Index

নেহেমিয়া - Chapter 6

1 সাব্বাল্লাট, তোবিয়াস, আরবীয় পেশেম ও আমাদের অন্য সকল শত্রু যখন শুনতে পেল যে, আমি প্রাচীর পুনর্নির্মাণ করেছি, আর কোথাও ফাঁক নেই, (যদিও তখনও নগরদ্বারগুলোর কবাট বসাইনি),
2 তখন সানবাল্লাট ও গেশেম লোক পাঠিয়ে আমাকে বলল, 'এসো, আমরা শুনো উপত্যকায় খেফিরিমে দেখা-সাক্ষাৎ করি।' তারা তো আমার অনিষ্টেরই চেষ্টায় ছিল।
3 কিন্তু আমি দূত পাঠিয়ে তাদের বললাম, "আমি বড় একটা কাজে ব্যস্ত আছি বলে আসতে পারি না; আমি কাজ ছড়ে তোমাদের কাছে যাবার সময়ে কাজ কেন বন্ধ থাকবে?'
4 তারা চার চারবার আমার কাছে লোক পাঠিয়ে একই কথা বলল, কিন্তু আমি তাদের একই উত্তর দিলাম।
5 তখন সানবাপ্পাট সেই একই কথা বলতে পঞ্চম বারের মতই আমার কাছে তার চাকরকে পাঠাল, তার হাতে খোলা একখানা পত্র ছিল ;
6 পত্রে একথা লেখা ছিল : 'জাতিগুলোর মধ্যে এই জনরব হচ্ছে, এবং গাও এবিষয়ে প্রমাণ দিচ্ছে যে, তুমি ও ইহুদীরা রাজদ্রোহ করার সক্ষর করছ, আর এইজন্য তুমি প্রাচীর পুনর্নির্মাণ করছ; এই জনরব অনুসারে তুমি নাকি তাদের রাজা হতে যাচ্ছ।
7 আর “যুদা দেশে এক রাজা আছেন!” নিজের বিষয়ে যেরুসালেমে একথা প্রচার করাবার জন্য নবীদেরও নিযুক্ত করেছ। এই জনরব অবশ্যই রাজার কাছে উপস্থিত করা হবে। সুতরাং এসো, আমরা একত্র হয়ে পরামর্শ করি।
8 কিন্তু আমি তাকে বলে পাঠালাম, “তুমি যে সকল কথা বলছ, সেই ধরনের কোন কাজ হয়নি; তুমিই বরং মনগড়া কথা বলছ!' "
9 প্রকৃতপক্ষে তারা সকলে আমাদের ভয় দেখাতে চাচ্ছিল; তারা ভাবছিল, ‘তাদের হাত দুর্বল হবে, কাজটা শেষ হবে না!' এখন কিন্তু তুমিই, ওগো, আমার হাত সবল কর।
10 পরে আমি মেহেটাবেলের পৌত্র দেলাইয়ার সন্তান শেমাইয়ার বাড়িতে গেলাম, কেননা সে সেখানে রুদ্ধ ছিল। সে আমাকে বলল, 'এসো, আমরা পরমেশ্বরের গৃহে, মন্দিরের ভিতরেই, একত্র হই, এবং মন্দিরের দরজাগুলো বন্ধ করি, কারণ লোকে তোমাকে বধ করতে আসবে, রাতের বেলায়ই তোমাকে বধ করতে আসবে।
11 কিন্তু আমি উত্তরে বললাম, "আমার মত লোক কি পালাতে পারে? আমার মত সাধারণ লোক কি প্রাণ বাঁচাবার জন্য মন্দিরেই আশ্রয় নেবে? না, আমি সেখানে প্রবেশ করব না।'
12 আমি উপলব্ধি করলাম, লোকটা পরমেশ্বর প্রেরিত নয়, সে আমার বিপক্ষেই বাণী উচ্চারণ করেছে, কেননা তোবিয়াস ও সানবাপ্পাট তাকে উৎকোচ দিয়েছে।
13 তাকে উৎকোচ দেওয়া হয়েছিল, যেন আমি ভয় পেয়ে সেইভাবে কাজ করি ও পাপ করি; হ্যাঁ, যেন তারা আমার দুর্নাম করার সূত্র পেয়ে আমাকে অপমানের পাত্র করতে পারে।
14 পরমেশ্বর আমার, তাদের এই কাজের জন্য তোবিয়াস ও সাবাল্লাটের কথা স্মরণে রেখ ; সেই নোয়াদিয়া নারী নবী ও অন্য যে নবীরা আমাকে ভয় দেখাতে চাচ্ছিল, তাদের কথাও স্মরণে রেখ!'
15 বাহান্ন দিনের মধ্যে, অর্থাৎ এলুল মাসের পঞ্চবিংশ দিনে, প্রাচীর শেষ হল।
16 আমাদের সকল শত্রু যখন কথাটা শুনল, তখন আমাদের চারদিকের জাতিগুলো সকলেই ভীত হল, নিজেদের চোখে নিজেরাই অবনমিত হল, এবং একথা স্বীকার করতে বাধ্য হল যে, একাজ আমাদের পরমেশ্বরের সহায়তায়ই হল।
17 সেসময় যুদার অমাত্যরা তোবিয়াসের কাছে পত্রের পর পত্র পাঠাত, আবার তোবিয়াসের কাছ থেকে নিজেরাও পত্র পেত।
18 কারণ যুদার মধ্যে অনেকে তার পক্ষে ছিল, যেহেতু সে আরা সন্তান শেখানিয়ার জামাই ছিল এবং তার ছেলে যেহোহানান বেরেখিয়ার সন্তান মেশুল্লামের মেয়েকে বিবাহ করেছিল।
19 আরও, তারা আমার উপস্থিতিতে তার সৎকাজের কথা বলত ও আমার কথাও তাকে জানাত। আমাকে ভয় দেখাবার জন্য তোবিয়াসও আমার কাছে পত্র পাঠাত।