Index

আমোস - Chapter 9

1 আমি প্রভুকে দেখলাম : তিনি যজ্ঞবেদির কাছে দাঁড়িয়ে ছিলেন; তিনি বললেন, "স্তম্ভের মাথায় এমন আঘাত হান, যেন দরজার চৌকাটের নিম্ন অংশ কাঁপে ; সকলের মাথা ভেঙে ফেল, আর আমি খড়ের আঘাতে বাকি সকলকে বধ করব, যে কেউ পালাবে, সে তত দূরে পালাবে না, যে কেউ রেহাই পাবে, তাতে তার কোন উপকার হবে না।
2 তারা খুঁড়ে খুঁড়ে পাতালে গেলেও সেখান থেকে আমার হাত তাদের ছিনিয়ে আনবে; তারা আকাশে উঠলেও সেখান থেকে আমি তাদের টেনে আনব ; তারা কার্মেলের পর্বতচূড়ায় গিয়ে লুকোলেও সেখান থেকে আমি খুঁজে বের করে তাদের ধরব ;
3 তারা আমার অগোচরে সমুদ্রতলেও গিয়ে লুকোলে সেখানে আমি আজ্ঞা দিলেই সাপ তাদের কামড়াবে।
4 তারা শত্রুদের সামনে বন্দিদশায় গেলেও সেখানে আমি আজ্ঞা দিলেই খড়া তাদের বধ করবে। আমি তাদের দিকে লক্ষ রাখব, কিন্তু অমঙ্গলেরই জন্য, মঙ্গলের জন্য নয়!”
5 প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর, তিনিই পৃথিবীকে স্পর্শ করলেই তা গলে যায়, ও তার অধিবাসী সকলে শোক পালন করে ; সমগ্র পৃথিবী নীল নদীর মত ফেঁপে উঠছে, মিশরের নদীর মত বসে যাচ্ছে।
6 যিনি আকাশে আপন উঁচু কক্ষ গেঁথে তোলেন ও পৃথিবীর ঊর্ধ্বে তার চাঁদোয়া স্থাপন করেন ; যিনি সাগরের জল ডেকে পৃথিবীর বুকের উপরে ঢেলে দেন ; প্রভু, এ-ই তাঁর নাম।
7 হে ইস্রায়েন সন্তানেরা, আমার কাছে তোমরা কি ইথিওপীয়দের মত নও?—প্রভুর উক্তি। আমি কি মিশর দেশ থেকে ইস্রায়েলকে কাপ্তোর থেকে ফিলিস্তিনিদের ও কির থেকে আরামীয়দের বের করে আনিনি?
8 দেখ, আমার পরমেশ্বর প্রভুর চোখ এই পাপিষ্ঠ রাজ্যের উপরে নিবদ্ধ : আমি পৃথিবীর বুক থেকে তা উচ্ছেদ করব: কিন্তু তবুও যাকোবকুলকে নিঃশেষে উচ্ছেদ করব না—প্রভুর উক্তি।
9 কারণ দেখ, আমি আজ্ঞা দেব, আর যেমন চালনিতে গম চালা হয়, আর একটা দানাও মাটিতে পড়ে না, তেমনি আমি সকল দেশের মধ্যে ইস্রায়েলকুলকেই চালব।
10 আমার আপন জনগণের সেই সকল পাপীই খড়্গোর আঘাতে মারা পড়বে, যারা বলছিল, 'অমঙ্গল আমাদের কাছে কাছে আসবে না, না, তা আমাদের নাগাল পাবেই না।'
11 সেইদিন আমি দাউদের খসে পড়া কুটির পুনরুত্তোলন করব, তার সমস্ত ফাটল সংস্কার করব, তার ধ্বংসস্তূপ পুনরুত্তোলন করব, এবং আগে যেমনটি ছিল, সেইমত তা পুনর্নির্মাণ করব,
12 যেন তারা এদোমের অবশিষ্ট মানুষের, এবং যত দেশ আমার আপন নাম বহন করত, তাদের সকলের উপরে জয়ী হতে পারে ; প্রভু, এসব কিছুর সাধক যিনি, তিনি একথা বলছেন।
13 দেখ, এমন দিনগুলি আসছে—প্রভুর উক্তি— যে দিনগুলিতে হালবাহক শস্যকাটিয়ের সঙ্গে, ও আঙুরপেষক বীজবুনিয়ের সঙ্গে মিলবে: পর্বত বেয়ে মিষ্ট আঙুররস ঝড়ে পড়বে, উপপর্বত বেয়ে তা গড়িয়ে পড়বে।
14 আমি আমার আপন জনগণ ইস্রায়েলের নির্বাসিতদের ফিরিয়ে আনব : তারা ধ্বংসিত যত শহর পুনর্নির্মাণ করে সেইখানে বাস করবে, আঙুরখেত করে তার রস পান করবে, বাগান চাষ করে তার ফল ভোগ করবে।
15 আমি তাদের নিজেদের দেশভূমিতে তাদের রোপণ করব, এবং আমি তাদের যে দেশভূমি মঞ্জুর করেছি, তা থেকে তারা আর কখনও উৎপাটিত হবে না, একথা বলছেন প্রভু, তোমার পরমেশ্বর।