1 তিবেরিউস সীজারের রাজত্বকালের পঞ্চদশ বর্ষে যখন পোন্তিয় পিলাত যুদেয়ার প্রদেশপাল, হেরোদ গালিলেয়ার সামন্তরাজ, তাঁর ভাই ফিলিপ ইতুরিয়া ও ব্রাখোনিতিস প্রদেশের সামন্তরাজ, এবং লিসানিয়াস আবিলেনের সামন্তরাজ ছিলেন,
2 তখন, আন্না ও কাইয়াফার মহাযাজকত্ব-কালে, ঈশ্বরের আহবান মরুপ্রান্তরে জাখারিয়ার সন্তান যোহনের কাছে উপস্থিত হল।
3 তিনি যদনের সমস্ত অঞ্চলে এসে পাপমোচনের উদ্দেশে মনপরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করতে লাগলেন,
4 যেমনটি নবী ইসাইয়ার বাণীগ্রন্থে লেখা আছে :
এমন একজনের কণ্ঠস্বর
যে মরুপ্রান্তরে চিৎকার করে বলে,
প্রভুর জন্য পথ প্রস্তুত কর,
তাঁর রাস্তা সমতল কর।
5 উঁচু করা হোক সকল উপত্যকা,
নিচু করা হোক সকল পর্বত, সকল উপপর্বত।
অসমতল ভূমি হোক সমতল,
শৈলশিরা হয়ে উঠুক সমভূমি ;
6 এবং সমস্ত মানবকুল
প্রভুর পরিত্রাণ দেখতে পাবে।
7 তাই যে সকল লোক বেরিয়ে পড়ে তাঁর হাতে বাপ্তিস্ম গ্রহণ করার জন্য আসছিল, তিনি তাদের বলতেন, 'হে সাপের বংশ, আসন্ন ক্রোধ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল?
8 অতএব এমন ফল দেখাও, যা তোমাদের মনপরিবর্তনের যোগ্য ফল। আর এমনটি ভাববে না যে তোমরা মনে মনে বলতে পার, আব্রাহাম আমাদের পিতা; কেননা আমি তোমাদের বলছি, ঈশ্বর এ সমস্ত পাথর থেকে আব্রাহামের জন্য সন্তানের উদ্ভব ঘটাতে পারেন।
9 আর এখনই তো গাছগুলোর শিকড়ে কুড়ালটা লাগানো রয়েছে; অতএব, যে কোন গাছে উত্তম ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে।'
10 যখন লোকেরা তাঁকে জিজ্ঞাসা করত, তাহলে আমাদের কী করতে হবে?'
11 তখন তিনি উত্তরে তাদের বলতেন, যার দু'টো জামা আছে, সে, যার নেই, তার সঙ্গে সহভাগিতা করুক; আর যার খাবার আছে, সেও তেমনি করুক।"
12 বাপ্তিস্ম গ্রহণ করার জন্য কর আদায়কারীরাও এল; তাঁকে বলল, 'গুরু, আমাদের কী করতে হবে?
13 তিনি তাদের বললেন, 'যে কর ধার্য আছে, তার বেশি আদায় করো না।"
14 সৈন্যরাও তাঁকে জিজ্ঞাসা করল, 'আর আমরা? আমাদের কী করতে হবে?' তিনি তাদের বললেন, 'বলপ্রয়োগে কিছু দাবি করো না, অন্যায়ভাবে কিছু আদায়ও করো না, কিন্তু তোমাদের মাইনে নিয়ে সন্তুষ্ট থাক।'
15 আর যেহেতু জনগণ প্রতীক্ষায় ছিল, ও যোহনের বিষয়ে সকলে মনে মনে ভাবছিল তিনিই সেই খ্রিস্ট কিনা,
16 সেজন্য যোহন সকলকে উদ্দেশ করে বললেন, আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিই বটে, কিন্তু এমন একজন আসছেন, যিনি আমার চেয়ে শক্তিশালী ; আমি তাঁর জুতোর বাঁধন খুলবার যোগ্য নই; তিনি পবিত্র আত্মা ও আগুনেই তোমাদের বাপ্তিস্ম দেবেন।
17 তাঁর কুলা তাঁর হাতে রয়েছে: তিনি নিজ খামার পরিষ্কার করবেন, ও গম নিজের গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।
18 এবং আরও অনেক উপদেশ দিয়ে তিনি জনগণের কাছে শুভসংবাদ প্রচার করতেন।
19 কিন্তু যেহেতু যোহন সামন্তরাজ হেরোদকে তাঁর ভাইয়ের স্ত্রী হেলোদিয়ার ব্যাপারে ও তাঁর সমস্ত দুষ্কর্মের ব্যাপারে ভর্ৎসনা করেছিলেন,
20 সেজন্য হেরোদ নিজের যত দুষ্কর্মের সঙ্গে এটাও যোগ করলেন যে, যোহনকে কারারুদ্ধ করলেন।
21 তখন এমনটি ঘটল যে, যখন সমস্ত জনগণ বাপ্তিস্ম গ্রহণ করল এবং যিশু নিজেও বাপ্তিস্ম গ্রহণ ক'রে প্রার্থনা করছিলেন, তখন স্বর্গ উন্মুক্ত হল,
22 এবং পবিত্র আত্মা দৈহিক আকারে, কোপতের মত, তাঁর উপরে নেমে এলেন ; এবং স্বর্গ থেকে এক কণ্ঠস্বর ধ্বনিত হল, 'তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিলাম।
23 যখন যিশু নিজ কাজ আরম্ভ করেন, তখন তাঁর বয়স আনুমানিক ত্রিশ বছর; তিনি, লোকদের ধারণায়, যোসেফের সন্তান—ইনি হেলির সন্তান,
24 ইনি মাথাতের সন্তান, ইনি লেবির সন্তান, ইনি মেল্কির সন্তান, ইনি যান্নাইয়ের সন্তান, ইনি যোসেফের সন্তান,
25 ইনি মাত্তাথিয়াসের সন্তান, ইনি আমোসের সন্তান, ইনি নাহুমের সন্তান, ইনি এস্ত্রির সন্তান, ইনি নাপ্পাইয়ের সন্তান,
26 ইনি মায়াথের সন্তান, ইনি মাত্তাথিয়াসের সন্তান, ইনি সেমেইনের সন্তান, ইনি যোসেখের সন্তান, ইনি যোদার সন্তান,
27 ইনি যোয়ানানের সন্তান, ইনি রেসার সন্তান, ইনি জেরুব্বাবেলের সন্তান, ইনি শেয়াল্টিয়েলের সন্তান, ইনি নেরির সন্তান,
28 ইনি মেল্কির সন্তান, ইনি আদির সন্তান, ইনি কোসামের সন্তান, ইনি এমাদামের সন্তান, ইনি এরের সন্তান,
29 ইনি যিশুর সন্তান, ইনি এলিয়েজেরের সম্ভান, ইনি যোরিমের সন্তান, ইনি মাথাতের সন্তান, ইনি লেবির সন্তান,
30 ইনি সিমেয়োনের সস্তান, ইনি যুদার সন্তান, ইনি যোসেফের সন্তান, ইনি যোনামের সন্তান, ইনি এলিয়াকিমের সন্তান,
31 ইনি মেলেয়ার সন্তান, ইনি মেল্লার সন্তান, ইনি মাত্তাথার সন্তান, ইনি নাথানের সন্তান, ইনি দাউদের সন্তান,
32 ইনি যেসের সন্তান, ইনি ওবেদের সন্তান, ইনি বোয়াজের সন্তান, ইনি সালার সন্তান, ইনি নাহসোনের সন্তান,
33 ইনি আশ্বিনাদাবের সন্তান, ইনি আগ্নিনের সন্তান, ইনি আর্নির সন্তান, ইনি হেয়োনের সন্তান, ইনি পেরেসের সন্তান, ইনি যুদার সন্তান,
34 ইনি যাকোবের সন্তান, ইনি ইনি ইসায়াকের সন্তান, ইনি আব্রাহামের সন্তান, ইনি তেরাহর সন্তান, ইনি নাহোরের সন্তান,
35 ইনি সেরুগের সন্তান, ইনি রেউয়ের সন্তান, ইনি পেলেগের সস্তান, ইনি এবেরের সন্তান, ইনি শেলাহর সন্তান,
36 ইনি কাইনানের সন্তান, ইনি আফাক্সাদের সন্তান, ইনি শেমের সন্তান, ইনি নোয়ার সন্তান, ইনি লামেখের সন্তান,
37 ইনি মেথুসেলাহর সন্তান, ইনি এনোখের সস্তান, ইনি যারেদের সন্তান, ইনি মাহালালেলের সন্তান, ইনি কাইনামের সন্তান,
38 ইনি এনোসের সন্তান, ইনি সেথের সন্তান, ইনি আদমের সন্তান, ইনি ঈশ্বরের সন্তান।