Index

লুক - Chapter 20

1 একদিন তিনি মন্দিরে জনগণকে উপদেশ দিচ্ছেন ও শুভসংবাদ প্রচার করছেন, এমন সময়ে প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা প্রবীণদের সঙ্গে এসে পড়লেন;
2 তাঁকে বললেন, 'আমাদের বলুন, আপনি কোন্ অধিকারেই এই সমস্ত কিছু করছেন? কেইবা আপনাকে তেমন অধিকার দিয়েছে?'
3 উত্তরে তিনি তাদের বললেন, 'আমিও আপনাদের কাছে একটা প্রশ্ন রাখব ;
4 আমাকে বলুন : যোহনের বাপ্তিস্ম স্বর্গ থেকে না মানুষ থেকে আসছিল?'
5 তাঁরা নিজেদের মধ্যে এভাবে বলাবলি করে বলছিলেন, 'যদি বলি স্বর্গ থেকে, তাহলে ইনি প্রতিবাদ করে বলবেন, তবে আপনারা তাঁকে বিশ্বাস করেননি কেন?
6 আর যদি বলি, মানুষ থেকে, তবে সমস্ত জনগণ আমাদের পাথর ছুড়ে মারবে, কারণ তাদের দৃঢ় ধারণাই যে, যোহন নবী ছিলেন।''
7 তাই তাঁরা এই বলে উত্তর দিলেন যে, তাঁরা জানতেন না তা কোথা থেকে আসছিল।
8 আর যিশু তাঁদের বললেন, 'তবে আমিও যে কোন্ অধিকারে এই সমস্ত কিছু করছি তা আপনাদের বলব না।'
9 পরে তিনি জনগণকে এই উপমা-কাহিনী শোনালেন 'একজন লোক আঙুর খেত করে তা কৃষকদের কাছে ইজারা দিয়ে বহুদিনের জন্য অন্য দেশে চলে গেলেন।
10 উপযুক্ত সময়ে তিনি কৃষকদের কাছে এক কর্মচারীকে প্রেরণ করলেন, তারা যেন আঙুরখেতের ফলের অংশ তাঁকে দেয়। কিন্তু সেই কৃষকেরা তাকে মারধর করে খালি হাতেই বিদায় করে দিল।
11 পরে তিনি আর এক কর্মচারীকে পাঠালেন ; তারা একেও মারধর করে ও অপমান করে খালি হাতেই বিদায় করে দিল।
12 পরে তিনি তৃতীয় একজনকে পাঠালেন; তারা একেও ক্ষতবিক্ষত করে বাইরে ফেলে দিল।
13 তখন আঙুরখেতের প্রভু বললেন, আমি কী করব? আমার প্রিয়তম পুত্রকে পাঠাব; হয় তো তারা তাঁকে সম্মান দেখাবে।
14 কিন্তু সেই কৃষকেরা তাঁকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল : এ উত্তরাধিকারী; এসো, আমরা একে হত্যা করি, তাহলে উত্তরাধিকার আমাদেরই হবে।
15 তাই তারা তাঁকে আঙুরখেতের বাইরে ফেলে দিয়ে হত্যা করল। আচ্ছা, আঙুরখেতের প্রভু তাদের কি করবেন?
16 তিনি নিজে এসে সেই কৃষকদের ধ্বংস করবেন ও সেই খেত অন্য লোকদের কাছে দেবেন।' একথা শুনে তাঁরা বললেন, 'এমনটি না হোক!'
17 কিন্তু তিনি তাঁদের দিকে তাকিয়ে বললেন, ‘তবে শাস্ত্রের এই কথার কী হবে,
গৃহনির্মাতারা যে প্রস্তরটা প্রত্যাখ্যান করল,
তা তো হয়ে উঠেছে সংযোগপ্রস্তর?
18 আর এই প্রস্তরের উপরে যে পড়বে, সে টুকরো টুকরো হয়ে যাবে, আর এই প্রস্তর যার উপরে পড়বে, সে চূর্ণবিচূর্ণ হবে।
19 শাস্ত্রীরা ও প্রধান যাজকেরা সেই ক্ষণেই যিশুকে গ্রেপ্তার করতে চাইলেন কারণ বুঝেছিলেন যে, তিনি তাঁদেরই লক্ষ করে সেই উপমা-কাহিনী বলেছিলেন, কিন্তু জনগণের জন্য ভয় পেলেন।
20 তখন তীক্ষ্ণ নজর রেখে তাঁরা গুপ্ত অভিপ্রায়ে কয়েকজনকে পাঠিয়ে দিলেন। যারা ধার্মিক মানুষ সেজে তাঁকে তাঁর নিজের কথার ফাঁদে ধরতে পারেন, যেন তাঁরা প্রদেশপালের প্রশাসন ও কর্তৃত্বের হাতে তাঁকে তুলে দিতে পারেন।
21 সেই লোকেরা তাঁর কাছে এই প্রশ্ন রাখল, 'গুরু, আমরা জানি, আপনি যথার্থ কথা বলেন ও শিক্ষা দেন, এবং কারও চেহারার দিকে তাকান না, কিন্তু সত্য অনুসারে ঈশ্বরের পথ সম্বন্ধে শিক্ষা দেন।
22 সীজারকে কর দেওয়া আমাদের বিধেয় না কি?
23 কিন্তু তাদের শঠতা সম্বন্ধে সচেতন ছিলেন বিধায় তিনি বললেন,
24 “আমাকে একটা রুপোর টাকা দেখাও। এই টাকার উপরে কার প্রতিকৃতি ও কার নাম রয়েছে?” তারা বলল, “সীজারের।
25 আর তিনি তাদের বললেন, 'তবে সীজারের যা, তা সীজারকে দাও, আর ঈশ্বরের যা, তা ঈশ্বরকে দাও।'
26 তাই তারা জনগণের সামনে তাঁর কথার মধ্যে দোষ ধরার মত কিছুই পেতে পারল না, ও তাঁর উত্তরে আশ্চর্য হয়ে চুপ করে রইল।
27 কয়েকজন সাদুকি তাঁর কাছে এগিয়ে এলেন—তাঁদের মতে পুনরুত্থান নেই।
28 তাঁরা তাঁর কাছে এই প্রশ্ন রাখলেন, 'গুরু, মোশী আমাদের জন্য লিখেছেন, কারও ভাই যদি স্ত্রী রেখে নিঃসন্তান হয়ে মরে, তবে তার ভাই সেই স্ত্রীকে গ্রহণ করে নিজের ভাইয়ের জন্য বংশ উৎপন্ন করবে।
29 আচ্ছা, সাত ভাই ছিল : বড় ভাই একটি স্ত্রী নিল, এবং সন্তান না রেখে মারা গেল।
30 পরে দ্বিতীয়
31 ও তৃতীয় ভাই সেই স্ত্রীকে নিল; এভাবে সাত ভাই কোন সন্তান না রেখে মরল ;
32 শেষে সেই স্ত্রীও মারা গেল।
33 তাই পুনরুত্থানের সময়ে তাদের মধ্যে সে কার স্ত্রী হবে ? তারা সাতজনেই তো তাকে বিবাহ করেছিল।'
34 যিশু তাঁদের বললেন, 'এই সংসারের মানুষেরা বিবাহও করে, আবার তাদের বিবাহ দেওয়া হয়।
35 কিন্তু যারা সেই পরলোকের যোগ্য ও মৃতদের মধ্য থেকে পুনরুত্থানেরও যোগ্য বলে গণ্য হয়েছে, তারা বিবাহও করে না, তাদের বিবাহও দেওয়া হয় না।
36 তাদের আর মৃত্যু হতে পারে না, কেননা তারা দূতদের মত, এবং পুনরুত্থানের সন্তান হওয়ায় তারা ঈশ্বরের সন্তান।
37 আরও, মৃতেরা যে পুনরুত্থান করে, তা মোশীও ঝোপের কাহিনীতে দেখিয়েছিলেন; কারণ তিনি প্রভুকে আব্রাহামের ঈশ্বর, ইসায়াকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর বলে ডাকেন :
38 ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, জীবিতদেরই ঈশ্বর; কেননা তাঁর কাছে সকলেই জীবিত।'
39 তখন কয়েকজন শাস্ত্রী বললেন, 'গুরু, আপনি ঠিক বলেছেন।'
40 এরপরে তাঁর কাছে কোন প্রশ্ন রাখার সাহস আর কারও হল না।
41 পরে তিনি তাঁদের বললেন, 'লোকে কেমন করে খ্রিস্টকে দাউদের সন্তান বলে ডাকতে পারে?
42 দাউদ নিজেই তো সামসঙ্গীত-পুস্তকে বলেন,
প্রভু আমার প্রভুকে বললেন,
আমার ডান পাশে আসন গ্রহণ কর,
43 যতক্ষণ না তোমার শত্রুদের
আমি করি তোমার পাদপীঠ।
44 অতএব দাউদ যখন তাঁকে প্রভু বলেন, তখন নিজে কীভাবেই বা তাঁর সন্তান হতে পারেন?”
45 পরে, যখন সমস্ত জনগণ শুনছিল, তখন তিনি নিজের শিষ্যদের উদ্দেশ করে বললেন,
46 শাস্ত্রীদের বিষয়ে সাবধান : তাঁরা লম্বা লম্বা পোশাকে ঘুরে বেড়াতে পছন্দ করেন, এবং হাটে-বাজারে শ্রদ্ধাপূর্ণ অভিবাদন, সমাজগৃহে প্রধান আসন ও ভোজসভায় প্রধান স্থান পেতে ভালবাসেন।
47 তাঁরা বিধবাদের বিষয়-সম্পত্তি গ্রাস করেন, আর ভান করে লম্বা লম্বা প্রার্থনা করেন—এঁরা বিচারে গুরুতর শাস্তি পাবেন।