Index

আমোস - Chapter 3

1 হে ইস্রায়েল সন্তানেরা, এই বাণী শোন, যা প্রভু তোমাদেরই বিরুদ্ধে উচ্চারণ করেছেন, —মিশর দেশ থেকে যাকে আমি বের করে এনেছি, সেই গোটা গোত্রের বিরুদ্ধে যা উচ্চারণ করেছি—:
2 পৃথিবীর সমস্ত গোত্রগুলোর মধ্যে কেবল তোমাদেরই আমি ঘনিষ্ঠভাবে জেনেছি: এজন্য তোমাদের সমস্ত শঠতার জন্য তোমাদের যোগ্য শাস্তি দেব।
3 একমত না হলে দু'জন কি একসঙ্গে চলে?
4 শিকার না থাকলে বনের মধ্যে সিংহ কি গর্জন করে? কিছু না ধরলে আস্তানায় যুবসিংহ কি হুঙ্কার তোলে?
5 ফাঁদ না পাতলে পাখি কি ফাঁসে আবদ্ধ হয়ে মাটিতে পড়ে? কিছু ধরা না পড়লে মাটি থেকে কি ফাঁদ ছোটে?
6 শহরের মধ্যে তুরি বাজলে লোকেরা কি কম্পিত হয় না? প্রভু না ঘটালে শহরের মধ্যে কি অমঙ্গল ঘটে?
7 সত্যি, তাঁর আপন দাস সেই নবীদের কাছে নিজের রহস্যময় সুমন্ত্রণা প্রকাশ না করে, প্রভু পরমেশ্বর কিছুই করেন না।
8 সিংহ গর্জন করল : কে না ভয় পাবে? প্রভু পরমেশ্বর বাণী উচ্চারণ করলেন: কে না নবীয় বাণী দেবে?
9 আসদোদের প্রাসাদগুলির ছাদ থেকে, মিশর দেশের প্রাসাদগুলির ছাদ থেকে তোমরা একথা স্পষ্ট করে শোনাও : সামারিয়ার পাহাড়পর্বতের উপরে জড় হও, আর লক্ষ কর, তার মধ্যে কেমন কোলাহল, তার বুকে কেমন অত্যাচার !
10 ন্যায়াচরণ যে কি, ওদের তেমন বোধ নেই, —প্রভুর উক্তি— নিজেদের প্রাসাদগুলিতে তারা অত্যাচার ও শোষণ জমায়।
11 এজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন : এক শত্রু উপস্থিত! দেশ চারদিকে ঘেরা! তোমা থেকে তোমার প্রতাপ নামিয়ে দেওয়া হবে, লুণ্ঠিত হবে তোমার সমস্ত প্রাসাদ।
12 প্রভু একথা বলছেন : সিংহের মুখ থেকে যেমন রাখাল দু'টো পা বা কানের লতি উদ্ধার করে, তেমনি উদ্ধার পাবে সেই ইস্রায়েল সন্তানেরা, যারা সামারিয়ায় শয্যার এক কোণে বা খাটের কম্বলে বসে আছে।
13 তোমরা শোন, ও যাকোবকূলের বিরুদ্ধে সাক্ষ্য দান কর, —প্রভু ঈশ্বর, সেনাবাহিনীর পরমেশ্বরের উক্তি—
14 আমি যেদিন ইস্রায়েলকে তার সমস্ত বিদ্রোহ-কর্মের প্রতিফল দেব, সেইদিন বেধেলের যত যজ্ঞবেদিকেও প্রতিফল দেব : বেদির শিংগুলি ছিন্ন হয়ে মাটিতে পড়বে।
15 আমি শীতকালীন আবাস ও গ্রীষ্মকালীন আবাস একসঙ্গেই আঘাত করব, গজদন্তময় যত আবাস বিনষ্ট হবে, বহু বহু বাসগৃহও মিলিয়ে যাবে—প্রভুর উক্তি।