Index

উপদেশক - Chapter 8

1 প্রজ্ঞাবানের মত কে? মানুষের প্রজ্ঞা তার মুখ উজ্জ্বল করে ও তার মুখের কাঠিন্যে পরিবর্তন আনে,' একথার অর্থ কে ব্যাখ্যা করতে পারে ?
2 ব্যাখ্যা এই : তুমি রাজার আজ্ঞা পালন কর ; এবং পরমেশ্বরের সামনে নেওয়া শপথের কারণে
3 তাঁর সামনে থেকে চলে যেতে ব্যস্ত হয়ো না, অপকর্মেও লিপ্ত থেকো না ; কেননা তিনি যা ইচ্ছা করেন, তাই করেন।
4 রাজার বাণী সর্বোচ্চ বাণী, যেহেতু 'আপনি কী করছেন?' এমন কথা তাঁকে কে বলতে পারে?
5 আজ্ঞা যে মেনে চলে, তার অনিষ্ট হবে না ; প্রজ্ঞাবানের হৃদয় কাল ও বিচার জানে।
6 আর আসলে সমস্ত ব্যাপারের জন্য কাল ও বিচার আছে, কিন্তু মানুষের মাথায় ভারী দুর্দশা রয়েছে।
7 কেননা কী ঘটবে, তা সে জানে না ; তা কেমন ঘটবে, একথাও কেউ তাকে বলতে পারে না।
8 বাতাসের উপরে কোন মানুষের এমন কর্তৃত্ব নেই যে, সে বাতাস ধরে রাখতে পারবে; নিজের মৃত্যু-দিনের উপরেও কারও কর্তৃত্ব নেই: লড়াই এড়ানো সম্ভব নয়, দুষ্কর্মও দুর্জনকে নিষ্কৃতি দেয় না।
9 সূর্যের নিচে যত কর্ম সাধিত হয়, আমি এবিষয় ধ্যান করতে করতে, একই সময়ে মানুষ নিজেরই সর্বনাশের জন্য অন্য মানুষের উপরে কর্তৃত্ব করতে করতে, আমি এসব কিছু লক্ষ করলাম।
10 আবার, আমি দেখলাম, দুর্জনদের সমাধি দেওয়ার পর লোকে সেই পবিত্র স্থান ছেড়ে শহরে ফিরে আসামাত্র দুর্জনদের দুর্ব্যবহার ভুলে যায়; এও অসার।
11 অপকর্মের দণ্ড সঙ্গে সঙ্গে দেওয়া হয় না বিধায় আদমসন্তানদের হৃদয় অপকর্ম সাধনের ইচ্ছায় ভরা। কেননা শতবার অপকর্ম করলেও পাপী দীর্ঘজীবী।
12 কিন্তু তবুও আমি একথা নিশ্চিত হয়ে জানি যে, যারা পরমেশ্বরকে ভয় করে, তাদের মঙ্গল হবে, ঠিক এই কারণে যে, তারা ঈশ্বরভীরু ;
13 কিন্তু দুর্জনের মঙ্গল হবে না, তার আয়ু ছায়ার মত প্রসারিত হবে না, কারণ সে ঈশ্বরভীরু নয়।
14 পৃথিবীতে এই মায়ার লীলাও প্রকাশ পায়। এমন ধার্মিকজনেরা আছে, যাদের ভাগ্যে রয়েছে দুর্জনেরই কর্মের যোগ্য প্রতিফল আবার এমন দূর্জনেরা আছে, যাদের ভাগ্যে রয়েছে ধার্মিকেরই কর্মের যোগ্য প্রতিফল। আমি বলছি, এও অসার।
15 এজন্যই আমি আমোদপ্রমোদে সায় দিই, কারণ ঘটা করে খাওয়া-দাওয়া ও আমোদপ্রমোদ করা ছাড়া সূর্যের নিচে মানুষের আর সুখ নেই; পরমেশ্বর সূর্যের নিচে মানুষকে যে আয়ু মঞ্জুর করেন, সেই সমস্ত দিন ধরে তার পরিশ্রমে সেটিই হোক তার সঙ্গী।
16 যখন আমি প্রজ্ঞার পরিচয় জানতে এবং পৃথিবীতে যত উদ্বেগ ঘটে, তা লক্ষ করতে মনোনিবেশ করলাম—মানুষ তো দিবারাত্র কখনও বিশ্রাম দেখে না !
17 তখন পরমেশ্বরের সমস্ত সৃষ্টিকর্ম লক্ষ করে দেখলাম যে, সূর্যের নিচে যা কিছু ঘটে, মানুষ তার কারণটা আবিষ্কার করতে পারে না; তা আবিষ্কার করার জন্য যতই পরিশ্রম করুক না কেন, সে পারবেই না। এমনকি, প্রজ্ঞাবানও যদি বলে, “আমি তা জানতে পেরেছি,' তবু কেউই তার সন্ধান পেতে পারবে না।