Index

এস্থার - Chapter 6

1 সেই রাতে রাজা ঘুমোতে পারলেন না; তিনি স্মরণাবলি-পুস্তক অর্থাৎ রাজ-স্মরণাবলি আনতে আজ্ঞা দিলেন, আর রাজার সামনে পুস্তকটা পাঠ করে শোনানো হল।
2 তার মধ্যে লেখা এই কথা পাওয়া গেল : রাজার কঞ্চুকী বিজ্ঞান ও তেরেশ নামে দু'জন দ্বাররক্ষক আহাসুয়েরোস রাজার বিরুদ্ধে হাত বাড়াবার মতলব করলে মোর্দেকাই তাদের সেই মতলবের কথা জানিয়ে দিয়েছিলেন।
3 রাজা জিজ্ঞাসা করলেন, 'এই ব্যাপারে মোর্সেকাইকে সম্মান ও মর্যাদা দেবার জন্য কী করা হল?' রাজার পরিচর্যায় নিযুক্ত লোকেরা বলল, “তাঁর জন্য কিছুই করা হয়নি।'
4 রাজা বললেন, ‘প্রাঙ্গণে কে আছে?” ঠিক তখনই হামান তার প্রস্তুত করা ফাঁসিকাঠে মোর্দেকাইকে ঝুলিয়ে দেবার জন্য রাজার কাছে অনুরোধ করতে রাজপ্রাসাদের বহিঃপ্রাঙ্গণে এসেছিল।
5 রাজার সেই লোকেরা বলল, 'দেখুন, হামান প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন।' রাজা বললেন, 'সে ভিতরে আসুক।'
6 হামান ভিতরে এলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, 'যার উপরে রাজা সমাদর আরোপ করতে প্রীত, তার প্রতি কী করা উচিত?' হামান মনে মনে ভাবল, 'আমার উপরে ছাড়া রাজা আর কার উপরেই বা সমাদর আরোপ করতে প্রীত হবেন?'
7 তাই হামান রাজাকে বলল, মহারাজ যার উপরে সমাদর আরোপ করতে প্রীত,
8 তাকে দেওয়া হোক একটা রাজকীয় পোশাক যা মহারাজ নিজেই ব্যবহার করেছেন এবং একটা ঘোড়া যার পিঠে মহারাজ নিজেই চড়েছেন— সেই ঘোড়া যার মাথায় একটা রাজমুকুট বসানো আছে।
9 সেই পোশাক ও সেই ঘোড়া মহারাজের একজন অতি বিশিষ্ট লোকের হাতে দেওয়া হোক, এবং মহারাজ যার উপরে সমাদর আরোপ করতে প্রীত, সে সেই রাজকীয় পোশাকে পরিবৃত হোক, পরে তাকে সেই ঘোড়ার পিঠে শহরের ময়দানে নিয়ে যাওয়া হোক, এবং তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক : রাজা যাঁর উপরে সমাদর আরোপ করতে প্রীত, তাঁর প্রতি তেমনই পুরস্কার!'
10 রাজা হামানকে বললেন, “শীঘ্রই, সেই পোশাক ও ঘোড়া নিয়ে তুমি যেমন বললে, রাজদ্বারে বসা ইহুদী মোর্দেকাইয়ের প্রতি ঠিক সেইমত কর; তুমি যা কিছু বললে, তার কিছুই যেন বাকি না পড়ে।
11 তখন হামান সেই পোশাক ও ঘোড়া নিল, মোর্সেকাইকে পোশাক পরিয়ে দিল এবং ঘোড়ার পিঠে শহরের ময়দানে নিয়ে গেল, আর তাঁর আগে আগে ঘোষণা করল, 'রাজা যাঁর উপরে সমাদর আরোপ করতে প্রীত, তাঁর প্রতি তেমনই পুরস্কার!'
12 তারপর মোর্দেকাই রাজদ্বারে ফিরে গেলেন, কিন্তু হামান শোকান্বিত হয়ে মুখে একটা পরদা দিয়ে শীঘ্রই বাড়িতে চলে গেল।
13 হামান তার স্ত্রী জেরেশকে ও তার সকল বন্ধুকে সেই সবকিছু বর্ণনা করল যা তার প্রতি ঘটেছিল; তার সেই জ্ঞানী লোকেরা ও তার স্ত্রী জেরেশ তাকে বলল, ‘যার সামনে তোমার এই পতনের আরম্ভ হল, সেই মোর্দেকাই যেহেতু ইহুদী বংশের মানুষ, সেজন্য তুমি সেই বংশের সামনে কিছুতেই দাঁড়াতে পারবে না, তার সামনে তোমার পতন অবশ্যম্ভাবী!"
14 তারা তার সঙ্গে কথাবার্তা করছে, এমন সময় রাজকন্ধুকীরা এসে এস্থারের আয়োজিত ভোজে হামানকে শীঘ্রই নিয়ে গেল।