Index

Baruch - Chapter 5

1 যেরুসালেম, শোক ও দুঃখের বসন খুলে ফেল, ঈশ্বরের গৌরবের প্রভা পরে নাও—চিরকাল ধরে।
2 ঈশ্বরের ধর্মময়তা-উত্তরীয় জড়িয়ে নাও, সেই সনাতনের গৌরবের কিরীটে মাথা ভূষিত কর,
3 কারণ আকাশের নিচে যত জাতি রয়েছে, ঈশ্বর তাদের দেখাবেন তোমার প্রভা,
4 এবং ঈশ্বর চিরকালের মত তোমার এই নাম রাখবেন : ন্যায়ের শান্তি, ধর্মময়তার গৌরব।
5 ওঠ, যেরুসালেম, উচ্চস্থানে সোজা হয়ে দাঁড়াও, পুব দিকে তাকাও : চেয়ে দেখ তোমার সন্তানদের! সেই পবিত্রঞ্জনের বাণীতে তারা পুব-পশ্চিম থেকে সম্মিলিত, ঈশ্বর স্মরণ করেছেন বলে তারা উল্লসিত।
6 শত্রু দ্বারা তাড়িত হয়ে তারা পায়ে হেঁটেই তোমা থেকে চলে গেল ; এখন ঈশ্বর তোমার কাছে তাদের ফিরিয়ে আনছেন, রাজাসনেরই মত তাদের বহন করা হচ্ছে জয়োল্লাসের মধ্যে।
7 কেননা ঈশ্বর স্থির করেছেন, তিনি উচ্চ যত পর্বত ও চিরকালীন যত শৈল সমতল করবেন, উপত্যকা ভরে তুলবেন, ভূমি সমতল করবেন, যেন ইস্রায়েল ঈশ্বরের গৌরবের ছায়ায় নিরাপদে এগিয়ে চলতে পারে।
8 যত অরণ্য ও সুগন্ধি যত বৃক্ষও ঈশ্বরের আদেশে ইস্রায়েলকে ছায়া দেবে।
9 কারণ ঈশ্বর আপন গৌরবের আলোয় ইস্রায়েলকে আনন্দের মধ্যে চালনা করবেন, —সেই দয়া ও ধর্মময়তার সঙ্গে, যা তাঁর কাছ থেকেই আগত।