1 ধিক্ তাদের, যারা শয্যায় শুয়ে শুয়ে অধর্মের কথা ভাবে ও দুরভিসন্ধি করে ; ভোরের প্রথম আলোয় তারা তা সাধন করে, কারণ ক্ষমতা তাদেরই হাতে।
2 তারা জমির প্রতি লোভ করে সবই জোর করে দখল করে, বাড়ি-ঘরের প্রতিও লোভ করে সবই কেড়ে নেয় ; তাতে তারা মানুষ ও তার ঘরের উপর, মালিক ও তার উত্তরাধিকারের উপর অত্যাচার চালায়।
3 এজন্য প্রভু একথা বলছেন : দেখ, এই বংশের মানুষদের বিরুদ্ধে আমি এমন অমঙ্গল কল্পনা করি, যা থেকে তোমরা তোমাদের ঘাড়কেও রেহাই দিতে পারবে না, মাথা উঁচু করেও হেঁটে বেড়াতে পারবে না, কারণ সেই সময় অমঙ্গলের সময়।
4 সেইদিন তোমাদের বিষয়ে এক প্রবাদ রচিত হবে, এবং এই বিলাপগান গাওয়া হবে : “আমাদের নিতান্ত সর্বনাশ হয়েছে। আমার জাতির অধিকার হস্তান্তর করা হচ্ছে; আহা, তা আমার কাছ থেকে কেমন কেড়ে নেওয়া হয়েছে! আমাদের বিপক্ষদের মধ্যেই আমাদের জমি ভাগ ভাগ করা হচ্ছে।”
5 এজন্য প্রভুর জনসমাবেশে গুলিবাঁটের জন্য দড়ি টানতে তোমার কেউ থাকবে না।
6 তোমরা প্রলাপ করো না! – কিন্তু তারা প্রলাপ করে চলে ; 'এবিষয়ে প্রলাপ করো না, দুর্নাম তো ঘুচবেই না।
7 হে যাকোবকুল, এমন কিছু কি আগে কখনও বলা হয়েছে? প্রভুর ধৈর্য কি ক্লান্ত হয়ে পড়েছে? তিনি এভাবেই কি কখনও ব্যবহার করেছেন? সরল পথে যে চলে, তার পক্ষে কি আমার সকল বাণী মঙ্গলকর নয় ?
8 গতকাল আমার জনগণ একটা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছিল, আজ তোমরা পোশাকের উপর থেকে তারই চাদর কেড়ে নিচ্ছ যে যুদ্ধ থেকে ফিরে এসে নিরুদ্বিগ্ন হয়ে বেড়াচ্ছে।
9 তোমরা আমার জনগণের নারীদের তাদের প্রীতির ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ, তাদের শিশুদের কাছ থেকে আমার দেওয়া সম্মান চিরকালের মত ছিনিয়ে নিচ্ছ।
10 ওঠ, চলে যাও, কারণ এই স্থান বিশ্রামস্থান আর নয়। তোমার অশুচিতার কারণে বিনাশ ডেকে আনছ, আর সেই বিনাশ হবে ভয়ঙ্কর !
11 বাতাসের অনুগামী কোন মানুষ যদি এই মিথ্যাকথা বলত যে, “আমি আঙুররস ও উগ্র পানীয় গুণে তোমার পক্ষে প্রলাপ করব,' তবে এই জনগণের কাছে সে নবীই হত!
12 হে যাকোব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোকজনকে জড় করব ; হে ইয়ায়েলের অবশিষ্ট অংশ, আমি নিশ্চয়ই তোমাকে সংগ্রহ করব। ঘেরিতে মেষগুলির মত, চারণভূমিতে গবাদি পশুর মত আমি তাদের একত্রে মিলিত করব ; মানুষের ভিড় থেকে দূরেই ধ্বনিত হবে তাদের ডাক।
13 তাদের নেতা সকলের আগে বেরিয়ে পড়বে, পরে নগরদ্বার দিয়ে অন্য সকলে বলপ্রয়োগে বেরিয়ে যাবে; তাদের রাজা তাদের আগে আগে চলবেন, স্বয়ং প্রভুই থাকবেন তাদের মাথায়।