1 প্রভু, আমার পরমেশ্বর, যা আমাকে দেখালেন, তা এ : দেখ, শেষ গ্রীষ্মের এক চুপড়ি ফল।
2 তিনি আমাকে বললেন, 'আমোস, কি দেখতে পাচ্ছ?” আমি উত্তরে বললাম, “শেষ গ্রীষ্মের এক চুপড়ি ফল।' প্রভু আমাকে বললেন, “আমার জনগণ ইস্রায়েলের শেষ পরিণাম এসেছে : তাকে আর কখনও ক্ষমা করব না।
3 সেইদিন প্রাসাদের গান হাহাকার হয়ে যাবে। —আমার পরমেশ্বর প্রভুর উক্তি— মৃতদেহ বহু ; সেইসব সব জায়গায় ফেলে দেওয়া হবে। চুপ !'
4 এই কথা শোন তোমরা, যারা নিঃষকে গ্রাস করছ ও দেশের দীনহীনকে নিশ্চিহ্ন করছ :
5 যারা বলে থাক : ‘অমাবস্যা কখন পার হবে, যাতে শস্য বিক্রি করা যেতে পারে? সাব্বাও কখন পার হবে, যাতে গমের ব্যবসা করা যেতে পারে? তখন আমরা এফা লঘুভার করব ও শেকেল ভারী করব, এবং চালাকির দাঁড়িপাল্লা দ্বারা ঠকাতে পারব;
6 আমরা অর্থের বিনিময়ে অভাবীকে ও এক জোড়া জুতোর বিনিময়ে নিঃস্বকে কিনতে পারব। গমের ছাঁটও বিক্রি করতে পারব!'
7 প্রভু যাকোবের গর্বের দিব্যি দিয়ে শপথ করেছেন : আমি তাদের কাজকর্ম কখনও ভুলব না।
8 এর জন্যই কি পৃথিবী কম্পান্বিত নয়? তার অধিবাসী সকলে কি শোকার্ত নয়? সমগ্র পৃথিবী কি নীল নদীর মত ফেঁপে উঠছে, ও মিশরের নদীর মত সংক্ষুব্ধ হয়ে আবার বসে যাচ্ছে?
9 সেইদিন—প্রভু পরমেশ্বরের উক্তি— আমি মধ্যাহ্নেই সূর্যাস্ত ঘটাব, আলোর সময়েই দেশকে অন্ধকারময় করব।
10 তোমাদের সমস্ত উৎসব শোকে, তোমাদের সমস্ত গান বিলাপে পরিণত করব: সকলের কোমরে চটের কাপড় জড়াব, সকলের মাথার চুল খেউরি করাব : একমাত্র সন্তান হারানোর শোকের মত দেশকে শোক করাব, তার শেষকাল হবে তিক্ততার দিন!
11 দেখ, এমন দিনগুলি আসছে, —আমার পরমেশ্বর প্রভুর উক্তি— যে দিনগুলিতে আমি দেশে দুর্ভিক্ষ প্রেরণ করব; তা রুটির ক্ষুধা বা জলের তেষ্টা নয়, কিন্তু প্রভুর বাণী শ্রবণেরই ক্ষুধা।
12 তখন লোকে টলতে টলতে এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে, উত্তর থেকে পুবে ঘুরে বেড়াবে, তারা তো প্রভুর বাণীর অন্বেষণ করবে, কিন্তু তা পাবে না।
13 সেইদিন সুন্দরী যুবতীরা ও যুবকেরা তেষ্টায় মূর্ছাতুর হবে।
14 যারা সামারিয়ার পাপের দিব্যি দিয়ে শপথ করে, যারা বলে, 'দান! তোমার জীবনময় পরমেশ্বরের দিব্যি ! বের্শেবা! তোমার প্রতাপময়ের জীবনের দিব্যি ! তাদের সকলের পতন হবে, আর কখনও উঠতে পারবে না।