1 এই বাণী শোন, হে বাশানের যত গাভী, যারা সামারিয়ার পর্বতে চড়ে বেড়াও, দুর্বলকে অত্যাচার কর, নিঃষকে চূর্ণ কর, এবং তোমাদের স্বামীদের বল : 'আন, পান করি।'
2 প্রভু পরমেশ্বর তাঁর আপন পবিত্রতার দিব্যি দিয়ে শপথ করে বলেছেন: দেখ, তোমাদের উপরে এমন দিনগুলি আসছে, যে দিনগুলিতে আঁকড়া দিয়ে তোমাদের টেনে নেওয়া হবে, ও তোমাদের মধ্যে বাকি সকলকে জেলের বড়শি দিয়ে ধরে টানা হবে।
3 তোমরা সারি বেঁধে নগরপ্রাচীরের গর্তের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, এবং হার্মোনের দিকে তাড়িত হবে—প্রভুর উক্তি।
4 যাও তোমরা, বেথেলে গিয়ে পাপ কর! গিল্লালে গিয়ে আরও পাপ কর! প্রতি প্রভাতে তোমাদের বলি ও প্রতি তিন দিনান্তে তোমাদের দশমাংশ আন।
5 খামিরযুক্ত খাদ্য দানে ধন্যবাদ-বলিও উৎসর্গ কর, তোমাদের স্বেচ্ছাকৃত অর্থও জোর গলায়ই ঘোষণা কর, কেননা, হে ইস্রায়েল সন্তানেরা, তা-ই করতে তোমরা ভালবাস—প্রত পরমেশ্বরের উক্তি।
6 অথচ আমি শহরে শহরে খালি মুখে, ও গ্রামে গ্রামে বিনা রুটিতে তোমাদের ফেলে রেখেছি : কিন্তু তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না—প্রভুর উক্তি।
7 শস্যকাটার তিন মাস আগে তোমাদের বর্ষাও দিতে আমি অস্বীকার করলাম ; এক শহরে বৃষ্টি ও অন্য শহরে অনাবৃষ্টি ঘটালাম : এক জমি জলসিক্ত হত, অন্য জমি জলের অভাবে শুষ্ক হত ;
8 জল পান করার জন্য দু' তিন শহর টলতে টলতে অন্য শহরে যেত, কিন্তু পিপাসা মেটাতে পারত না : কিন্তু তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না—প্রভুর উক্তি।
9 আমি শস্যের শোষ ও ম্লানি দ্বারা তোমাদের আঘাত করলাম ; তোমাদের বাগান ও আঙুরখেত শুকিয়ে দিলাম, শুঁয়াপোকা তোমাদের ডুমুরগাছ ও জলপাইগাছ সবই গ্রাস করল : কিন্তু তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না—প্রভুর উক্তি।
10 তোমাদের উপর এমন মহামারী প্রেরণ করলাম, যা মিশরের সেই মহামারীর মত ; তোমাদের যুবকদের খড়্গোর আঘাতে সংহার করলাম, আর সেইসঙ্গে তোমাদের যত ঘোড়াকেও কেড়ে নেওয়া হল তোমাদের শিবিরের দুর্গন্ধ তোমাদের নাকে পর্যন্তই প্রবেশ করালাম : কিন্তু তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না—প্রভুর উক্তি।
11 পরমেশ্বর যেমন সদোম ও গমোরা উৎপাটন করেছিলেন, তেমনি তোমাদেরও আমি উৎপাটন করলাম: তোমরা ছিলে যেন দাহ থেকে উদ্ধার করা আধপোড়া কাঠের মত : কিন্তু তবুও তোমরা আমার কাছে ফিরে এলে না—প্রভুর উক্তি।
12 এজন্য, হে ইস্রায়েল, আমি ঠিক এইভাবে তোমার প্রতি ব্যবহার করতে যাচ্ছি; আর যেহেতু তোমার প্রতি এভাবে ব্যবহার করতে যাচ্ছি, সেহেতু, হে ইস্রায়েল, তোমার পরমেশ্বরের সঙ্গে দেখা করতে প্রস্তুত হও!
13 কেননা দেখ, যিনি পাহাড়পর্বতের নির্মাতা ও বায়ুর স্রষ্টা যিনি মানুষের কাছে তার চিন্তা-ভাবনা প্রকাশ করেন, ঊষা অন্ধকার দু'টোই গড়ে তোলেন ও পৃথিবীর উঁচুস্থানগুলির পথে পথে চলাচল করেন : প্রভু, সেনাবাহিনীর পরমেশ্বর, এ-ই তাঁর নাম।