উঠল।
14 এবং পিতরের বাড়িতে ঢুকে যিশু দেখলেন, তাঁর শাশুড়ী বিছানায় শুয়ে আছেন, তাঁর জ্বর হয়েছে।
15 তিনি তাঁর হাত স্পর্শ করলেন, আর জ্বর ছেড়ে গেল ; তখন তিনি উঠে যিশুর সেবাযত্ন করতে লাগলেন।
16 সন্ধ্যা হলে লোকেরা অপদূতগ্রস্ত বহু মানুষকে তাঁর কাছে আনল, আর তিনি বাণী দ্বারাই সেই অপদূতদের তাড়িয়ে দিলেন, ও সকল পীড়িত লোককে নিরাময় করলেন,
17 যেন নবী ইসাইয়ার মধ্য দিয়ে উচ্চারিত এই বচন পূর্ণ হয়, তিনি আমাদের অসুস্থতা তুলে বহন করলেন বরণ করে নিলেন আমাদের রোগ-ব্যাধি।
18 নিজের চারদিকে বহু লোকের ভিড় দেখে যিশু ওপারে যাবার জন্য নির্দেশ দিলেন।
19 তখন একজন শাস্ত্রী কাছে এসে তাঁকে বললেন, 'গুরু, আপনি যেইখানে যাবেন, আমি আপনার অনুসরণ করব।
20 যিশু তাঁকে বললেন, 'শিয়ালদের গর্ত আছে, আর আকাশের পাখিদের বাসা আছে; কিন্তু মানবপুত্রের মাথা গোঁজবার কোথাও স্থান নেই।'
21 শিষ্যদের আর একজন তাঁকে বললেন, 'প্রভু, অনুমতি দিন, আমি আগে আমার পিতাকে সমাধি দিয়ে আসি।
22 কিন্তু যিশু তাঁকে বললেন, আমার অনুসরণ কর; মৃতেরাই নিজ নিজ মৃতদের সমাধি দিক।'
23 পরে তিনি নৌকায় উঠলে তাঁর শিষ্যেরা তাঁর অনুসরণ করলেন।
24 আর হঠাৎ সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠল, এমনকি, ঢেউয়ের চাপে নৌকাটা প্রায় ডুবুডুবু হচ্ছিল ; তবু তিনি ঘুমোচ্ছিলেন।
25 তাই তাঁরা কাছে গিয়ে এই বলে তাঁকে জাগিয়ে তুললেন, 'প্রভু, ত্রাণ করুন, আমরা তো মরতে বসেছি!'
26 তিনি তাঁদের বললেন, 'হে অল্পবিশ্বাসী, তোমরা এত ভীত হচ্ছ কেন?' তখন তিনি উঠে বাতাস ও সমুদ্রকে ধমক দিলেন ; তাতে মহানিস্তব্ধতা নেমে এল।
27 সেই লোকেরা আশ্চর্য হয়ে বলল, “ইনি কেমন লোক! বাতাস ও সমুদ্রও যে তাঁর প্রতি বাধ্য হয় !”
28 তিনি ওপারে গাদারীয়দের দেশে গিয়ে পৌঁছলে দু'জন অপতান্ত লোক সমাধিগুহাগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে তাঁর দিকে এগিয়ে এল। তারা এতই হিংস্র ছিল যে, ওই পথ দিয়ে কেউই যেতে পারত না।
29 তারা হঠাৎ চিৎকার করে বলল, 'হে ঈশ্বরপুত্র, আমাদের সঙ্গে আপনার আবার কী? আপনি কি আসল সময়ের আগেই আমাদের জ্বালাযন্ত্রণা দিতে এখানে এসেছেন?”
30 সেখান থেকে কিছু দূরে বিরাট এক পাল শুরুর চরে বেড়াচ্ছিল,
31 আর অপদূতেরা মিনতি করে তাঁকে বলল, ‘আমাদের যদি তাড়াতে যাচ্ছেন, তবে ওই শূকরের পালের মধ্যে আমাদের পাঠিয়ে দিন।
32 তিনি তাদের বললেন, 'তবে যাও!' আর তারা বেরিয়ে এসে শূকরদের মধ্যে গেল ; আর দেখ, গোটা পাল হঠাৎ ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ল ও জলে ডুবে মরল।
33 তখন শূকরদের রাখালেরা পালিয়ে গেল, ও শহরে গিয়ে সমস্ত ব্যাপার, বিশেষভাবে সেই অপদূতগ্রস্তদের কথা জানিয়ে দিল।
34 আর দেখ, শহরের সমস্ত লোক যিশুর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল, ও তাঁকে দেখেই তাঁকে মিনতি করল, তিনি যেন তাদের এলাকা ছেড়ে চলে যান।