Index

আমোস - Chapter 6

1 ধিক্ তাদের, যারা সিয়োনে নিশ্চিন্তেই বসে থাকে, তাদেরও ধিক্, যারা সামারিয়ার পর্বতে নিজেদের নিরাপদ মনে করে, জাতিসকলের এই প্রধানার মধ্যে যারা প্রসিদ্ধ, ইস্রায়েলকুল যাদের কাছে গিয়ে আশ্রয় নেয়!
2 তোমরা কানেতে একবার গিয়ে দেখ, সেখান থেকে মহতী হামাতে এগিয়ে যাও, পরে ফিলিস্তিনিদের সেই গাতে নেমে যাও : তারা কি তোমাদের দুই রাজ্যের চেয়ে শ্রেয়? কিংবা তাদের অঞ্চল কি তোমাদের অঞ্চলের চেয়ে বড়?
3 তোমরা মনে করছ, অমঙ্গলের দিন দূরে রাখবে, কিন্তু অত্যাচারের আসন ত্বরান্বিত করছ।
4 গজদন্তময় শয্যায় শুয়ে, নিজেদের খাটের উপরে গা ছড়িয়ে ওরা মেষপালের শাবকদের ও গোশালায় পুষ্ট করা বাছুরগুলোকে এনে খায়।
5 সেতারের ঝঙ্কারে জোর গলায় গান করে থাকে, বাদ্যযন্ত্রে দাউদের সমকক্ষ হয়ে নতুন নতুন সুর বানায় ;
6 বড় বড় পাত্রে আঙুররস পান করে, সেরা তেল দেহে মাথায়, কিন্তু যোসেফের দুর্দশার জন্য চিন্তাটুকুও করে না।
7 এইজন্য এখন তারা নির্বাসিতদের অগ্রভাগে নির্বাসনে চলে যাবে। হ্যাঁ, দেহলালসদের হর্ষধ্বনি মিলিয়ে গেল।
8 প্রভু পরমেশ্বর নিজেরই দিব্যি দিয়ে শপথ করেছেন : প্রভুর উক্তি! সেনাবাহিনীর পরমেশ্বর এই আমিই যাকোবের গর্ব, কিন্তু তার যত প্রাসাদ ঘৃণা করি ; আমি নগরীকে ও তার মধ্যে যা কিছু আছে পরের হাতে তুলে দেব।
9 এক ঘরে যদি দশজন রেহাই পায়, তারা মরবে ;
10 মৃতদেহ পোড়াবার জন্য যে জাতি তা ঘর থেকে বের করে আনবে, যে কেউ ঘরের শেষ কোণে রয়েছে, তাকে সে জিজ্ঞাসা করবে : 'ওখানে তোমার সঙ্গে কি আর কেউ আছে?' সে উত্তর দেবে 'না!' তাতে শোনা যাবে, ‘চুপ!’ প্রভুর নাম করার জন্য আর কেউ নেই।
11 কেননা দেখ, প্রভু আজ্ঞা করেন, আর তাঁর আঘাতে বড় বাড়ি টুকরো টুকরো হয়ে যাবে, ছোট বাড়িও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে।
12 ঘোড়া কি শৈলের উপরে দৌড়তে পারে? কিংবা পাথুরে জায়গায় কেউ কি বলদ দিয়ে লাঙল চালাবে? অথচ তোমরা সুবিচার বিষগাছে ও ধর্মিষ্ঠতার ফল নাগদানায় পরিণত করেছ।
13 তোমরা তো লো-দেবারে আনন্দ করেছ, বলেছ, 'আমরা কার্নাইমের উপরে কি নিজেদের বলেই জয়ী হইনি?'
14 এখন দেখ, হে ইস্রায়েলকুল, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতির উদ্ভব ঘটাব, – সেনাবাহিনীর পরমেশ্বর প্রভুর উক্তি— তারা হামাতের প্রবেশপথ থেকে আরাবার খরস্রোত পর্যন্ত। তোমাদের উৎপীড়ন করবে।