Index

বিলাপ-গাথা - Chapter 5

1 আমাদের যা ঘটছে, তা স্মরণ কর গো প্রভু, চেয়ে দেখ, লক্ষ কর আমাদের অসম্মান।
2 গেল আমাদের উত্তরাধিকার বিদেশীদের হাতে, বিজাতীয়দের হাতে আমাদের বাড়ি-ঘর।
3 আমরা এখন এতিম, পিতৃহীন, বিধবারই মত আমাদের মা।
4 অর্থের বিনিময়েই পান করছি আমাদের নিজেদেরই জল, দাম দিয়ে আমাদের নিজেদেরই কাঠ আমাদের কিনতে হচ্ছে।
5 যারা আমাদের ধাওয়া করে, তারা রয়েছে আমাদের ঘাড়ে, আমরা পরিশ্রান্ত, নেই কো বিশ্রাম আমাদের জন্য।
6 প্রচুর খাদ্য পাবার জন্য মিশরের কাছে, আসিরিয়ার কাছে পেতেছি হাত।
7 আমাদের পিতৃপুরুষেরা পাপ করল, এখন আর নেই কো তারা, আমরাই তো বহন করছি তাদের অপরাধের দণ্ড।
8 দাসেরাই এখন আমাদের শাসন করছে, তাদের হাত থেকে আমাদের মুক্ত করবে এমন কেউ নেই।
9 আমাদের প্রাণের ঝুঁকিতেই আমরা রুটি যোগাই, প্রান্তরের সেই খড়োর দরুন!
10 আমাদের চামড়া এখন জ্বলন্ত একটা চুল্লির মত, দুর্ভিক্ষের জ্বালার দরুন!
11 সিয়োনে নারীরা তাদের দ্বারা অপমানিত, যুদার শহরে শহরে কুমারীরাও তাই।
12 তাদের হাতে নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছে, প্রবীণদের মুখ তাদের দ্বারা সমাদৃত নয়।
13 যুবকেরা জাতা ঘোরাতে বাধ্য, তরুণেরা কাঠের ভারে হোঁচট খাচ্ছে।
14 প্রবীণেরা নগরদ্বারে সভার আসনে আর বসেন না, যুবকেরা বাদ্যযন্ত্র ছেড়ে দিল।
15 অন্তরে ফুরিয়ে গেছে পুলক, আমাদের নৃত্য বিলাপেই পরিণত।
16 আমাদের মাথা থেকে পড়ে গেছে মুকুট, ধিক্ আমাদের! কারণ করেছি পাপ।
17 এজন্যই বেদনাপীড়িত আমাদের অন্তর, এসব কিছুর জন্যই ক্ষীণ হয়ে এসেছে আমাদের চোখ।
18 কারণ সিয়োন পর্বত এখন ধ্বংসস্থান, শিয়ালে সেখানে ছুটাছুটি করছে।
19 তুমি কিন্তু, প্রভু, চিরসমাসীন, তোমার সিংহাসন যুগযুগস্থায়ী।
20 কেন আমাদের ভুলে যাও চিরকালের মত? কেন দীর্ঘ দিন ধরে আমাদের ত্যাগ করে থাক?
21 তোমার কাছে আমাদের ফিরিয়ে আন, প্রভু; তবেই আমরা আসব ফিরে ; আমাদের দিনগুলি পুরাকালের মতই নবীন করে তোল,
22 যদি না তুমি নিঃশেষেই আমাদের ত্যাগ করেছ, যদি না আমাদের উপর তোমার ক্রোধ সীমাহীন !