Index

মিখা - Chapter 3

1 আমি বললাম : 'হে যাকোবের নেতারা ও ইস্রায়েলকুলের গণশাসকেরা, দোহাই তোমাদের, একটু শোন : ন্যায়বিচার জানা কি তোমাদেরই ব্যাপার নয় ?
2 অথচ তোমরা সৎকর্ম ঘৃণা কর ও দুষ্কর্ম ভালবাস, লোকদের দেহ থেকে চামড়া ও হাড় থেকে মাংস ছিড়ে নিচ্ছ!'
3 এরা আমার জনগণের মাংস খাচ্ছে, তাদের চামড়া খুলে হাড় ভেঙে ফেলছে; যেমন হাঁড়ির জন্য খাদ্যদ্রব্য বা কড়াইয়ের জন্য মাংস, তেমনি এরা তা কুচি কুচি করে কাটছে।
4 পরে তারা প্রভুর কাছে চিৎকার করবে, কিন্তু তিনি সাড়া দেবেন না : সেসময়ে তিনি তাদের কাছ থেকে আপন শ্রীমুখ লুকাবেন, কারণ তারা দুষ্কর্ম সাধন করেছে।
5 যে নবীরা আমার আপন জনগণকে ভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে প্রভু একথা বলছেন : যতদিন তারা দাঁত দিয়ে কিছুতে কামড় দিতে পারে, ততদিন তারা চিৎকার করে বলে, শাস্তি! কিন্তু তাদের মুখে কিছু দেওয়ার মত যার কিছু নেই, তার বিরুদ্ধে তারা যুদ্ধই ঘোষণা করে।
6 এজন্য তোমাদের কাছে সবই রাত্রি হবে, কোন দর্শন থাকবে না; তোমাদের কাছে সবই অন্ধকার হবে, কোন মন্ত্র থাকবে না। তেমন নবীদের উপরে সূর্য অস্ত যাবে, তাদের উপরে দিন তমসাপূর্ণ হবে।
7 তখন দৈবদ্রষ্টারা লজ্জায় আচ্ছন্ন হবে, মন্ত্রপাঠকেরা লজ্জায় লাল হবে; তারা সকলে নিজ নিজ ওষ্ঠ ঢাকবে, কেননা পরমেশ্বর থেকে কোন সাড়া নেই।
8 কিন্তু আমার বেলায় তেমন নয়, যাকোবকে তার অপরাধ ও ইস্রায়েলকে তার পাপ জানাবার জন্য আমি শক্তিতে পরিপূর্ণ, প্রভুর আত্মায়ই পরিপূর্ণ, হ্যাঁ, আমি ন্যায়বোধ ও সৎসাহসে পরিপূর্ণ।
9 হে যাকোবকুলের নেতারা ও ইস্রায়েলকুলের গণশাসকেরা, তোমাদের দোহাই, একথা শোন, তোমরাই, যারা ন্যায় ঘৃণা কর ও যা কিছু সরল তা বাঁকা কর,
10 যারা সিয়োনকে রক্তের উপরে, ও যেরুসালেমকে অত্যাচারের উপরে গাঁথ !
11 তার নেতারা উপহারের আশাতেই বিচার সম্পাদন করে, তার যাজকেরা অর্থলালসাতেই নির্দেশবাণী দেয়, তার নবীরা টাকার লোভে দৈববাণী উচ্চারণ করে। এমনকি প্রভুর উপর নির্ভর করে বলে : আমাদের মধ্যে কি প্রভু নেই? কোন অমঙ্গল আমাদের নাগাল পাবে না!”
12 এজন্য, তোমাদের কারণে, সিয়োন লাঙল দ্বারা চাষ করা মাটির মত হবে, যেরুসালেম ধ্বংসস্তূপের ঢিপি হবে, এবং গৃহের পর্বত হবে ঝোপে ভরা উচ্চস্থান।