1 একদিন বহু লোকের ভিড় ঈশ্বরের বাণী শুনবার জন্য তাঁর উপর চাপাচাপি করছিল ও তিনি নিজে গেন্নেসারেং হ্রদের ধারে দাঁড়িয়ে ছিলেন,
2 এমন সময়ে দেখলেন, তীরের কাছাকাছি দু'টো নৌকা রয়েছে; জেলেরা নৌকা থেকে নেমে গিয়ে জাল ধুচ্ছিল।
3 তখন তিনি ওই দু'টোর মধ্যে একটায়, সিমোনের নৌকায়ই, উঠে ডাঙা থেকে একটু দূরে যেতে তাঁকে অনুরোধ করলেন, এবং সেখানে আসন নিয়ে নৌকা থেকে লোকদের উপদেশ দিতে লাগলেন।
4 কথা শেষ করে তিনি সিমোনকে বললেন, 'গভীর জলে নৌকা নিয়ে যাও ও মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেল।
5 সিমোন উত্তর দিলেন, “গুরুদেব, আমরা সারারাত ধরে পরিশ্রম করে কিছুই পাইনি, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলব।'
6 তাঁরা তেমনটি করলে মাছের এত বড় ঝাঁক ধরা পড়ল যে, তাঁদের জাল ছিড়ে যেতে লাগল;
7 তাই তাঁদের যে ভাগীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাঁদের তাঁরা সঙ্কেত করলেন তাঁরা যেন তাঁদের সাহায্য করতে আসেন। ওঁরা এলে তাঁরা দু'টো নৌকা এমনভাবে ভরে দিলেন যে, নৌকা দু'টো প্ৰায় ডুবে যাচ্ছিল।
8 তা দেখে সিমোন পিতর যিশুর হাঁটুতে পড়ে বললেন, “প্রভু, আমার কাছ থেকে চলে যান, আমি যে পাপী!'
9 কেননা জালে এত মাছ ধরা পড়েছিল বিধায় তিনি ও তাঁর সকল সঙ্গী স্তম্ভিত হয়ে পড়েছিলেন;
10 আর সিমোনের ভাগীদারেরা, জেবেদের ছেলে সেই যাকোব ও যোহনও স্তম্ভিত হয়ে পড়েছিলেন। কিন্তু যিশু সিমোনকে বললেন, “ভয় করো না, এখন থেকে তুমি মানুষই ধরবে।
11 পরে, নৌকা কিনারায় এনে তাঁরা সবকিছু ত্যাগ করে তাঁর অনুসরণ করলেন।
12 একদিন তিনি কোন এক শহরে আছেন, এমন সময়ে দেখ, সর্বাঙ্গে চর্মরোগে ভরা একজন লোক যিশুকে দেখে উপুড় হয়ে পড়ে মিনতি জানাল, ‘প্রভু, আপনি ইচ্ছা করলে আমাকে শুচীকৃত করতে পারেন।
13 হাত বাড়িয়ে তিনি এই বলে তাকে স্পর্শ করলেন, 'হ্যাঁ, আমি ইচ্ছা করি। শুচীকৃত হও।' আর তখনই চর্মরোগ তাকে ছেড়ে গেল ।
14 তিনি তাকে আদেশ করলেন যেন একথা কাউকে না বলে, ‘কিন্তু গিয়ে যাজকের কাছে নিজেকে দেখাও, ও তোমার শুচিতা-লাভের জন্য মোশীর নির্দেশ অনুসারে নৈবেদ্য উৎসর্গ কর যেন তাদের কাছে তা সাক্ষাস্বরূপ হয়ে দাঁড়ায়।
15 কিন্তু তাঁর খ্যাতির কথা আরও ছড়িয়ে পড়তে থাকল; এবং তাঁকে শুনবার জন্য ও নিরাময় হবার জন্য বহু লোক আসতে লাগল।
16 তিনি কিন্তু কোন না কোন নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতেন।
17 একদিন তিনি উপদেশ দিচ্ছিলেন। ফরিসিরা ও বিধানাচার্যরাও কাছে বসে ছিলেন : তাঁরা পালিলেয়া ও দেয়ার সমস্ত গ্রাম এবং যেরুসালেম থেকে এসেছিলেন। আর প্রভুর পরাক্রম সেখানে উপস্থিত ছিল, যেন তিনি সুস্থতা দান করেন।
18 এমন সময়ে দেখ, কয়েকজন লোক একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে খাটিয়ায় করে নিয়ে এল। তারা তাকে ভিতরে এনে তাঁর সামনে রাখতে চেষ্টা করছিল,
19 কিন্তু ভিড়ের কারণে ভিতরে আনবার জন্য পথ না পাওয়ায় ঘরের ছাদে উঠল, এবং টালির মধ্য দিয়ে তাকে খাটিয়া সমেত মাঝখানে যিশুর সামনে নামিয়ে দিল।
20 তাদের বিশ্বাস দেখে তিনি বললেন, 'মানুষ, তোমার পাপ ক্ষমা করা হল।'
21 এতে শাস্ত্রীরা ও ফরিসিরা এই বলে ভাবতে লাগল, 'এ কে যে ঈশ্বরনিন্দা করছে? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেইবা পাপ ক্ষমা করতে পারে?
22 তাঁদের ভাবনা সম্বন্ধে সচেতন ছিলেন বিধায় যিশু তাঁদের উদ্দেশ করে বললেন, আপনারা কেন মনে মনে এমন কথা ভাবছেন?
23 কোটা বলা সহজ, “তোমার পাপ ক্ষমা করা হল", না “ওঠ, হেঁটে বেড়াও?
24 আচ্ছা, মানবপুত্রের যে পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার আছে, তা যেন আপনারা জানতে পারেন, এইজন্য—তিনি সেই পক্ষাঘাতগ্রস্তকে বললেন—তোমাকে বলছি, ওঠ, তোমার খাটিয়া তুলে নিয়ে বাড়ি যাও।'
25 আর সেই মুহূর্তেই সে তাদের সামনে উঠে দাঁড়াল, এবং নিজের খাটিয়া তুলে নিয়ে ঈশ্বরের গৌরবকীর্তন করতে করতে বাড়ি চলে গেল ;
26 সকলে একেবারে বিস্মিত হল ও ঈশ্বরের গৌরবকীর্তন করতে লাগল। ভয়ে অভিভূত হয়ে তারা বলছিল, 'আজ আমরা অপরূপ ব্যাপার দেখেছি।'
27 এরপরে তিনি বেরিয়ে গিয়ে দেখলেন, লেবি নামে একজন কর আদায়কারী - শুল্কঘরে বসে আছেন; তিনি তাঁকে বললেন, 'আমার অনুসরণ কর।
28 সবকিছু ত্যাগ করে তিনি উঠে তাঁর অনুসরণ করলেন।
29 পরে লেবি নিজের বাড়িতে তাঁর জন্য এক মহাভোজের আয়োজন করলেন; বহু কর আদায়কারী ও অন্যান্য লোক তাঁদের সঙ্গে ভোজে বসে ছিল;
30 ফরিসিরা ও তাঁদের দলের শাস্ত্রীরা অভিযোগ জানিয়ে তাঁর শিষ্যদের বললেন, 'তোমরা কেন কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খাওয়া-দাওয়া কর?"
31 যিশু উত্তরে তাঁদের বললেন, “সুস্থ লোকদেরই চিকিৎসকের প্রয়োজন হয় এমন নয়, যারা পীড়িত, তাদেরই প্রয়োজন।
32 আমি ধার্মিকদের কাছে নয়, পাপীদেরই কাছে মনপরিবর্তনের আহ্বান জানাতে এসেছি।'
33 তখন তাঁরা তাঁকে বললেন, 'যোহনের শিষ্যেরা বারবার উপবাস করে ও প্রার্থনা করে, ফরিসিদের শিষ্যেরাও তেমনি করে; কিন্তু আপনার শিষ্যেরা শুধু খাওয়া-দাওয়া করে থাকে!
34 যিশু তাঁদের বললেন, 'বর সঙ্গে থাকতে আপনারা কি বরযাত্রীদের উপবাস করাতে পারেন?
35 কিন্তু এমন দিনগুলি আসবে, যখন বরকে তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে; তখন, সেই দিনগুলিতেই, তারা উপবাস করবে।'
36 তিনি তাঁদের একটা উপমা-কাহিনীও শোনালেন: 'নতুন পোশাক থেকে এক টুকরো ছিঁড়ে নিয়ে কেউই পুরাতন পোশাকে তালি দেয় না; দিলে নতুনটাও ছিঁড়ে যাবে, তাছাড়া পুরাতন পোশাকে নতুনটার তালি মিলবে না।
37 আরও, কেউ পুরাতন চামড়ার ভিত্তিতে নতুন আঙুররস রাখে না; রাখলে নতুন আঙুররসে ভিস্তিগুলো ফেটে যাবে, ফলে আঙুররসও পড়ে যাবে, ভিস্তিগুলোও নষ্ট হবে
38 বরং নতুন আঙুররস নতুন চামড়ার ভিস্তিতেই রাখা চাই।
39 আরও, পুরাতন আঙুররস পান করে কেউ নতুনটা চায় না, কেননা সে বলে, পুরাতনটাই ভাল।'