Index

মিখা - Chapter 1

1 যুদা রাজ যোথাম, আহাজ ও হেজেকিয়ার সময়ে প্রভুর এই বাণী মোরেসেৎ-বাসী মিখার কাছে এসে উপস্থিত হল। তিনি সামারিয়া ও যেরুসালেম সম্বন্ধে এই দর্শন পান।
2 হে জাতিসকল, তোমরা সকলে শোন! হে পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে, মনোযোগ দাও ! প্রভু পরমেশ্বর তোমাদের বিরুদ্ধে সাক্ষী হোন, তাঁর পবিত্র মন্দির থেকেই প্রভু সাক্ষী হোন !
3 কেননা দেখ, প্রভু তাঁর আবাস ছেড়ে বেরিয়ে আসছেন, তিনি নেমে দেশের উচ্চস্থানগুলির পথে পথে চলাচল করছেন।
4 তাঁর নিচে পর্বতমালা গলে যায়, যত উপত্যকা ফেটে যায় আগুনের সামনে মোমের মত, ঢালু স্থানের উপরে ঢালা জলের মত।
5 তেমন কিছু ঘটছে যাকোবের বিদ্রোহ-কর্মের কারণে, ঘটছে ইয়ায়েলকুলের পাপকর্মের কারণে। যাকোবের বিদ্রোহ-কর্ম কী? সামারিয়া কি নয় ? যুদার পাপ কী? যেরুসালেম কি নয়?
6 তাই আমি সামারিয়াকে খোলা মাঠে ফেলানো ধ্বংসস্তূপ করব, আঙুরলতা পোঁতবার স্থান করব। তার পাথরগুলো উপত্যকায় গড়িয়ে ফেলে দেব, তার ভিত্তিমূল অনাবৃত করব।
7 তার যত প্রতিমা টুকরো টুকরো করা হবে, তার যত উপহার আগুনে পুড়িয়ে দেওয়া হবে, আমি তার সেই সকল দেবমূর্তি একেবারে বিধ্বস্ত করব, কেননা বেশ্যাচারের মূল্যেই তা সঞ্চিত হয়েছে, তাই আবার বেশ্যাচারের মূল্য হয়ে যাবে।
8 এজন্য আমি গর্জন করব ও হাহাকার করব, খালি পায়ে ও উলঙ্গ হয়েই আমি বেড়াব, শিয়ালের মত গর্জন তর্জন করব, উটপাখির মত শোকার্ত স্বরধ্বনি তুলব ;
9 কারণ তার ক্ষতস্থান নিরাময়ের অতীত, তা যুদা পর্যন্তই বিস্তৃত, আমার আপন জাতির নগরদ্বার পর্যন্ত পরিব্যাপ্ত, যেরুসালেমে পর্যন্তই বর্তমান!
10 তোমরা গাতে একথা জ্ঞাত করো না, আক্রিতে কেঁদো না, বেথ-লে-আফ্রায় ধুলায় গড়াগড়ি দাও।
11 হে শাফির-নিবাসিনী, তোমাদের লজ্জাকর উলঙ্গতায় চলে যাও ; সানান-নিবাসিনী বের হতে পারবে না। বেথ-এজেল শোকান্বিতা : কেড়ে নেওয়া হল যত অবলম্বন তোমাদের কাছ থেকে!
12 মারো-নিবাসিনী মঙ্গলের ব্যাকুল প্রত্যাশায় ছিল, কিন্তু যেরুসালেমের তোরণদ্বার পর্যন্ত প্রভু থেকে অমঙ্গল নেমে পড়ল।
13 হে লাখিশ-নিবাসিনী, রথে দ্রুতগামী ঘোড়া জুড়ে দাও ! তা-ই হয়েছিল সিয়োন-কন্যার পাপের সূচনাস্বরূপ, কেননা তোমাতেই পাওয়া যায় ইস্রায়েলের যত অপরাধ।
14 এজন্য তুমি মোরেসেৎ-গাতের জন্য বিবাহ-ত্যাগপত্র স্থির করবে, ইস্রায়েলের রাজাদের পক্ষে আক্জিবের ঘরগুলো হবে মরীচিকামাত্র।
15 হে মারেসা-নিবাসিনী, আমি তোমার বিরুদ্ধে আবার বিজয়ী এক নেতাকে আনব ; এবং ইস্রায়েলের গৌরব যিনি, তিনি আদুল্লাম পর্যন্ত আসবেন।
16 তোমার আনন্দের পাত্র সেই শিশুদের জন্য চুল ফেলে দাও, মাথা মুণ্ডন কর ; শকুনীর মত তোমার মাথার টাক বাড়াও, কেননা তারা তোমা থেকে দূরেই নির্বাসনের দিকে যাচ্ছে।