Index

এজরা - Chapter 6

1 তখন দারিউসের আজ্ঞামত বাবিলনে দলিলপত্রের সংরক্ষণাগারে রাখা পুস্তকালয়ে অনুসন্ধান করা হল,
2 আর মেদীয় প্রদেশের রাজপুরী এবাতানায় একটা খাতা পাওয়া গেল ; তাতে লেখা ছিল: 'স্মরণার্থে :
3 সাইরাস রাজার প্রথম বর্ষে সাইরাস রাজা যেরুসালেমে পরমেশ্বরের গৃহের বিষয়ে এই আজ্ঞা জারি করলেন: গৃহটি যজ্ঞবলির স্থান বলে নির্মিত হোক; তার ভিত্তি দৃঢ়রূপে স্থাপিত হোক; তার উচ্চতা ষাট হাত ও বিস্তার ষাট হাত হোক।
4 তা তিন তিন সারি প্রকাণ্ড পাথরে ও এক এক সারি নতুন কড়িকাঠে গাঁথা হোক। সমস্ত খরচ রাজপ্রাসাদ দ্বারা বহন করা হোক।
5 উপরন্তু পরমেশ্বরের গৃহের সোনা-রুপোর যে সকল পাত্র নেবুকাদেজার যেরুসালেমের গৃহ থেকে তুলে বাবিলনে নিয়ে গেছিলেন, সেই সমস্তও ফিরিয়ে দেওয়া হোক, এবং প্রত্যেক পাত্র যেরুসালেমের গৃহে আবার নিজ নিজ স্থানে এনে পরমেশ্বরের গৃহে রাখা হোক।
6 অতএব, হে (ইউফ্রেটিস) নদীর ওপারের প্রদেশপাল তাতেনাই, শেখার-বোজেনাই ও [ইউফ্রেটিস] নদীর ওপারের তোমাদের সাথী সেই রাজকর্মচারীরা, তোমরা এখন সেখান থেকে দূরে। থাক।
7 পরমেশ্বরের সেই গৃহ নির্মাণকাজ চলতে দাও; ইহুদীদের শাসনকর্তা ও ইহুদীদের প্রবীণেরা পরমেশ্বরের সেই গৃহ তার আসল স্থানে পুনর্নির্মাণ করুক।
8 পরমেশ্বরের সেই গৃহের গাঁথনির জন্য তোমরা ইহুদীদের প্রবীণদের কেমন সহযোগিতা দান করবে, সেবিষয়ে আমার আজ্ঞা এই রাজার ধন থেকে, অর্থাৎ (ইউফ্রেটিস) নদীর ওপারের রাজকর থেকে পুঙ্খানুপুঙ্খরূপে সেই লোকদের কাছে ব্যয় অনুযায়ী অর্থ অবিরতই সরবরাহ করা হোক।
9 তাদের যা কিছু প্রয়োজন, অর্থাৎ স্বর্গেশ্বরের উদ্দেশে আহুতি দেবার জন্য বাছুর, ভেড়া ও মেষশাবক এবং গম, লবণ, আঙুররস ও তেল যেরুসালেমের যাজকদের নির্দেশ অনুসারে অবাধে দিন দিন তাদের দেওয়া হোক,
10 যেন তারা স্বর্গেশ্বরের উদ্দেশে সুরভিত অর্থ উৎসর্গ করতে পারে, এবং রাজার ও তাঁর সন্তানদের জীবনের জন্য প্রার্থনা করতে পারে।
11 আমি আরও আজ্ঞা করছি : যে কেউ আমার একথার অন্যথা করবে, তার ঘর থেকে একটা কড়িকাঠ বের করে সেই কাঠে তাকে তুলে টাঙানো হোক, আর সেই অপরাধের কারণে তার ঘর সারের ঢিপি করা হোক।
12 আর যে কোন রাজা বা প্রজা এর অন্যথা করে যেরুসালেমে পরমেশ্বরের সেই গৃহ বিনাশ করার জন্য হস্তক্ষেপ করবে, পরমেশ্বর— যিনি সেই স্থানে তাঁর আপন নাম অধিষ্ঠিত করেছেন—তিনি তাকে নিশ্চিহ্ন করুন। আমি দারিউস এই আজ্ঞা জারি করলাম : তা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা হোক!'
13 তখন নদীর ওপারের প্রদেশপাল তাজেনাই, শেখার বোজেনাই ও তাঁদের সাথীরা দারিউস রাজার দেওয়া আজ্ঞা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করলেন।
14 নবী হগয় ও ইদ্দোর সন্তান জাখারিয়ার বাণীর প্রেরণায় ইহুদীদের প্রবীণেরা নির্মাণকাজে যথেষ্ট সফলতার সঙ্গে এগিয়ে চললেন; তাঁরা ইস্রায়েলের পরমেশ্বরের আজ্ঞামত এবং পারস্য-রাজ সাইরাস, দারিউস ও আতাক্সারক্সিসের আদেশমত সমস্ত নির্মাণকাজ সমাধা করলেন।
15 দারিউস রাজার রাজত্বকালের ষষ্ঠ বর্ষে আদার মাসের তৃতীয় দিনে এই গৃহ নির্মাণ পূর্ণতা লাভ করল।
16 তখন ইস্রায়েল সন্তানেরা, যাজকেরা, লেবীয়েরা ও নির্বাসন থেকে ফিরে আসা যত লোক, সকলে মিলে সানন্দে পরমেশ্বরের এই গৃহের উৎসর্গ-পর্ব উদ্যাপন করল।
17 পরমেশ্বরের এই গৃহের উৎসর্গ-অনুষ্ঠানে তারা একশ'টা বৃষ, দু'শোটা মেষ, চারশ'টা মেষশাবক নিবেদন করল; তাছাড়া সমগ্র ইস্রায়েলের জন্য পাপার্থে বলিরূপে ইস্রায়েলের গোষ্ঠী অনুসারে বারোটা ছাগও নিবেদন করল।
18 তারপর যেরুসালেমে পরমেশ্বরের পরিচর্যার জন্য তারা যাজকদের তাদের শ্রেণি অনুসারে ও লেবীয়দের তাদের পালা অনুসারে নিযুক্ত করল, যেমনটি মোশীর পুস্তকে লেখা আছে।
19 নির্বাসন থেকে ফিরে আসা লোকেরা প্রথম মাসের চতুর্দশ দিনে পাস্তা পালন করল।
20 যাজকেরা ও দেবীয়েরা যেন এক মানুষ হয়েই সকলে মিলে আত্মশুদ্ধি-ক্রিয়া পালন করেছিল: সকলেই শুচি ছিল, তাই তারা নির্বাসন থেকে ফিরে আসা সমস্ত লোকদের জন্য, তাদের ভাই যাজকদের জন্য ও নিজেদের জন্য পাস্কাবলি উৎসর্গ করল।
21 যারা নির্বাসন থেকে ফিরে এসেছিল এবং যারা স্থানীয় বিজাতীয়দের অশুচিতা থেকে নিজেদের পৃথক করে ইস্রায়েলের পরমেশ্বর প্রভুর অন্বেষায় তাদের সঙ্গে যোগ দিয়েছিল, সেই সমস্ত ইস্রায়েলীয়েরা পাস্কাভোজে অংশ নিল।
22 তারা সাত দিন ধরে খামিরবিহীন রুটি উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করল, কারণ প্রভু এতেই তাদের আনন্দিত করেছিলেন যে, তিনি আসিরিয়ার রাজার মন তাদের পক্ষে ফিরিয়ে এনেছিলেন, যার ফলে তারা, ইস্রায়েলের ঈশ্বর যিনি, সেই পরমেশ্বরের গৃহ স্থির হাতে গেঁথে তুলতে পেরেছিল।