Index

আমোস - Chapter 5

1 এই বাণী শোন, যা আমি তোমাদের বিরুদ্ধে উচ্চারণ করতে যাচ্ছি; হে ইয়ায়েলকুল, তা একটা বিলাপগান :
2 ইস্রায়েল-কুমারী পড়েছে, সে আর কখনও উঠবে না, সে মাটিতে পড়ে আছে, তাকে ওঠাবার মত কেউ নেই।
3 কারণ প্রভু পরমেশ্বর একথা বলছেন : যে শহর যুদ্ধে হাজার লোক পাঠাত, তার কেবল একশ'জন লোক থাকবে ; আর যে শহর শতজন লোক পাঠাত, তার কেবল দশজন লোক থাকবে — ইস্রায়েলকুলের পক্ষে যুদ্ধ করার জন্য।
4 কারণ প্রভু পরমেশ্বর ইস্রায়েলকুলকে একথা বলছেন : আমার অন্বেষণ কর, তবে তোমরা বাঁচবে।
5 কিন্তু বেথেল অন্বেষণ করো না, গিল্লালে যেয়ো না, বের্শেবাতে তীর্থযাত্রা করো না; কেননা গিল্লাল নির্বাসিত হতে যাচ্ছে, আর বেথেল তার নিজের শঠতায় পতিত হচ্ছে।
6 প্রভুর অন্বেষণ কর, তবে বাঁচবে, নইলে তিনি যোসেফ-কুলে আগুনের মত নেমে পড়ে তা গ্রাস করবেন, আর বেথেলে সেই অগ্নিশিখা নিভাবে এমন কেউই থাকবে না।
7 তারা সুবিচার নাগদানায় পরিণত করছে, ধর্মিষ্ঠতা ভূমিসাৎ করছে।
8 যিনি কৃত্তিকা ও কালপুরুষের নির্মাতা, যিনি মৃত্যু-ছায়া প্রভাতে এবং দিন অন্ধকারময় রাত্রিতে পরিণত করেন ; যিনি সাগরের জল ডেকে পৃথিবীর বুকের উপরে ঢেলে দেন : প্রভু, এ-ই তাঁর নাম।
9 তিনি দৃঢ়দুর্গের উপরে সর্বনাশ নামিয়ে আনেন, সুরক্ষিত নগরীর উপরে সর্বনাশ ডেকে আনেন।
10 নগরদ্বারে যে সদুপদেশ দেয়, তাকে তারা ঘৃণা করে; সত্য অনুযায়ী যে কথা বলে, সে তাদের বিতৃষ্ণার পাত্র!
11 যেহেতু তোমরা অভাবীকে পায়ে মাড়িয়ে দাও, ও তার গমের একটা অংশ জোর করে আদায় কর, সেজন্য তোমরা খোদাই করা পাথরে বাড়ি গেঁথে থাকলেও সেই বাড়িতে বাস করতে পারবে না ; উৎকৃষ্ট আঙুরতে চাষ করে থাকলেও তার আঙুররস ভোগ করতে পারবে না।
12 কারণ আমি জানি—তোমাদের অধর্ম-কাজ অসংখ্য, তোমাদের পাপ গুরুতম : তোমরা ধার্মিককে উৎপীড়ন কর, উৎকোচ আদায় কর, বিচারালয় থেকে নিঃস্বকে তাড়িয়ে দাও!
13 এজন্য এমন সময়ে সুবিবেচক মানুষ নীরব থাকবে, কেননা এ অমঙ্গলের সময়।
14 মঙ্গলেরই সবকিছুর অন্বেষণ কর, অমঙ্গলের নয়, যেন নিজেদের বাঁচাতে পার ; তবেই প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর, তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, যেমনটি তোমরা বলে থাক।
15 অমঙ্গল ঘৃণা কর, মঙ্গল সবকিছু ভালবাস, নগরদ্বারে ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত কর; কি জানি, প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর যোসেফের অবশিষ্টাংশের প্রতি দয়া করবেন।
16 এজন্য প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর যিনি, সেই প্রভু, একথা বলছেন : রাস্তা-ঘাটে বিলাপ হবে, পথে পথে শোনা যাবে : হায় হায় ! কৃষককে শোক করতে ডাকা হবে, বিলাপগানে যারা দক্ষ, তাদের বিলাপ করতে বলা হবে।
17 সমস্ত আঙুরখেতে বিলাপ হবে, কারণ আমি তোমার মধ্য দিয়ে পার হয়ে যাব -একথা বলছেন স্বয়ং প্রভু।
18 তোমাদের ধিক্, যারা প্রভুর দিনের আকাঙ্ক্ষা কর। তোমাদের পক্ষে প্রভুর দিন কী হবে? তা অন্ধকার হবে, আলো নয়।
19 ঠিক যেন একজন লোক সিংহ থেকে পালায় কিন্তু ভালুকীর সামনে পড়ে ; কিংবা ঘরে ঢুকে দেওয়ালে হাত রাখলে সাপটা তাকে কামড়ায়।
20 তবে প্রভুর দিন কি আলো, অন্ধকার নয়? তা কি এমন অন্ধকার নয়, যাতে দীপ্তির লেশমাত্র নেই?
21 আমি তোমাদের সমস্ত পর্বোৎসব ঘৃণা করি, অগ্রাহ্যই করি, তোমাদের ধর্মসভাও আমার গ্রহণীয় নয়।
22 তোমরা আমার কাছে আহুতি ও অর্ঘ্য নিবেদন করলে আমি তা প্রসন্নতার সঙ্গে গ্রাহ্য করি না, তোমাদের নধর পশুর মিলন-যজ্ঞের প্রতিও নজর দিই না।
23 তোমার গানের কোলাহল আমার কাছ থেকে দূর কর, আমি তোমার সেতারের সুর শুনতে পারি না।
24 সুবিচারই বরং জলের মত প্রবাহিত হোক, ধর্মিষ্ঠতাই চিরপ্রবাহী স্রোতের মত বয়ে চলুক।
25 হে ইস্রায়েলকুল, মরুপ্রান্তরে তোমরা কি চল্লিশ বছর ধরে আমার উদ্দেশে বলি ও অর্থ উৎসর্গ করেছিলে?
26 কিন্তু তোমরা তোমাদের রাজা সাক্কুকে ও কিউন নামে তোমাদের সেই দেবমূর্তিকে তোমাদের নিজেদের জন্য গড়া সেই দেব-দেবীর তারাকেই তোমরা কাঁধে তুলে বহন করে বেড়াচ্ছ !
27 এখন আমি দামাস্কাসের ওপারে তোমাদের বন্দিদশায়ই তাড়িত করতে যাচ্ছি, একথা বলছেন প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর যাঁর নাম।