1 নগরপ্রাচীর পুনর্নির্মাণ করা হলে পর ও আমি স্বারগুলোর কবাট বসাবার পর, দ্বারপালেরা, গায়কেরা ও লেবীয়েরা নিজ নিজ কাজে নিযুক্ত হল।
2 আমি আমার ভাই হানানিকে ও দুর্গের শাসনকর্তা হানানিয়াকে যেরুসালেমের উপরে নিযুক্ত করলাম, কেননা হানানিয়া বিশ্বস্ত লোক ছিলেন এবং অনেকের চেয়ে পরমেশ্বরকে বেশি ভয় করছিলেন।
3 আমি তাঁদের বললাম, 'রোদ প্রকট না হওয়া পর্যন্ত যেরুসালেমের নগরদ্বারগুলো খোলা হবে না, এবং দ্বারপালেরা নিজ নিজ স্থানে দাঁড়িয়ে না থাকা পর্যন্ত কবাটগুলো দৃঢ়ভাবে বন্ধ থাকবে। যেরুসালেমের অধিবাসীদের মধ্য থেকে নেওয়া প্রহরী দল নিযুক্ত হোক, তারা প্রত্যেকে নিজ নিজ পালা অনুসারে নিজ নিজ বাড়ির সামনে থাকুক।
4 নগরী প্রশস্ত ও বিস্তীর্ণ, কিন্তু তার মধ্যে লোক অল্প ছিল, আর তখনও বেশি ঘর পুনর্নির্মাণ করা হয়নি।
5 আমার পরমেশ্বর আমার অন্তরে এমন প্রেরণা জাগালেন, যার ফলে আমি লোকগণনা করার জন্য অমাত্যদের, অধ্যক্ষদের ও জনগণকে একত্রে সম্মিলিত করলাম। যারা বন্দিদশা থেকে প্রথম ফিরে এসেছিল, আমি তাদের বংশতালিকা -পত্র পেলাম, তার মধ্যে এই কথা লেখা পেলাম :
6 বাবিলন-রাজ নেবুকাদ্রেজার যাদের দেশছাড়া করে বাবিলনে নিয়ে পেছিলেন, তাদের মধ্য থেকে প্রদেশের এই লোকেরা নির্বাসনের বন্দিদশা থেকে যাত্রা করে যেরুসালেমে ও যুদায় যে যার শহরে ফিরে এল;
7 এরা জেরুব্বাবেল, যেওয়া, নেহেমিয়া, আজারিয়া, রায়ামিয়া, নাহামানি, মোর্সেকাই, বিল্সান, মিস্পেরেৎ, বিপ্াই, নেহুম ও বানার সঙ্গে ফিরে এল। ইস্রায়েল জনগণের পুরুষ-সংখ্যা :
8 পারোশের সন্তান দু'হাজার একশ' বাহাত্তরজন ;
9 শেফাটিয়ার সন্তান : তিনশ' বাহাত্তরজন ;
10 আরাহর সন্তান ছ'শো বাহান্নজন;
11 পাহাৎ-মোয়াবের, অর্থাৎ যেওয়া ও যোয়াবের সন্তান : দু'হাজার আটশ' আঠারজন।
12 এলামের সন্তান এক হাজার দু'শো চুয়ান্নজন;
13 জহুর সন্তান: আটশ' পঁয়তাল্লিশজন।
14 জাব্বাইয়ের সন্তান : সাতশ' ষাটজন ;
15 বিন্নুইয়ের সন্তান : হ'শো আটচল্লিশজন :
16 বেবাইয়ের সন্তান ছ'শো আটাশজন ;
17 আঙ্গাদের ; : সন্তান: দু'হাজার তিনশ' বাইশজন :
18 আদোনিকামের সন্তান : ছ'শো সাতষট্টিজন ;
19 বিশ্বাইয়ের সন্তান: দু'হাজার সাতষট্টিজন ;
20 আদিনের সন্তান : হ'শো পঞ্চান্নজন ;
21 আটেরের, অর্থাৎ হেজেকিয়ার সন্তান : আটানব্বইজন ;
22 হাসুমের সন্তান : তিনশ' আটাশজন :
23 বেজাইয়ের সন্তান : তিনশ' চব্বিশজন :
24 হারিফের সন্তান : একশ' বারোজন ;
25 গিবেয়োনের সন্তান। পঁচানব্বইজন ;
26 বেথলেহেমের ও নেটোফার লোক : একশ' অষ্টাশিজন ;
27 আনাথোতের লোক : একশ' আটাশজন ;
28 বেথ-আমাবেতের লোক বিয়াল্লিশজন :
29 কিরিয়াৎ- যেয়ারিম, কেফিরা ও বেয়েরোতের লোক : সাতশ' তেতাল্লিশজন :
30 রামা ও গেবার লোক: ছ'শো একুশজন ;
31 মিক্মাসের লোক: একশ' বাইশজন ;
32 বেথেল ও আইয়ের লোক: একশ' তেইশজন ;
33 অন্য নেবোর লোক : বাহান্নজন ;
34 অন্য এলামের সন্তান : এক হাজার দু'শো চুয়ান্নজন।
35 হারিমের সন্তান তিনশ' কুড়িজন;
36 যেরিখোর সন্তান : তিনশ' পঁয়তাল্লিশজন।
37 লোদ, হাদিদ ও গুনোর সন্তান : সাতশ' ; একুশজন :
38 'শেনায়ার সন্তান : তিন হাজার ন'শো ত্রিশজন।
39 যাজকবর্গ : যেশুয়া কুলের মধ্যে যেদাইয়ার সন্তান : ন'শো তিয়াত্তরজন ;
40 ইম্মেরের সন্তান : এক হাজার বাহান্নজন ;
41 পাশ্হুরের সন্তান: এক হাজার দু'শো সাতচল্লিশজন ;
42 হারিমের সন্তান : এক হাজার সতেরজন।
43 লেবীয়বর্গ : যেশুয়া ও কামিয়েল, বিন্নুই ও হোদাবিয়ার সন্তান: চুয়াত্তরজন।
44 গায়কবর্গ : আসাফের সন্তান : একশ' আটচল্লিশজন।
45 দ্বারপালদের সন্তানবর্গ: শাল্লুমের সন্তান, আটেরের সন্তান, টালমোনের সন্তান, আক্কুরের সন্তান, হাটিটার সন্তান, শোরাইয়ের সন্তান : সবসমেত একশ' আটত্রিশজন।
46 নিবেদিতরা: সিহার সন্তান, হাসুফার সন্তান, টাব্বায়োতের সন্তান,
47 কেরোসের সন্তান, সিয়ার সন্তান, পাদোনের সন্তান,
48 লেবানার সন্তান, হাগাবার সন্তান, শালমাইয়ের সন্তান,
49 হানানের সন্তান, গিদ্দেলের সন্তান, গাহারের সন্তান।
50 রেয়াইয়ার সন্তান, রেজিনের সন্তান, নেকোদার সন্তান,
51 গাজামের সন্তান উজ্জার সন্তান, পাসেয়াহর সন্তান,
52 বেসাইয়ের সন্তান, মেউনিমের সন্তান, নেফুসিমদের সন্তান,
53 বাকবুকের সন্তান, হাকুফার সম্ভান, হারহুরের সন্তান।
54 বাস্লিতের সন্তান, মেহিদার সন্তান, হার্শার সন্তান,
55 বার্কোসের সন্তান, সিসেরার সন্তান, তেমার সন্তান,
56 নেৎসিহার সন্তান, হাটিফার সন্তানেরা।
57 সলোমনের দাসদের সন্তানবর্গ : সোটাইয়ের সন্তান, সোফেরেতের সস্তান পেরিদার সন্তান,
58 যালার সন্তান, দার্কোনের সন্তান, গিদ্দেলের সন্তান,
59 শেফাটিয়ার সন্তান, হাটিলের সন্তান, পোখেরেৎ-হাৎসেবাইমের সন্তান, আমোনের সন্তানেরা।
60 নিবেদিতরা ও সলোমনের দাসদের সম্ভানবর্গ সবসমেত তিনশত নিরানব্বইজন।
61 তেল-মেলাহ্, তেল-হার্শা, খেরুব-আন্দোন ও ইম্মের এই সকল জায়গা থেকে নিম্নলিখিত লোকেরা এল, কিন্তু তারা ইস্রায়েলীয় কিনা, এবিষয়ে নিজ নিজ পিতৃকুল বা বংশের প্রমাণ দিতে পারল না :
62 দেলাইয়ার সন্তান, তোবিয়াসের সন্তান, নেকোদার সন্তান: ছ'শো বিয়াল্লিশজন।
63 যাজক সন্তানদের মধ্যে এরা হোবাইয়ার সন্তান, হার্ভোসের সন্তান ও বার্সিল্লাইয়ের সন্তানেরা; এই বার্সিরাই গিলেয়াদীয় বার্সিল্লাইয়ের কন্যাদের মধ্যে একজনকে বিবাহ করে তাদের সেই নাম নিয়েছিল ;
64 বংশতালিকায় তালিকাভুক্ত লোকদের মধ্যে এরা নিজ নিজ বংশতালিকা -পত্র খুঁজে পেল না, এজন্য তারা যাজকত্ব থেকে পদচ্যুত হল।
65 শাসনকর্তা তাদের হুকুম দিলেন, উরিম ও তুম্মিমের অধিকারী এক যাজক দেখা না দেওয়া পর্যন্ত তারা যেন পরমপবিত্র কিছুই না খায়।
66 একত্রীকৃত গোটা জনসমাবেশ সংখ্যায় ছিল বিয়াল্লিশ হাজার তিনশ' ষাটজন লোক ;
67 উপরন্তু ছিল তাদের দাস-দাসী : সাত হাজার তিনশ' সাঁইত্রিশজন গায়ক ও গায়িকা : দু'শো পঁয়তাল্লিশজন।
68 তাদের ঘোড়া: সাতশ' ছত্রিশ খচ্চর : দু'শো পঁয়তাল্লিশ ; উট : চারশ' পঁয়ত্রিশ ; গাধা : ছ'হাজার সাতশ' কুড়ি।
69 পিতৃকুলপতিদের মধ্যে কয়েকজন লোক নির্মাণকাজের জন্য অর্থদানে সহযোগিতা দান করল; শাসনকর্তা ধনভাণ্ডারে সাড়ে আট কিলো সোনা ও পঞ্চাশটা বাটি এবং পাঁচশ' ত্রিশটা যাজকীয় পোশাক দিলেন।
70 কয়েকজন পিতৃকুলপতি নির্মাণ-ধনভাণ্ডারে একশ' সত্তর কিলো সোনা ও বারোশ' কিলো রুপো দিল।
71 জনগণের বাকি লোকেরা দিল সতের কিলো সোনা, এগারোশ' কিলো রুপো ও সাতষট্টিটা যাজকীয় পোশাক।
72 যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা, গায়কেরা, লোকদের মধ্যে কোন কোন লোক, নিবেদিতরা ও গোটা ইস্রায়েল যে যার শহরে ফিরে গিয়ে সেখানে বসতি করল। জনগণের সামনে বিধান-পুস্তক পাঠ সপ্তম মাস এসে উপস্থিত হলে, যখন ইস্রায়েল সন্তানেরা নিজ নিজ শহরে ছিল,