1 প্রভু একথা বলছেন : মোয়াবের তিনটে বিদ্রোহ-কর্মের জন্য, তার চারটে বিদ্রোহ-কর্মের জন্য আমি আমার দন্ডাজ্ঞা ফিরিয়ে নেব না, কারণ এদোমের রাজার হাড় চুনে পুড়িয়ে দিয়েছে;
2 আমি মোয়াবের উপরে আগুন প্রেরণ করব, তা গ্রাস করবে কেরিয়োতের সমস্ত প্রাসাদ, এবং রণনিনাদ ও তুরিধ্বনির মধ্যে মোয়াব সেই কোলাহলে প্রাণ ত্যাগ করবে;
3 তার মধ্য থেকে আমি বিচারকর্তাকে উচ্ছেদ করব, তার সকল জনপ্রধানকেও সংহার করব তার সঙ্গে : -একথা বলছেন স্বয়ং প্রভু।
4 প্রভু একথা বলছেন : যুদার তিনটে বিদ্রোহ-কর্মের জন্য, তার চারটে বিদ্রোহ-কর্মের জন্য আমি আমার দণ্ডাজ্ঞা ফিরিয়ে নেব না, কারণ তারা প্রভুর নির্দেশবাণী অবজ্ঞা করেছে, তাঁর বিধিগুলো পালন করেনি, বরং তাদের পিতৃপুরুষেরা যার অনুগামী হয়েছিল, তারাও সেই মিথ্যা দ্বারা পথভ্রষ্ট হয়েছে ;
5 আমি যুদার উপরে আগুন প্রেরণ করব, তা গ্রাস করবে যেরুসালেমের সমস্ত প্রাসাদ !
6 প্রভু একথা বলছেন : ইস্রায়েলের তিনটে বিদ্রোহ-কর্মের জন্য, তার চারটে বিদ্রোহ-কর্মের জন্য আমি আমার দণ্ডাজ্ঞা ফিরিয়ে নেব না, কারণ তারা রুপোর বিনিময়ে ধার্মিককে, ও এক জোড়া পাদুকার বিনিময়ে নিঃষকে বিক্রি করে দিয়েছে :
7 তারা দুর্বলদের মাথা ধুলায় মাড়িয়ে দেয়, ও বিনম্রদের পথ বাঁকায় ; পিতা সন্তান দু'জনে একই যুবতীর কাছে যায়, আর তাই করে আমার পবিত্র নাম কলুষিত করে।
8 বন্ধকী কাপড় পেতে তারা যত বেদির কাছে শুয়ে থাকে, জরিমানা হিসাবে পাওয়া আঙুররস নিজেদের পরমেশ্বরের গৃহেই পান করে।
9 অথচ আমিই তাদের সামনে সেই আমোরীয়কে উচ্ছেদ করেছিলাম, যে এরসগাছের মত উচ্চ ছিল, যার শক্তি ছিল ওর গাছের মত; আমিই ঊর্ধ্বে তার ফল ও নিচে তার মূল উচ্ছেদ করেছিলাম।
10 সেই আমোরীয়ের দেশ তোমাদের আপন অধিকারে দেবার জন্য আমিই মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছিলাম, ও চল্লিশ বছর ধরে মরুপ্রান্তরে চালনা করেছিলাম।
11 আমি তোমাদের সন্তানদের মধ্য থেকে নবীর উদ্ভব ঘটিয়েছিলাম, তোমাদের যুবকদের মধ্যে ঘটিয়েছিলাম নাজিরীয়দের উদ্ভব। হে ইস্রায়েল সন্তানেরা, এ কি সত্য নয়? — প্রভুর উক্তি ।
12 কিন্তু তোমরা নাজিরীয়দের পান করিয়েছ আঙুররস, নবীদের আজ্ঞা দিয়েছ: “নবীয় বাণী দিয়ো না।”
13 দেখ, গমের আটির ভারে গাড়ি যেমন চেপটে যায়, আমি তেমনি তোমাদের জায়গায়ই তোমাদের চেপটিয়ে দেব।
14 তখন দ্রুতগামীর পালাবার উপায় ছিন্ন হবে, শক্তিশালী নিজের শক্তি লাগাবার উপায় পাবে না, বীরযোদ্ধা নিজের প্রাণ রক্ষা করতে পারবে না,
15 তীরন্দাজ দাঁড়াতে পারবে না, দ্রুতগামী রক্ষা পাবে না, অশ্বারোহীও নিজের প্রাণ রক্ষা করতে পারবে না।
16 বীরযোদ্ধাদের মধ্যে যে সবচেয়ে সাহসী, সেও সেইদিন উলঙ্গ হয়ে পালাবে! — প্রভুর উক্তি ।