1 আলেফ আপন ক্রোধে প্রভু কেমন অন্ধকারে সিয়োন কন্যাকে আচ্ছন্ন করেছেন! তিনি স্বর্গ থেকে মাটিতে ছুড়ে ফেলে দিলেন ইস্রায়েলের কান্তি। তিনি নিজের ক্রোধের দিনে স্মরণ করেননি তাঁর আপন পাদপীঠ।
2 প্রভু দয়া না দেখিয়ে বিনাশ করেছেন যাকোবের সকল বাসস্থান ; কুপিত হয়ে উৎপাটন করেছেন তিনি ঘুদা-কন্যার যত দৃঢ়দুর্গ তার রাজ্য ও তার নেতাদের তিনি ভূমিসাৎ করেছেন, করেছেন অপবিত্র।
3 জ্বলন্ত ক্রোধে তিনি উচ্ছেদ করেছেন ইস্রায়েলের সমস্ত প্রতাপ ; শত্রুর আগমনে তিনি ফিরিয়ে নিয়েছেন তাঁর আপন ডান হাত ; যাকোবকে জ্বালিয়েছেন এমন অগ্নিশিখার মত, যা চারদিকে সবকিছু করে গ্রাস।
4 তিনি আপন ধনুকে চাড়া দিচ্ছেন শত্রুর মত, তাঁর ডান হাত শক্ত করে রাখছেন বিরোধীর মত ; সবই বধ করছেন, যা চোখের পুলক। সিয়োন কন্যার তাঁবুর উপর তিনি নিজের রোষ বর্ষণ করছেন আগুনের মত।
5 প্রভু হয়েছেন শত্রুর মত, ইস্রায়েলকে ধ্বংস করছেন : ধ্বংস করছেন তার সকল প্রাসাদ, ভেঙে ফেলছেন তার যত দৃঢ়দুর্গ; বৃদ্ধি করেছেন যুদা-কন্যার বিলাপ, তার শোক।
6 তিনি কুটির সহ নষ্ট করেছেন সেই উদ্যান, ধ্বংস করেছেন সেই উদ্যানের মিলন-স্থান; সিয়োনে মুছে ফেলেছেন যত পর্বোৎসব ও সাব্বাতের স্মৃতি, রাজা ও যাজককে তিনি উপেক্ষা করেছেন তাঁর উত্তপ্ত ক্রোধে।
7 প্রভু পরিত্যাগ করেছেন তাঁর আপন বেদি, ঘৃণা করেছেন তাঁর আপন পবিত্রধাম তুলে দিয়েছেন শত্রুর হাতে তার যত প্রাসাদের প্রাচীর ; তারা প্রভুর গৃহে জাগিয়ে তুলছে কোলাহল এক পর্বদিনেই যেন।
8 প্রভু সঙ্কল্প নিয়েছেন, তিনি ভেঙে ফেলবেন সিয়োন কন্যার প্রাচীর : সুতো টেনে তিনি মাপতে লাগলেন, বিলুপ্তি থেকে ফিরিয়ে নেবেন না তাঁর আপন হাত ; তিনি বিষণ্ণ করেছেন প্রাকার, বিষণ্ণ করেছেন প্রাচীর, এখন দু'টোই নিস্তেজ !
9 মাটিতে নিমজ্জিত রয়েছে যত নগরদ্বার, তিনি ভেঙে ফেলেছেন, ছিন্ন করেছেন তার অর্গল ; তার রাজা, তার নেতারা সকলেই বিজাতীয়দের মাঝে, বিধান-পুস্তক আর নেই ; তার নবীরাও প্রভু থেকে আর কোন দর্শন পায় না।
10 সিয়োন কন্যার প্রবীণসকল নীরব হয়ে মাটিতে বসে আছে, মাথায় ছড়াচ্ছে ধুলা, কোমরে চটের কাপড় বাঁধা ; যেরুসালেমের কুমারীসকল মাটি পর্যন্ত মাথা হেঁট করছে।
11 আমার চোখ বিলাপে ক্রন্দনে ক্ষীণ হয়ে এল, আমার অন্ধ্ররাজি আলোড়িত ; আমার আপন জাতি-কন্যার বিনাশের জন্য আমার পিত্তি মাটিতে ঢালা হচ্ছে, কারণ নগরীর রাস্তা-ঘাটে শিশু ও ছোট বাচ্চা সবাই মূর্ছিত হয়ে পড়ছে।
12 তারা তাদের মাকে শুধু শুধু বলে, কারণ নগরীর রাস্তা-ঘাটে “কোথায় গম, কোথায় আঙুররস ?” তারা আহত মানুষের মত মূর্ছিত হয়ে পড়ছে, মায়ের কোলে ব'সে তারা করে প্রাণত্যাগ।
13 আহা যেরুসালেম কন্যা! আমি কিসের সঙ্গে তোমার তুলনা করব, কিসের সঙ্গেই বা তোমাকে সদৃশ করব? আহা কুমারী সিয়োন কন্যা! তোমাকে সান্ত্বনা দেবার জন্য আমি কিসের সঙ্গে তোমার তুলনা করব? তোমার ধ্বংসন যে সত্যিই সমুদ্রের মত বিস্তীর্ণ, তোমাকে নিরাময় করবে এমন সাধ্য কার্ ?
14 তোমার নবীরা তোমার জন্য এমন দর্শন পায়, যা সবই অলীক ও মূর্খতামাত্র ; তোমার দশা পাল্টাবার জন্য তারা তোমার শঠতা অনাবৃত করে না, বরং যে দর্শনের কথা তারা তোমাকে শোনায়, তা সবই অলীক ও মিথ্যা দর্শন।
15 যত লোক পথ দিয়ে চলে, তারা তোমার দিকে হাততালি দেয় ; যেরুসালেম কন্যার দিকে তারা শিস দেয়, মাথা নাড়ায়, “এ কি সেই নগরী, যা “পরম সৌন্দর্য” নামে, “সারা পৃথিবীর পুলকই” নামে আখ্যাত?'
16 তোমার সকল শত্রু তোমার দিকে মুখ খুলে হা করছে, তারা শিস দেয়, দাঁতে দাঁত ঘষে, তারা বলে : ‘গ্রাস করেছি তাকে! এ তো সেই দিন যার প্রতীক্ষায় ছিলাম, এবার সেই দিনটি দেখতে পেলাম!”
17 প্রভু যা করবেন বলে সঙ্কল্প নিয়েছিলেন, তা সাধন করলেন, তার সেই হুমকি বাস্তবায়িত করলেন ; পুরাকালে যেমন নিরূপণ করেছিলেন, দয়া না দেখিয়ে তিনি নিপাত করলেন ; শত্রুদের দিলেন তোমার উপর জয়োল্লাস করতে, তোমার বিরোধীদের প্রতাপ উন্নীত করলেন।
18 আহা সিয়োন কন্যার প্রাচীর, লোকদের হৃদয় প্রভুর কাছে চিৎকার করছে; দিনরাত জলস্রোতের মত বয়ে যাক তোমার চোখের জল ! নিজেকে কিছুতেই বিশ্রাম দিয়ো না, তোমার চোখের মণিকে ক্ষান্ত হতে দিয়ো না।
19 এবার তুমি ওঠ, রাত্রিকালে প্রতিটি প্রহরের শুরুতে চিৎকার কর তোমার হৃদয়কে প্রভুর সামনে জলের মত উজাড় করে দাও। সেই সব শিশু যারা পথে-ঘাটে ক্ষুধায় মূর্ছিত হয়ে পড়ছে, তাদের প্রাণের খাতিরে তাঁর উদ্দেশে তোল তোমার দু'হাত!
20 চেয়ে দেখ, প্রভু, ভেবে দেখ, কার উপরেই বা তোমার এমন ব্যবহার ! স্ত্রীলোক কোলে করে যে শিশুকে বহন করছে, সে সেই বালককে গ্রাস করছে! প্রভুর আপন পবিত্রধামে যাজক ও নবী নিপাতিত হচ্ছে।
21 বালক ও বৃদ্ধ সবাই পথে পথে মাটিতে পড়ে আছে ; আমার কুমারী ও যুবাসকল খড়ের আঘাতে পতিত হয়েছে; তোমার ক্রোধের দিনে তুমি ঘটিয়েছ মরণ, বধ করেছ কোন দয়া না দেখিয়ে !
22 তুমি যেন পর্বোৎসবের জন্য চারদিক থেকে আহ্বান করছ আমার যত সন্ত্রাস। প্রভুর এই ক্রোধের দিনে কারও রেহাই নেই, কারও রক্ষা নেই। কোলে করে বহন ক'রে যাদের আমি লালন-পালন করেছিলাম, তাদের সকলকে সংহার করছে আমার শত্রু।'