Index

মিখা - Chapter 4

1 সেই চরম দিনগুলিতে এমনটি ঘটবে, প্রভুর গৃহের পর্বত পর্বতশ্রেণীর চূড়ায় প্রতিষ্ঠিত হবে, উঁচু হয়ে উঠবে সমস্ত উপপর্বতের চেয়ে, তখন সকল জাতি তার কাছে ভেসে আসবে।
2 বহুদেশ এসে বলবে, “চল, আমরা গিয়ে উঠি প্রভুর পর্বতে, যাকোবের পরমেশ্বরের গৃহে, তিনি যেন আমাদের দেখিয়ে দেন তাঁর মার্গুসকল, আর আমরা যেন তাঁর সকল পথ ধরে চলতে পারি।' কারণ সিয়োন থেকেই বেরিয়ে আসবে নির্দেশবাণী, যেরুসালেম থেকেই প্রভুর বাণী।
3 তিনি জাতিতে জাতিতে বিচার সম্পাদন করবেন, বহু দূরের শক্তিশালী দেশের বিবাদ মিটিয়ে দেবেন। তারা নিজেদের খড়া পিটিয়ে পিটিয়ে করবে লাঙলের ফলা, নিজেদের বর্শাকে করবে কাস্তে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে খড়্গা উঁচু করবে না, তারা রণশিক্ষাও আর করবে না।
4 তারা বরং প্রত্যেকেই নিজ নিজ আঙুরলতা ও ডুমুরগাছের তলায় বসবে, তাদের ভয় দেখাবে এমন কেউই আর থাকবে না, কারণ সেনাবাহিনীর প্রভুর আপন মুখ একথা উচ্চারণ করেছে!
5 অন্য সকল জাতি প্রত্যেকেই চলুক তাদের নিজ নিজ দেবতার নামে, কিন্তু আমরা আমাদের পরমেশ্বর প্রভুর নামেই চলব- যুগে যুগে চিরকাল।
6 সেইদিন আমি—প্রভুর উক্তি— খোঁড়া সকলকে জড় করব, যে বিতাড়িত হয়েছে ও যার প্রতি আমি কঠোর ব্যবহার করেছি, তাদের সকলকে একত্রে সংগ্রহ করব।
7 খোঁড়াকে নিয়ে আমি একটা অবশিষ্টাংশ করব, বিতাড়িতকে নিয়ে করব শক্তিশালী এক জাতি। তখন প্রভু সিয়োন পর্বতে তাদের উপর রাজত্ব করবেন—তখন থেকে চিরকাল ধরে।
8 "আর তোমার বিষয়ে, হে পালের দুর্গ, হে সিয়োন-কন্যার গিরি, তোমার কাছে আসবে, হ্যাঁ, তোমার কাছে ফিরে আসবে আগেকার কর্তৃত্ব, যেরুসালেম-কন্যার সেই রাজ-অধিকার।'
9 তুমি এখন এত জোরে চিৎকার করছ কেন? তোমার মধ্যে কি রাজা নেই ? তোমার মন্ত্রীরা কি বিলুপ্ত হল ? কেন প্রসবিনীর যন্ত্রণার মত যন্ত্রণা ধরেছে তোমায় ?
10 হে সিয়োন-কন্যা, প্রসবিনীর মত ব্যথা খাও, মোচড় খাও, কেননা এখন তোমাকে নগরীকে ছেড়ে খোলা মাঠেই বাস করতে হবে, বাবিলন পর্যন্তই তোমাকে যেতে হবে। সেইখানে তুমি উদ্ধার পাবে, সেইখানে প্রশ্ন তোমার শত্রুদের হাত থেকে তোমার মুক্তি পুনঃসাধন করবেন।
11 এখন বড়জাতি তোমার বিরুদ্ধে জড় হল ; তারা বলে : 'সিয়োনকে অশুচি করা হোক ! সিয়োনের দশা দর্শনে মেতে উঠুক আমাদের চোখ।
12 কিন্তু তারা প্রভুর চিন্তা-ভাবনা জানে না, তাঁর সুমন্ত্রণাও তারা বোঝে না, বস্তুত তিনি তাদের কুড়িয়ে নিয়েছেন খামারের আটার মত।
13 হে সিয়োন-কন্যা, ওঠ, শসা মাড়াই কর; কেননা আমি তোমার প্রতাপ-শৃঙ্গ লৌহময় ও তোমার ক্ষুর ব্রঞ্জময় করে তুলব, আর তুমি বহুজাতিকে চূর্ণবিচূর্ণ করবে : তুমি তাদের লুটের মাল প্রভুর উদ্দেশে ও তাদের ঐশ্বর্য সারা পৃথিবীর প্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত বস্তু করবে।
14 এখন, হে সৈন্যদল-কন্যা, এখন তুমি নিজের দেহে কাটাকাটি কর তারা চারদিকে আমাদের অবরোধ করছে, লাঠি দিয়ে ইস্রায়েলের বিচারককে গালে আঘাত মারছে।