Index

নেহেমিয়া - Chapter 11

1 জনগণের প্রধান লোকেরা যেরুসালেমে বসতি করল ; বাকি লোকেরা পবিত্র নগরী যেরুসালেমকে বাসিন্দা দেবার জন্য প্রতি দশজনের মধ্যে একজনকে সেখানে আনবার জন্য গুলিবাঁট করল; অপর ন'জন অন্যান্য শহরেও থাকতে পারত।
2 যে সকল লোক স্বেচ্ছায় যেরুসালেমে বাস করতে চাইল, জনগণ তাদের আশীর্বাদ করল।
3 যুদার শহরে শহরে প্রত্যেকে নিজ নিজ স্বত্বাধিকারে বাস করত, কিন্তু প্রদেশের এই সকল প্রধান লোক এবং এই এই ইস্রায়েলীয়েরা, যাজকেরা, লেবীয়েরা, নিবেদিতরা ও সলোমনের দাসদের সন্তানেরা যেরুসালেমে বসতি করল।
4 যেরুসালেমে যুদা-সন্তানেরা ও বেঞ্জামিন সন্তানেরা বসতি করল। ঘুদা-সন্তানদের মধ্যে উজ্জিয়ার সন্তান আথাইয়া; সেই উচ্ছিয়া জাখারিয়ার সন্তান, জাখারিয়া আমারিয়ার সন্তান, আমারিয়া শেফাটিয়ার সন্তান, শেফাটিয়া মাহালালেলের সন্তান : সে পেরেস-সন্তানদের একজন ;
5 উপরন্তু : বারুকের সন্তান মাসেইয়া ; সেই বারুক কোল- হোজের সন্তান, কোল হোজে হাজাইয়ার সন্তান, হাজাইয়া আদাইয়ার সন্তান, আদাইয়া যোইয়ারিবের সন্তান, যোইয়ারিব জাখারিয়ার সন্তান, জাখারিয়া শীলোনীয়ের সন্তান।
6 যে পেরেস-সন্তান যেরুসালেমে বসতি করল, তারা সবসমেত চারশ' আটষট্টিজন বীরপুরুষ।
7 বেঞ্জামিনের এই সকল সন্তান মেগ্রামের সন্তান শাহ্। সেই মেলাম যোয়েদের সন্তান, যোয়েদ পেদাইয়ার সন্তান, পেদাইয়া কোলাইয়ার সন্তান, কোলাইয়া মাসেইয়ার সন্তান, মাসেইয়া ইথিয়েলের সন্তান, ইথিয়েল যেসাইয়ার সন্তান ;
8 এর পরে গাব্বাই ও শাল্লাই ন'শো আটাশজন।
9 জিথ্রির সন্তান যোয়েল তাদের জননেতা ছিলেন, এবং হাস্সেনুয়ার সন্তান যুদা নগরীর দ্বিতীয় প্রধান লোক ছিলেন।
10 যাজকদের মধ্যে : যোইয়ারিবের সন্তান যেদাইয়া, যাখিন,
11 হিল্কিয়ার সন্তান : সেই হিল্কিয়া মেশুয়ামের সন্তান, মোশুলাম সাদোকের সন্তান, সাদোক সেরাইয়া ; মেরাইওতের সন্তান, মেরাইও আহিটুবের সন্তান, আহিব পরমেশ্বরের গৃহের অধ্যক্ষ ;
12 উপরন্তু : গৃহের উপাসনা-কর্মে নিযুক্ত তাদের ভাইয়েরা আটশ' বাইশজন ; যেরোহামের সন্তান আদাইয়া; সেই যেরোহাম পেলালিয়ার সন্তান, পেলালিয়া আম্সির সন্তান, আম্সি জাখারিয়ার সন্তান, জাখারিয়া পাহরের সন্তান, পাহুর মান্ডিয়ার সন্তান।
13 মাল্কিয়ার ভাইয়েরা দু'শো বিয়াল্লিশজন পিতৃকুলপতি ছিলেন ; তাছাড়া আজারেলের সন্তান আমাসাই; সেই আজারেল আজাইয়ের সন্তান, আড্ডাই মেশিল্পেমোতের সস্তান, মেশিল্পেমোৎ ইম্মেরের সন্তান।
14 তাদের ভাইয়েরা একশ' আটাশজন বীরপুরুষ ছিল, এবং তাদের জননেতা ছিলেন জান্দিয়েল, যিনি গেদোলিমের সন্তান।
15 লেবীয়দের মধ্যে : হাসুরের সন্তান শেমাইয়া ; সেই হাসুব আফ্রিকামের সন্তান, আফ্রিকাম হাসাবিয়ার সন্তান, হাসাবিয়া বুন্নির সন্তান ;
16 আর প্রধান লেবীয়দের মধ্যে শাব্বেথাই ও যোসাবাদ পরমেশ্বরের গৃহের বাইরের কাজে অধ্যক্ষ পদে নিযুক্ত ছিল;
17 আর আসাফের প্রপৌত্র জান্দির পৌত্র মিথার সন্তান মাস্তানিয়া ছিলেন সামগান পরিবেশনে প্রধান : তিনিই প্রথম প্রার্থনা শুরু করতেন, ও তাঁর ভাইদের মধ্যে বাকিয়া তাঁর দ্বিতীয় ছিলেন; এবং ইদুঘুমের প্রপৌত্র গালালের পৌত্র শাম্মুয়ার সন্তান আব্দা।
18 পবিত্র নগরীতে লেবীয়েরা সবসমেত দু'শো চুরাশিজন।
19 দ্বারপালেরা আক্কুব, টালমোন ও দ্বারগুলোর প্রহরী তাদের ভাইয়েরা: তারা একশ' বাহাত্তরজন ।
20 ইস্রায়েলের, যাজকদের, লেবীয়দের বাকি লোকেরা যুদার সমস্ত শহরে নিজ নিজ স্বত্বাধিকারে বসতি করল।
21 নিবেদিতরা ওফেলে বসতি করল, এবং সিহা ও গিস্পা নিবেদিতদের প্রধান।
22 বানির সন্তান উজ্জি যেরুসালেমে লেবীয়দের প্রধান ; সেই বানি হাসাবিয়ার সন্তান, হাসাবিয়া মাস্তানিয়ার সন্তান, মাস্তানিয়া মিথার সন্তান, মিখা আসাফের বংশজাত গায়কদের মধ্যে একজন। উজ্জি পরমেশ্বরের গৃহের উপাসনায় গানের পরিচালক ছিলেন।
23 কেননা তাদের বিষয়ে রাজার এক আজ্ঞা ছিল, এবং গায়কদের জন্য প্রতিদিন নির্ধারিত অংশ দেওয়া হত।
24 যুদা-সন্তান জেরাহ্র বংশজাত মেসেজাবেলের সন্তান যে পেতাহিয়া, সে জনগণের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।
25 চারণভূমি সমেত গ্রামগুলোর কথা: যুদা-সন্তানেরা কেউ কেউ কিরিয়াৎ-আর্বায় ও তার উপনগরগুলোতে, দিবোনে ও তার উপনগরগুলোতে, যেকাক্সেলে ও তার উপনগরগুলোতে,
26 এবং যেশুয়াতে, মোলাদায়, বেগ পেলেটে,
27 হাৎসার অ্যালে, বেশেবায় ও তার উপনগরগুলোতে,
28 সিক্লাগে, মেকোনায় ও তার উপনগরগুলোতে,
29 এন-রিম্মোনে, জরায়, যার্মুতে,
30 জানোয়াহ্-তে, আদুল্লামে ও তাদের গ্রামগুলোতে, লাখিশে ও তার চারণভূমি, আজেকায় ও তার উপনগরগুলোতে বসতি করল। তারা বেশেবা থেকে হিপ্লোম উপত্যকা পর্যন্ত বাস করত।
31 বেঞ্জামিন-সন্তানেরা গেবায়, মিমাসে, আইয়াতে, বেখেলে ও তার উপনগরগুলোতে বসতি করল ;
32 আবার, আনাথোতে, নোবে, আনানিয়াতে,
33 হাৎসোরে, রামায়, গিত্তাইমে,
34 হাদিসে, জেবোইমে, নেবাপ্পাটে,
35 লোদে এবং শুনোতে ও শিল্পকারদের উপত্যকায় বসতি করল।
36 লেবীয়দের কোন কোন অংশ যুদায়, কোন কোন অংশ বেঞ্জামিনে বসতি করল।