Index

আমোস - Chapter 7

1 প্রভু, আমার পরমেশ্বর, যা আমাকে দেখালেন, তা এ : দ্বিতীয় ঘাস গজিয়ে ওঠার আরম্ভে, রাজার ঘাস কাটবার পরে যে ঘাস হয়, সেই ঘাস বেড়ে ওঠার সময়ে এক ঝাঁক পঙ্গপাল দেখা দিচ্ছিল।
2 সেগুলো অঞ্চলের ঘাস নিঃশেষে গ্রাস করলে আমি বললাম: 'প্রভু, পরমেশ্বর আমার, দোহাই তোমার, ক্ষমা কর ; যাকোব কেমন করে দাঁড়াতে পারবে? সে যে এত ছোট !”
3 এতে প্রভু দয়ায় বিগলিত হলেন ; প্রভু বললেন, ‘এমনটি ঘটবে না!”
4 প্রভু, আমার পরমেশ্বর, যা আমাকে দেখালেন, তা এ : প্রভু, আমার পরমেশ্বর, দণ্ডাজ্ঞার জন্য আগুন ডাকছিলেন, ; তা অতল গহ্বর গ্রাস করেছিল, এবার দেশ গ্রাস করছিল।
5 তখন আমি বললাম : প্রভু, পরমেশ্বর আমার, দোহাই তোমার, ক্ষান্ত হও, যাকোব কেমন করে দাঁড়াতে পারবে? সে যে এত ছোট!'
6 এতে প্রভু দয়ায় বিগলিত হলেন : প্রভু, আমার পরমেশ্বর, বললেন, 'এমনটিও ঘটবে না।'
7 তিনি যা আমাকে দেখালেন, তা এ ওলন হাতে নিয়ে প্রভু ওলনের টানা তৈরী এক দেওয়ালের উপরে দাঁড়িয়ে ছিলেন ;
8 প্রভু আমাকে বললেন, 'আমোস, কী দেখতে পাচ্ছ?' আমি উত্তরে বললাম, ‘একটা ওলন দেখতে পাচ্ছি।' প্রভু আমাকে বললেন, আমি আমার আপন জনগণ ইস্রায়েলের মধ্যে একটা ওলন দিতে যাচ্ছি, তাদের আর কখনও ক্ষমা করব না।
9 ইসায়াকের উচ্চস্থানগুলো ধ্বংস করা হবে, ইস্রায়েলের যত দেবালয় ভূমিসাৎ করা হবে, আর তখন আমি খা ধারণ করে যেরবোয়ামের কুলের বিরুদ্ধে রুখে দাঁড়াব!'
10 বেথেলের যাজক আমাজিয়া ইস্লায়েল-রাজ যেরবোয়ামের কাছে এই কথা বলে পাঠালেন : “আমোস ইস্রায়েলকূলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে: দেশ তার বাণী আর সহ্য করতে পারে না, কারণ আমোস নাকি একথা বলছে :
11 যেরবোয়াম খড়্গোর আঘাতে মারা পড়বেন ও ইস্রায়েল স্বদেশ থেকে দূরেই নির্বাসিত হবে।'
12 তখন আমাজিয়া আমোসকে বলল, 'হে দৈবদ্রষ্টা, চলে যাও, যুদা দেশে গিয়ে আশ্রয় নাও। সেইখানে তোমার রুটি খেতে পারবে, সেইখানে ভাববাণী দিতে পারবে;
13 কিন্তু বেথেলে আর ভাববাণী দিয়ো না, কারণ এ রাজকীয় পবিত্রধাম ও রাজকীয় মন্দির।'
14 তখন আমোস উত্তরে আমাজিয়াকে বললেন, 'আমি তো নবী ছিলাম না, কোন নবী-সঙ্ঘের সদস্যও ছিলাম না; আমি শুধু এক রাখাল ছিলাম, ও ডুমুরগাছ চাষ করতাম।
15 কিন্তু প্রভু আমাকে গবাদি পশুর পিছন থেকে নিলেন, এবং প্রভু আমাকে বললেন, যাও, আমার আপন জনগণ ইয়ায়েলের কাছে ভাববাণী দাও।
16 তাই এখন তুমি প্রভুর বাণী শোন : তুমি নাকি বলছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী দিয়ো না, ইসায়াক-কুলের বিপক্ষে বাণীপ্রচার করো না।
17 এজন্য প্রভু একথা বলছেন, তোমার স্ত্রী শহরের মধ্যে বেশ্যাচার করবে, তোমার পুত্রকন্যারা খড়্গোর আঘাতে পড়বে, তোমার জমিজমা দড়ি দিয়ে ভাগ ভাগ করা হবে, তুমি নিজে অশুচি এক দেশভূমিতে মরবে, এবং ইস্রায়েল স্বদেশ থেকে দূরেই নির্বাসিত হবে।'