1 এই সমস্ত ঘটনার জন্য আমরা এখন লিখিত আকারে দৃঢ় চুক্তি করছি। আমাদের জনপ্রধানেরা, আমাদের লেবীয়েরা ও আমাদের যাজকেরা তার উপরে নিজ নিজ মুদ্রাঙ্কন দিয়েছে।
2 যাঁরা মুদ্রাঙ্কন দিয়েছিলেন, তাঁদের নাম এই হাকালিয়ার সন্তান নেহেমিয়া শাসনকর্তা, এবং সেদেকিয়া,
3 সেরাইয়া, আজারিয়া, যেরেমিয়া,
4 পাশ্হুর, আমারিয়া, মাস্কিয়া,
5 হাটুশ, শেবানিয়া, মাল্লুক,
6 হারিম, মেরেমোৎ, ওবাদিয়া,
7 দানিয়েল, গিন্নেথোন, বারুক,
8 মেশুল্লাম, আবিয়া, মিয়ামিন,
9 মায়াজিয়া, বিল্লাই, শেমাইয়া : যাজকদের মধ্যে এই সকল লোক।
10 লেবীয়দের মধ্যে : আজানিয়ার সন্তান যেওয়া, বিন্নুই, সে হেনাদাদের সন্তানদের মধ্যে একজন, কারিয়েল,
11 এবং তাদের জ্ঞাতি শেবানিয়া, হোদিয়া, কেলিটা, পেলাইয়া, হানান,
12 মিখা, রেহোর, হাসাবিয়া,
13 জাক্কুর শেরেবিয়া, শেবানিয়া,
14 হোদিয়া, বানি ও বেনিনু।
15 জনগণের মধ্যে প্রধান লোকেরা পারোশ, পাহাৎ- মোয়াব, এলাম, জাত্তু, বানি,
16 বুন্নি, আঙ্গাদ, বেবাই,
17 আদোনিয়া, বিগ্বাই, আদিন,
18 আটের, হেজেকিয়া, আঙ্গুর,
19 হোদিয়া, হাসুম, বেজাই,
20 হারিফ, আনাথোৎ, নেবাই,
21 মাম্পিয়াস, মেশুল্লাম, হেজির,
22 মেসেজাবেল, সাদোক, ইয়াদ্দুয়া,
23 পেলাটিয়া, হানান, আনাইয়া,
24 হোসেয়া, হানানিয়া, হাসুব,
25 হাল্লোহেশ, পিল্হা, শোবেক,
26 রেহুম, হাশারা, মাগেইয়া,
27 আহিয়া, হানান, আনান,
28 মাল্লুক, হারিম ও বানা।
29 জনগণের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নিবেদিত প্রভৃতি যে সকল লোক নানা দেশের জাতিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পরমেশ্বরের বিধানের পক্ষে দাঁড়িয়েছিল, তারা সকলে, তাদের স্ত্রী ও ছেলেমেয়েরা, অর্থাৎ জ্ঞান ও বুদ্ধি হয়েছিল যাদের, তারা সকলে
30 তাদের গণ্যমান্য ভাইদের সঙ্গে যোগ দিল এবং দিব্যি দিয়ে শপথ করল যে, পরমেশ্বর তাঁর দাস মোশী দিয়ে যে বিধান দিলেন, তারা পরমেশ্বরের সেই বিধান পথে চলবে, তাদের প্রভু পরমেশ্বরের আজ্ঞা, নিয়মনীতি ও বিধিগুলো সযত্নে পালন করবে।
31 বিশেষভাবে আমরা স্থানীয় লোকদের সঙ্গে আমাদের মেয়েদের বিবাহ দেব না, আমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেব না,
32 স্থানীয় লোকেরা সাব্বাৎ দিনে বিক্রেয় মাল বা খাবার বিক্রির জন্য আনলে আমরা সাব্বাৎ দিনে বা অন্য পবিত্র দিনে তাদের কাছ থেকে তা কিনব না, এবং প্রতিটি সপ্তম বর্ষে ভূমিকে বিশ্রাম দেব ও সমস্ত ঋণ আদায় পরিত্যাগ করব।
33 উপরন্তু : আমরা নিজেদের উপরে এই নিয়ম নির্ধারণ করলাম যে, আমাদের পরমেশ্বরের গৃহের সেবাকাজের জন্য আমরা প্রত্যেক বছর তিন ভাগের এক ভাগ করে শেকেল দান করব :
34 ভোগ-রুটির, নিত্য শস্য-নৈবেদ্যের, নিত্যাহুতির সাব্বাতের, অমাবস্যার, পর্বগুলোর, পবিত্রীকৃত বস্তুর ও ইস্রায়েলের প্রায়শ্চিত্ত-সংক্রান্ত পাপার্থে বলির জন্য এবং আমাদের পরমেশ্বরের গৃহের সমস্ত কাজের জন্য তা করলাম।
35 জ্বালানির বিষয়ে, অর্থাৎ বিধানে যেমন লেখা আছে, সেই অনুসারে আমাদের পরমেশ্বর প্রভুর যজ্ঞবেদির উপরে জ্বালাবার জন্য আমাদের পিতৃকুল অনুসারে প্রতি বছর নির্ধারিত কালে আমাদের পরমেশ্বরের গৃহে কাঠ আনবার বিষয়ে আমরা যাজক, লেবীয় ও জনগণ গুলিবাঁট করলাম,
36 আর আমাদের ভূমির প্রথমফসল ও সমস্ত বাগানের প্রথমফল প্রতি বছর প্রভুর গৃহে আনবার নিয়ম স্থির করলাম;
37 এবং বিধানে যেমন লেখা আছে, সেই অনুসারে আমাদের প্রথমজাত পুত্রসন্তান ও পশুগুলোকে, আমাদের গবাদি পশুর ও ছাগ-মেঘের প্রথমজাতগুলোকে, পরমেশ্বরের গৃহে যারা আমাদের পরমেশ্বরের গৃহের উপাসনা-কর্ম চালায়, সেই যাজকদের কাছে আনব ;
38 আমাদের ময়দার অগ্নিমাংশ, আমাদের অর্ঘ্য ও সবধরনের গাছের ফল, আঙুররস ও তেল আমাদের পরমেশ্বরের গৃহের ভাণ্ডারে যাজকদের জন্য আনব ; আমাদের ভূমির প্রথমফসলের দশমাংশ লেবীয়দের কাছে আনব, কেননা যে সমস্ত শহরে আমরা উপাসনা করে থাকি, সেখানে লেবীয়েরাই দশমাংশ আদায় করে।
39 এও স্থির করলাম যে, লেবীয়দের দশমাংশ আদায় কালে আরোন-বংশজাত একজন যাজক লেবীয়দের সঙ্গে থাকবে, পরে লেবীয়েরা দশমাংশের দশমাংশ আমাদের পরমেশ্বরের গৃহে, ধনভাণ্ডারের কামরাগুলোতে আনবে,
40 কেননা পবিত্রধামের পাত্রগুলো এবং উপাসনা-কর্মে নিযুক্ত যাজকেরা, দ্বারপালেরা ও গায়কেরা যেখানে থাকে, সেই সকল কামরায় ইস্রায়েল সন্তানদের ও লেবি-সন্তানদের পক্ষে শস্য, আঙুররস ও তেলের অংশ আনা উচিত। এইভাবে আমরা স্থির করলাম, আমাদের পরমেশ্বরের গৃহ অবহেলা করব না।