1 তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে চালিত হলেন:
2 চল্লিশদিন চল্লিশরাত অনাহারে থাকার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন।
3 মানুষকে যে পরীক্ষা করে, সে তখন তাঁকে এসে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।
4 কিন্তু তিনি উত্তরে বললেন, 'লেখা আছে,
মানুষ কেবল রুটিতে বাঁচবে না,
কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রতিটি উক্তি নির্গত হয়,
তাতেই বাঁচবে।'
5 তখন দিয়াবল তাঁকে পবিত্র নগরীতে নিয়ে গেল, ও মন্দিরের চূড়ার উপরে দাঁড় করিয়ে তাঁকে
6 বলল, 'তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নিচে ঝাঁপ দিয়ে পড়, কেননা লেখা আছে,
তোমার জন্যই আপন দূতদের তিনি আজ্ঞা দিলেন :
আর তাঁরা তোমায় দু'হাতে তুলে বহন করবেন,
পাথরে তোমার পায়ে যেন কোন আঘাত না লাগে।'
7 যিশু তাকে বললেন, ‘আরও লেখা আছে :
তোমার ঈশ্বর প্রভুকে তুমি পরীক্ষা করো না।'
8 আবার দিয়াবল তাঁকে অধিক উচ্চ এক পর্বতে নিয়ে গেল, ও জগতের সকল রাজ্য ও তাদের গৌরব দেখিয়ে
9 তাঁকে বলল, 'তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার সামনে প্রণিপাত কর, তবে এই সমস্ত কিছু আমি তোমাকে দেব।'
10 তখন যিশু তাকে বললেন, ‘দূর হও, শয়তান; কেননা লেখা আছে,
তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে,
কেবল তাঁকেই উপাসনা করবে।
11 তখন দিয়াবল তাঁকে ছেড়ে চলে গেল, আর হঠাৎ দূতেরা কাছে এসে তাঁর সেবা করতে লাগলেন ।
12 যোহনকে ধরিয়ে দেওয়া হয়েছে শুনে যিশু গালিলেয়ায় সরে গেলেন.
13 এবং নাজারা ছেড়ে সমুদ্রতীরে, জারুলোন-নেফালির অঞ্চলে অবস্থিত কাফার্নাউমে বাস করতে গেলেন,
14 যেন নবী ইসাইয়ার মধ্য দিয়ে উচ্চারিত এই বচন পূর্ণ হয় :
15 জারুলোন দেশ! নেঙালি দেশ!
সমুদ্রপথের, যর্দনের ওপারের বিজাতীয়দের সেই গালিলেয়া!
16 যে জাতি অন্ধকারে বসে ছিল,
তারা মহান এক আলো দেখতে পেল ;
যারা মৃত্যু-ছায়ার দেশে বসে ছিল,
তাদের উপর এক আলো উদিত হল।
17 এসময় থেকেই যিশু প্রচার করতে শুরু করলেন; তিনি বলছিলেন : "মনপরিবর্তন কর, কেননা স্বর্গরাজ্য কাছে এসে গেছে।'
18 তিনি গালিলেয়া সাগরের তীর দিয়ে ইটিতে ইটিতে দেখতে পেলেন, দুই ভাই—সিমোন ওরফে পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়— সমুদ্রে জাল ফেলছেন, কারণ তাঁরা জেলে ছিলেন।
19 তিনি তাঁদের বললেন, 'আমার পিছনে এসো; আমি তোমাদের করে তুলব মানুষ-ধরা জেলে।'
20 আর তখনই তাঁরা জাল ফেলে রেখে তাঁর অনুসরণ করলেন।
21 আর সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি দেখলেন, অন্য দুই ভাই—জেবেদের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহন—নিজেদের পিতা জেবেদের সঙ্গে নৌকায় নিজেদের জাল সারাচ্ছিলেন; তিনি তাঁদের ডাকলেন :
22 আর তখনই তাঁরা নৌকা ও নিজেদের পিতাকে ফেলে রেখে তাঁর অনুসরণ করলেন।
23 তিনি সারা গালিলেয়া জুড়ে ঘুরে বেড়াতে লাগলেন: তাদের সমাজগৃহে উপদেশ দিতেন, রাজ্যের শুভসংবাদ প্রচার করতেন, ও জনগণের মধ্যে সব ধরনের রোগ ও সব ধরনের ব্যাধি নিরাময় করতেন।
24 তাঁর নাম সমগ্র সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ল ; এবং যত লোক নানা ধরনের রোগ ও পীড়ায় পীড়িত ছিল, যারা অপদূতগ্রস্ত কিংবা মৃগী বা পক্ষাঘাতে আক্রান্ত ছিল, তাদের সকলকে তাঁর কাছে আনা হত, আর তিনি তাদের নিরাময় করতেন।
25 গালিলেয়া, দেকাপলিস, যেরুসালেম, যুদেয়া ও যদনের ওপার থেকে বহু বহু লোক তাঁর অনুসরণ করতে লাগল।