1 আর তুমি, হে বেথলেহেম-এফ্রাথা, তুমি যে যুদা-গোত্রগুলির মধ্যে ক্ষুদ্রতম, তোমা থেকেই আমার উদ্দেশে বের হবেন তিনি, যিনি হবেন ইস্রায়েলের শাসনকর্তা, প্রাচীনকাল থেকে, অনাদিকাল থেকেই যাঁর উৎপত্তি।
2 এজন্য যতদিন প্রসব-বেদনাগ্রস্ত নারীর প্রসব না হয়, ততদিন ধরে প্রভু ইস্রায়েলকে পরিত্যাগ করবেন। তখন তাঁর ভাইদের অবশিষ্ট অংশ ইস্রায়েল সন্তানদের সঙ্গে সম্মিলিত হয়ে ফিরে আসবে।
3 তিনি দাঁড়িয়ে তাঁর আপন মেষপালকে প্রভুর শক্তিতেই, তাঁর পরমেশ্বর প্রভুর নামের মহিমায়ই পালন করবেন। তারা তখন পূর্ণ ভরসায় বাস করবে, কারণ তিনি মহান হবেন পৃথিবীর শেষপ্রান্ত পর্যন্ত।
4 আর তিনি নিজেই হবেন শান্তি। আসিরীয়েরা যদি আমাদের দেশে প্রবেশ করে, যদি আমাদের ভূমিতে পা বাড়ায়, তাদের বিরুদ্ধে আমরা সাতজন মেষপালক ও আটজন নরপতিকে দাঁড় করাব।
5 তারা খড়্গা দ্বারা আসুরের দেশ ও নিম্রোদের দেশ নিষ্কোষিত তলোয়ার দ্বারা শাসন করবে। আসিরীয়েরা আমাদের দেশে প্রবেশ ক'রে আমাদের সীমানার মধ্যে পা বাড়ালে তিনি তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবেন।
6 আর বহু জাতির মধ্যে ঘেরা যাকোবের সেই অবশিষ্টাংশ হবে শিশিরের মত, যা প্রস্তুর কাছ থেকেই আগত, হবে ঘাসের উপরে পতিত বৃষ্টির মত, যা মানুষের উপর নির্ভরশীল নয়, আদমসন্তানের উপর আস্থাশীল নয়।
7 তখন বহু বহু জাতির মধ্যে ঘেরা যাকোবের সেই অবশিষ্টাংশ হবে বন্যজন্তুদের মধ্যে সিংহের মত, মেষপালের মধ্যে এমন যুবসিংহের মত, যা একবার পালের মধ্যে প্রবেশ করে সবই মাড়িয়ে দেয়, সবই বিদীর্ণ করে, —কিন্তু উদ্ধার করার মত কেউই থাকবে না!
8 তোমার হাত তোমার বিরোধীদের উপর জয়ী হবে, ও তোমার সকল শত্রু তখন উচ্ছিন্ন হবে।
9 সেইদিন এমনটি ঘটবে—প্রভুর উত্তি—আমি তোমার মধ্য থেকে তোমার রণ-অশ্বগুলো উচ্ছেদ করব, তোমার রথগুলো বিনাশ করব;
10 তোমার দেশের শহরগুলো উচ্ছেদ করব ও তোমার যত দুর্গ ধ্বংস করব।
11 আমি তোমার হাতের মধ্য থেকে মায়া-মন্ত্র উচ্ছেদ করব, গণকেরা তোমার মধ্যে আর থাকবে না।
12 আমি তোমার মধ্য থেকে তোমার যত খোদাই-করা মূর্তি ও স্মৃতিস্তম্ভ উচ্ছেদ করব তুমি তোমার হাতে তৈরী কাজের উদ্দেশে আর প্রণিপাত করবে না।
13 আমি তোমার মধ্য থেকে তোমার সমস্ত পবিত্র দণ্ড উৎপাটন করব, তোমার সমস্ত শহর বিনাশ করব।
14 সক্রোধে ও জ্বলন্ত রোষে আমি সেই দেশগুলোর উপরে প্রতিশোধ নেব, যারা আমার প্রতি বাধ্য হয়নি।