Index

মার্ক - Chapter 3

1 তিনি আবার সমাজগৃহে প্রবেশ করলেন; সেখানে একজন লোক ছিল যার একটা হাত নুলো।
2 তিনি সাব্বাৎ দিনে তাকে নিরাময় করেন কিনা, তা দেখবার জন্য তাঁরা তাঁর দিকে লক্ষ রাখছিলেন, যেন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন।
3 তিনি নুলো লোকটিকে বললেন, 'মাঝখানে এসে দাঁড়াও।'
4 পরে তাঁদের বললেন, 'সাব্বাৎ দিনে কী করা বিধেয়? উপকার করা না অপকার করা? প্রাণ রক্ষা করা না হত্যা করা!' কিন্তু তাঁরা চুপ করে রইলেন।
5 তখন তিনি তাঁদের হৃদয় কঠিন দেখে দুঃখিত হয়ে চারদিকে তাঁদের প্রতি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে লোকটিকে বললেন, “হাত বাড়িয়ে দাও!” সে তা বাড়িয়ে দিল, আর তার হাত সুস্থ হয়ে উঠল।
6 এতে ফরিসিরা বাইরে গিয়ে তখনই হেরোদের লোকদের দলের সঙ্গে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন কি ভাবে তাঁর বিনাশ ঘটানো যায়।
7 যিশু নিজের শিষ্যদের সঙ্গে সমুদ্রের ধারে চলে গেলেন; আর পালিলেয়া থেকে । বহু লোক তাঁর অনুসরণ করল।
8 যুদেয়া, যেরুসালেম, ইদুমেয়া, যর্দন নদীর ওপারের দেশ এবং তুরস ও সিদোন অঞ্চল থেকে বহু বহু লোক, তিনি যে মহা মহা কাজ সাধন করছেন, তা শুনে তাঁর কাছে এল।
9 তখন তিনি নিজের শিষ্যদের এমনটি বললেন যেন ভিড়ের কারণে তাঁর জন্য একটা নৌকার ব্যবস্থা করা হয়, পাছে লোকে তাঁর উপর চাপাচাপি করে পড়ে।
10 কেননা তিনি এত বহু লোককে নিরাময় করেছিলেন যে, অসুস্থ সকলে তাঁকে স্পর্শ করার চেষ্টায় তাঁর গায়ের উপরে পড়ছিল।
11 এবং অশুচি আত্মাগুলো তাঁকে দেখলেই তাঁর সামনে পড়ে চিৎকার করে বলত, ‘আপনি ঈশ্বরের পুত্র।
12 কিন্তু তিনি তাদের কঠোরভাবেই নিষেধ করে দিতেন, যেন তারা তাঁর পরিচয় প্রকাশ না করে।
13 সেসময় তিনি পর্বতে গিয়ে উঠে, নিজেই যাঁদের ইচ্ছা করলেন তাঁদের কাছে ডাকলেন; তাই তাঁরা তাঁর কাছে এলেন ;
14 আর তিনি বারোজনকে এই উদ্দেশ্যে ; নিযুক্ত করলেন: তাঁরা তাঁর সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি তাঁদের প্রচার করতে প্রেরণ করবেন, এ
15 বং তাঁরা অপদৃত তাড়াবার অধিকার পাবেন।
16 তাই তিনি সেই বারোজনকে নিযুক্ত করলেন, তথা সিমোন, যাঁকে তিনি পিতর নাম দিলেন,
17 এবং জেবেদের ছেলে যাকোব ও সেই যাকোবের ভাই যোহন—এই দু'জনকে বোয়ানের্গেস অর্থাৎ বস্তু-সন্তান এই নাম দিলেন,
18 আর আন্দ্রিয়, ফিলিপ, বার্থলমেয়, মথি, টমাস, আক্ষেয়ের ছেলে যাকোব, থাদেয়, উগ্রধর্মা সিমোন
19 ও সেই যুদা ইস্কারিয়োৎ যিনি পরে তাঁর প্রতি বিশ্বাসঘাতকতা করলেন।
20 তিনি বাড়ি ফিরে গেলে আবার এত লোকের ভিড় জমে গেল যে, তাঁরা খেতেও পারছিলেন না।
21 তা শুনে তাঁর আত্মীয়স্বজনেরা তাঁকে ধরে নিতে বেরিয়ে পড়ল, কেননা তারা বলছিল, তাঁর মাথা ঠিক নেই।
22 আর যে শাস্ত্রীরা যেরুসালেম থেকে এসেছিলেন, তাঁরা বলছিলেন, 'একে বেয়েজেবুলে পেয়েছে; আরও বলছিলেন, 'এ তো অপদূতদের প্রধানের প্রভাবেই অপদূত তাড়ায়।”
23 তাই তিনি তাঁদের কাছে ডেকে উপমাচ্ছলে বললেন, “শয়তান কেমন করে শয়তানকে তাড়াতে পারে ?
24 কেননা কোন রাজ্য যদি বিবাদে বিভক্ত হয়ে পড়ে, তবে সে রাজ্য স্থির থাকতে পারে না ;
25 আর কোন পরিবার যদি বিবাদে বিভক্ত হয়ে পড়ে, সেই পরিবার স্থির থাকতে পারে না।
26 আচ্ছা, শয়তান যদি নিজের বিপক্ষে ওঠে ও বিভক্ত হয়, তবে সেও স্থির থাকতে পারে না, কিন্তু তার শেষ হয়।
27 একজন বলবান লোকের বাড়িতে ঢুকে কেউই তার জিনিসপত্র লুট করতে পারে না, যদি না আগে সে সেই বলবান লোককে বেঁধে ফেলে; তবেই সে তার বাড়ির সবকিছু লুট করতে পারে।
28 আমি আপনাদের সত্যি বলছি, মানবসন্তানেরা যে সমস্ত পাপকর্ম ও ঈশ্বরনিন্দা করে, তার ক্ষমা হবে;
29 কিন্তু যে কেউ পবিত্র আত্মার নিন্দা করে, সে অনন্তকালেও ক্ষমা পাবে না, বরং হবে অনন্ত পাপের অধীন।'
30 তিনি একথা বললেন, কারণ তাঁরা বলেছিলেন, 'ওকে অশুচি আত্মায় পেয়েছে।
31 সেসময় তাঁর মা ও তাঁর ভাইয়েরা এলেন, এবং বাইরে দাঁড়িয়ে তাঁকে ডেকে পাঠালেন।
32 তখন তাঁর চারপাশে বহু লোক বসে ছিল; তারা তাঁকে বলল, “দেখুন, বাইরে আপনার মা ও ভাইবোনেরা আপনাকে খুঁজছেন।
33 তিনি তাদের বললেন, “আমার মা কে? আমার ভাইয়েরাও বা কারা ?
34 এবং যারা তাঁর চারপাশে বসে ছিল, তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, 'এই যে আমার মা, এই যে আমার ভাইয়েরা ;
35 কেননা যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে-ই আমার ভাই ও বোন ও মা।'