1 কিন্তু হগয় ও ইদ্দোর সন্তান জাখারিয়া, এই দু'জন নবী যখন তাঁদের উপরে অধিষ্ঠিত ইস্রায়েলের সেই পরমেশ্বরের নামে ঘুদা ও যেরুসালেমের ইহুদীদের কাছে বাণী দিতে লাগলেন,
2 তখন শেয়াল্টিয়েলের সন্তান জেরুব্বাবেল ও যোসাদাকের সন্তান যেওয়া সঙ্গে সঙ্গে যেরুসালেমে পরমেশ্বরের গৃহ পুনর্নির্মাণ করতে আরম্ভ করলেন, আর পরমেশ্বরের নবীরা তাঁদের সঙ্গে থেকে তাঁদের সাহস দিতেন।
3 সেসময়েই [ইউফ্রেটিস] নদীর ওপারের প্রদেশপাল তাভেনাই, শেখার-বোজেনাই ও তাঁদের সাথীরা তাঁদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, 'এই গৃহ ও নগরপ্রাচীর পুনর্নির্মাণ করতে তোমাদের কে আজ্ঞা দিয়েছে?
4 আমরা তোমাদের বলছি, যারা এই গাঁথনি দিচ্ছে, তাদের নাম কি?"
5 কিন্তু ইহুদীদের প্রবীণদের উপরে তাঁদের পরমেশ্বরের সতর্ক দৃষ্টি ছিল, তাই দারিউসের কাছে নিবেদন-পত্র উপস্থাপন না করা পর্যন্ত, এবং এই ব্যাপারে আবার পত্র না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখতে ওঁরা তাঁদের বাধ্য করলেন না।
6 [ইউফ্রেটিস] নদীর ওপারের প্রদেশপাল তাত্তেনাই, শেথার বোজেনাই ও [ইউফ্রেটিস] নদীর ওপারের তাঁদের সাথী সেই রাজকর্মচারীরা দারিউস রাজার কাছে যে পত্র লিখে পাঠালেন, তার অনুলিপি এই।
7 তাঁরা এই প্রতিবেদন-পত্র পাঠালেন, 'মহারাজ দারিউসের অগাধ মঙ্গল।
8 মহারাজের সমীপে আমাদের নিবেদন : আমরা ঘুদা প্রদেশে, মহান পরমেশ্বরের সেই গৃহে গিয়েছি; তা প্রকাণ্ড পাথরে পুনর্নির্মিত হচ্ছে, ও তার দেওয়ালে কাঠ বসানো হচ্ছে; একাজ সযত্নেই চলছে ও তাদের হাতে দ্রুত এগিয়ে যাচ্ছে।
9 আমরা এই বলে সেই প্রবীণবর্গকে জিজ্ঞাসাবাদ করলাম, এই গৃহ ও নগরপ্রাচীর পুনর্নির্মাণ করতে তোমাদের কে আজ্ঞা দিয়েছে?
10 আর আমরা আপনাকে অবগত করার উদ্দেশ্যে তাদের প্রধান লোকদের নাম লিখে নেবার জন্য তাদের নামও জিজ্ঞাসা করলাম।
11 তারা আমাদের এই উত্তর দিল, স্বর্গমর্তের পরমেশ্বর যিনি, আমরা তাঁরই দাস; আর এই যে গৃহ পুনর্নির্মাণ করছি, এ বহু বছর আগেই নির্মাণ করা হয়েছিল, ইস্রায়েলের একজন মহান রাজাই তা নির্মাণ করেছিলেন ও শেষ করেছিলেন।
12 পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গেশ্বরকে ক্ষুব্ধ করায় তিনি তাদের বাবিলন-রাজ কান্দীয় নেবুকাড্রেজারের হাতে তুলে দেন। তিনি এই গৃহ ধ্বংস করেন ও জনগণকে দেশছাড়া করে বাবিলনে নিয়ে যান।
13 কিন্তু বাবিলন-রাজ সাইরাসের প্রথম বর্ষে সাইরাস রাজা পরমেশ্বরের এই গৃহ পুনর্নির্মাণ করতে আজ্ঞা করলেন।
14 উপরন্তু, নেবুকাদেজার পরমেশ্বরের গৃহের যে সকল সোনা-রুপোর পাত্র যেরুসালেমের মন্দির থেকে বের করে বাবিলনের মন্দিরে রেখেছিলেন, সাইরাস রাজা সেই সকল পাত্র বাবিলনের মন্দির থেকে বের করে শেশ্ববাসার নামে এমন একজনের হাতে তুলে দিলেন, যাঁকে তিনি শাসনকর্তা পদে নিযুক্ত করেছিলেন ;
15 তাঁকে বললেন, তুমি এই সকল পাত্র যেরুসালেমের মন্দিরে নিয়ে গিয়ে সেখানে রাখ, এবং এমনটি কর, যেন পরমেশ্বরের গৃহ তার আসল স্থানে পুনর্নির্মাণ করা হয়।
16 তখন সেই শেশ্বাসার এসে যেরুসালেমে পরমেশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন, আর সেসময় থেকে এখনও পর্যন্ত গাঁথনির কাজ চলে আসছে, তবু শেষ হয়নি।
17 অতএব এখন যদি মহারাজের ভাল মনে হয়, তবে সাইরাস রাজা যেরুসালেমে। পরমেশ্বরের গৃহ পুনর্নির্মাণ করার আজ্ঞা দিয়েছেন কিনা, ব্যাপারটা মহারাজের ওই বাবিলনের দলিলপত্রের সংরক্ষণাগারে অনুসন্ধান করা হোক; পরে মহারাজের সিদ্ধান্ত আমাদের কাছে বলে পাঠানো হোক।'