Index

এজরা - Chapter 8

1 আর্তাক্সোরক্সিস রাজার রাজত্বকালে যে পিতৃকুলপতিরা আমার সঙ্গে বাবিলন থেকে রওনা হলেন, তাঁদের নাম ও বংশতালিকা এই।
2 ফিনেয়াসের সন্তানদের মধ্যে পেশোন, ইথামারের সন্তানদের মধ্যে দানিয়েল, দাউদের সন্তানদের মধ্যে শেখানিয়ার বংশজাত হাটুশ,
3 পারোশের সন্তানদের মধ্যে জাখারিয়া ও তার সঙ্গে একশ' পঞ্চাশজন তালিকাভুক্ত পুরুষ।
4 পাহাৎ-মোয়াবের সন্তানদের মধ্যে জেরাহিয়ার সন্তান এলিওয়েনাই ও তাঁর সঙ্গে দু'শোজন পুরুষ,
5 জাত্তুর সন্তানদের মধ্যে যাহাজিয়েলের সন্তান শেখানিয়া ও তাঁর সঙ্গে পঞ্চাশজন পুরুষ,
6 আদিনের সন্তানদের মধ্যে যোনাথানের সন্তান এবেদ ও তাঁর সঙ্গে পঞ্চাশজন পুরুষ,
7 এলামের সন্তানদের মধ্যে আথালিয়ার সন্তান যেসাইয়া ও তাঁর সঙ্গে সত্তরজন পুরুষ,
8 শেফাটিয়ার সম্ভানদের মধ্যে মিখায়েলের সন্তান জেবাদিয়া ও তাঁর সঙ্গে আশিজন পুরুষ,
9 যোয়াবের সন্তানদের মধ্যে যেহিয়েলের সন্তান ওবাদিয়া ও তাঁর সঙ্গে দু'শো আঠারজন পুরুষ,
10 বানির সন্তানদের মধ্যে যোসিফিয়ার সন্তান শেলোমিং ও তাঁর সঙ্গে একশ' ষাটজন পুরুষ,
11 বেবাইয়ের সন্তানদের মধ্যে বেবাইয়ের সন্তান জাখারিয়া ও তাঁর সঙ্গে আটাশজন পুরুষ,
12 আঙ্গাদের সন্তানদের মধ্যে হাকাটানের সন্তান যোহানান ও তাঁর সঙ্গে একশ' দশজন পুরুষ,
13 আদোনিকামের কনিষ্ঠ সন্তানদের মধ্যে কয়েকজন যাঁদের নাম এলিফেলেট, যেইয়েল ও শেমাইয়া ও তাঁদের সঙ্গে ষাটজন পুরুষ,
14 বিগবাইয়ের সন্তানদের মধ্যে জাবুদের সন্তান উথাই ও তাঁর সঙ্গে ঘাটজন পুরুষ।
15 আমি তাঁদের সেই নদীর কাছে সংগ্রহ করলাম, যা আহাবার দিকে বয়ে যায়; আর সেখানে শিবির বসিয়ে আমরা তিন দিন রইলাম। লোকদের ও যাজকদের সংখ্যা পরীক্ষা করে আমি তাদের মধ্যে লেবি-সন্তানদের কাউকেই দেখতে পেলাম না।
16 তখন আমি এলিয়েজের, আরিয়েল, শেমাইয়া, এস্নাগান, যারিব, নাগান, জাখারিয়া, মোম এই সকল প্রধান লোককে, এবং যোইয়ারিব ও এনাথান এই দু'জন বিধান-শিক্ষককে ডাকতে পাঠিয়ে
17 কাসিফিয়া নামে জায়গার প্রধান লোক ইদ্দোর কাছে তাঁদের পাঠালাম; তাঁকে কী বলতে হবে, আমি নিজে তা তাঁদের বলে দিলাম, অর্থাৎ তাঁরা কাসিফিয়া নামে জায়গার প্রধান লোক ইদ্দোকে ও তাঁর ভাই নিবেদিতদের এমনটি বলবে যেন তারা আমাদের পরমেশ্বরের গৃহের জন্য আমাদের পক্ষে নানা সেবক যোগাড় করেন।
18 পরমেশ্বরের মঙ্গলময় হাত আমাদের উপরে ছিল বিধায় তাঁরা আমাদের কাছে ইস্রায়েলের সন্তান লেবির বংশজাত মাহির সন্তানদের মধ্যে সুবিবেচক একজনকে, অর্থাৎ শেরেবিয়াকে ও তাঁর সন্তান ও ভাইয়েরা, সবসমেত আঠারজনকে পাঠালেন;
19 উপরন্তু হাসাবিয়াকে ও তাঁর সঙ্গে মেরারি-সন্তানদের মধ্য থেকে যেসাইয়াকে ও তাঁর ভাইদের ও সন্তানদেরও — সবসমেত কুড়িজনকে পাঠালেন।
20 আরও, দাউদ ও সমাজনেতারা যাদের লেবীয়দের সেবাকাজের জন্য নিযুক্ত করেছিলেন, সেই নিবেদিতদের মধ্য থেকে তাঁরা দু'শো কুড়িজনকেও পাঠালেন। তাদের সকলের নাম তালিকাভুক্ত হল।
21 আমাদের জন্য ও আমাদের ছেলেমেয়েদের ও সমস্ত সম্পত্তির জন্য শুভযাত্রা যাচনা করার অভিপ্রায়ে ও আমাদের পরমেশ্বরের সামনে নিজেদের অবনমিত করার ইচ্ছায় আমি সেই জায়গায়, আহাবা নদীর ধারে, উপবাস ঘোষণা করলাম।
22 কেননা পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করার জন্য রাজার কাছে এক দল সৈন্য বা অশ্বারোহী চাইতে আমার লজ্জা বোধ হয়েছিল; আসলে আমরা রাজাকে একথা বলেছিলাম যে কেউ পরমেশ্বরের অন্বেষণ করে, তাঁর হাত মঙ্গলের জন্য তাদের প্রত্যেকজনের উপরেই আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে, তাঁর পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধে।
23 তাই আমরা উপবাস পালন করলাম ও আমাদের পরমেশ্বরের কাছে সেই বিষয়ে যাচনা করলাম, আর তিনি আমাদের প্রার্থনায় সাড়া দিলেন।
24 পরে আমি প্রধান যাজকদের মধ্যে বারোজনকে, তথা শেরেবিয়া, হাসাবিয়া ও তাঁদের সঙ্গে তাঁদের দশজন ভাইকে বেছে নিলাম;
25 রাজা, তাঁর মন্ত্রীরা, জনপ্রধানেরা ও সেখানে উপস্থিত সকল ইস্রায়েলীয়েরা আমাদের পরমেশ্বরের গৃহের জন্য উপহার বলে যে রুপো, সোনা ও পাত্র দিয়েছিলেন, ওঁদের কাছে তা ওজন করে দিলাম।
26 আমি ছ'শো পঞ্চাশ বাট রুপো, একশ' বাট রুপোর পাত্র, একশ' বাট সোনা,
27 এক হাজার দারিকোন মূল্যের কুড়িটা সোনার পাত্র এবং সোনার মত বহুমূল্য উজ্জ্বল তামার দু'টো পাত্র ওজন করে তাঁদের হাতে দিলাম।
28 তাঁদের বললাম, তোমরা প্রভুর উদ্দেশে পবিত্রীকৃত, এই পাত্রগুলোও পবিত্রীকৃত, এবং এই রুপো ও সোনা তোমাদের পিতৃপুরুষদের পরমেশ্বর প্রভুর উদ্দেশে দেওয়া স্বেচ্ছা-নৈবেদ্য।
29 সুতরাং তোমরা যেরুসালেমে প্রভুর গৃহের কামরায় প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যতদিন তা ওজন করে না দেবে, ততদিন সতর্ক হয়েই তা রক্ষা করবে।
30 তখন যাজকেরা ও লেবীয়েরা যেরুসালেমে আমাদের পরমেশ্বরের গৃহে সেইসব কিছু নিয়ে যাবার জন্য, সেই ওজন করা রুপো, সোনা ও পাত্র নিয়ে নিজেদের কাছে রাখল।
31 প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা যেরুসালেমে যাবার জন্য আহাবা নদী থেকে রওনা হলাম ; আমাদের পরমেশ্বরের হাত আমাদের উপরে ছিল : তিনি পথে শত্রুদের ও দস্যুদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন।
32 আমরা যেরুসালেমে এসে উপস্থিত হয়ে তিন দিন বিশ্রাম করলাম।
33 চতুর্থ দিনে সেই সোনা-রুপো ও পাত্রগুলো আমাদের পরমেশ্বরের গৃহে উরিয়ার সন্তান মেরেমোৎ যাজকের হাতে ওজন করে দেওয়া হল ; তার সঙ্গে ছিল ফিনেয়াসের সন্তান এলেয়াজার, ও তাদের সঙ্গে যেওয়ার সন্তান মোসাবাদ ও বিন্নুইয়ের সন্তান নোয়াদিয়া, এই দু'জন লেবীয় ছিল।
34 সবকিছু গণনা ও ওজন অনুসারে ছিল; সেই সবকিছুর সর্বমোট ওজন লিপিবদ্ধ করা হল।
35 সেসময়ে যে নির্বাসিত লোকেরা বন্দিদশা থেকে ফিরে এল, তারা ইস্রায়েলের পরমেশ্বরের উদ্দেশে আহুতি দিতে চাইল। গোটা ইয়ায়েলের জন্য বারোটা বৃষ, ছিয়ানব্বইটা ভেড়া, সাতাত্তরটা মেষশাবক ও পাপার্থে বলিরূপে বারোটা ছাগ—এই সমস্ত পশু ছিল প্রভুর উদ্দেশে আহুতিবলি।
36 তারা রাজপ্রতিনিধি ক্ষিতিপালদের কাছে ও [ইউফ্রেটিস] নদীর ওপারের প্রদেশপালদের কাছে রাজার আজ্ঞাপত্র তুলে দিল; তখন তাঁরা জনগণকে ও পরমেশ্বরের গৃহকে সহায়তা দান করলেন।