1 পাস্কাপর্বের আগে, এই জগৎ থেকে পিতার কাছে চলে যাওয়ার ক্ষণ উপস্থিত হয়েছে জেনে, যিশু, তাঁর যে আপনজনেরা এই জগতে ছিলেন, তাঁদের অবিরতই ভালবেসে শেষ পর্যন্তই তাঁদের ভালবেসে গেলেন।
2 সান্ধ্যভোজ তখন চলছে; দিয়াবল ইতিমধ্যে সিমোনের ছেলে মুদা ইয়ারিয়োতের হৃদয়ে তাঁর প্রতি বিশ্বাসঘাতকতা করার সঙ্কল্প প্রবেশ করিয়েছিল।
3 একথা জেনে যে, পিতা তাঁরই হাতে সমস্তই তুলে দিয়েছেন, এবং তিনি যে ঈশ্বরের কাছ থেকে এসেছেন আর ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছেন এও জেনে,
4 যিশু ভোজ থেকে উঠলেন, জামা খুলে রাখলেন, এবং একটা গামছা নিয়ে তা কোমরে জড়ালেন ;
5 তারপর একটা পাত্রে জল ঢেলে শিষ্যদের পা ধুয়ে দিতে শুরু করলেন, আর কোমরের গামছা দিয়ে তা মুছে দিতে লাগলেন।
6 তিনি সিমোন পিতরের কাছে এলেন, আর ইনি তাঁকে বললেন, 'প্রভু, আপনি কি আমার পা ধুতে যাচ্ছেন?”
7 যিশু তাঁকে উত্তর দিলেন, 'আমি যা করছি, তা তুমি এখন জান না, কিন্তু পরে বুঝতে পারবে।'
8 পিতর তাঁকে বললেন, 'আপনি আমার পা কখনও ধুয়ে দেবেন না' যিশু তাঁকে উত্তর দিলেন, 'আমি তোমাকে ধৌত না করলে আমার সঙ্গে তোমার কোন অংশ নেই।
9 সিমোন পিতর বললেন, 'প্রভু, আমার পা শুধু নয়, হাত ও মাথাও ধুয়ে দিন।
10 যিশু তাঁকে বললেন, 'যে স্নান করেছে, তার ধৌত হওয়ার আর প্রয়োজন নেই, সে সর্বাঙ্গেই শুদ্ধ। তোমরা তো শুদ্ধ, তবু সকলে নও।'
11 কেননা তিনি জানতেন, কে তাঁর প্রতি বিশ্বাসঘাতকতা করবেন; এজন্যই তিনি বললেন, 'তোমরা সকলে শুদ্ধ নও।'
12 তাঁদের পা ধুয়ে দেবার পর, নিজের জামা পরে আবার আসন নেবার পর তিনি তাঁদের বললেন, 'আমি তোমাদের প্রতি যা করলাম, তোমরা কি তা বুঝতে পার?
13 তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাক, আর ঠিকই বল, কারণ আমি তা-ই।
14 তবে, প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত।
15 আমি তোমাদের একটা আদর্শ দিলাম, আমি তোমাদের জন্য যেমনটি করলাম, তোমরাও যেন তেমনটি কর।
16 আমি তোমাদের সত্যি সত্যি বলছি, দাস নিজের প্রভুর চেয়ে বড় নয়, নিজের প্রেরণকর্তার চেয়ে প্রেরিতজনও বড় নয়।
17 এ সমস্ত জেনে যদি তোমরা তা পালন কর, তবে তোমরা সুখী।'
18 তোমাদের সকলের বিষয়ে আমি কথা বলছি না; আমি জানি কাকে বেছে নিয়েছি। কিন্তু শাস্ত্রের এই বচনটা পূর্ণ হওয়া চাই যে আমার রুটি খেত, সে আমার বিরুদ্ধে পা বাড়িয়েছে।
19 তা ঘটবার আগেই আমি এখন তোমাদের বলে রাখছি, তা যখন ঘটবে, তখন তোমরা যেন বিশ্বাস কর যে, আমিই আছি।
20 আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আমি যাকে পাঠাই, তাকে যে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, এবং আমাকে যে গ্রহণ করে, সে তাঁকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন।'
21 এই সমস্ত কথা বলার পর যিশু আত্মায় কম্পিত হলেন, এবং সাক্ষ্য দিয়ে বললেন, ‘আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমার প্রতি বিশ্বাসঘাতকতা করবে।'
22 তিনি যে কার কথা বলছেন, শিষ্যেরা তা সঠিকভাবে বুঝতে না পেরে একে অপরের দিকে তাকাতে লাগলেন।
23 তাঁর শিষ্যদের মধ্যে একজন—যিশু যাঁকে ভালবাসতেন যিশুর কোলে হেলান দিয়ে বসে ছিলেন;
24 সিমোন পিতর তাঁকে ইশারা করে বললেন, 'বল, তিনি যার কথা বলছেন, সে কে?'
25 তাই শিষ্যটি সেভাবে বসে থেকে যিশুর বুকের দিকে মাথা কাত হয়ে তাঁকে বললেন, “প্রভু, সে কে?
26 যিশু উত্তর দিলেন, 'রুটির টুকরোটা ডুবিয়ে আমি যাকে দেব, সে-ই।' আর তখন তিনি রুটির টুকরোটা ডুবিয়ে নিয়ে তা সিমোন ইফারিয়োতের ছেলে ঘুদাকে দিলেন।
27 আর সেই রুটি-টুকরোর সাথে সাথেই শয়তান তাঁর অন্তরে ঢুকল। তখন যিশু তাঁকে বললেন, “তুমি যা করতে যাচ্ছ, তা শীঘ্রই করে ফেল।
28 যাঁরা ভোজে বসে ছিলেন, তাঁদের কেউই বুঝতে পারলেন না যে, তিনি কিসের জন্য এই কথা বলেছিলেন :
29 টাকার বাক্স যুদার কাছে থাকত বিধায় কেউ কেউ মনে করলেন, যিশু তাঁকে বলেছিলেন, “পর্ব উপলক্ষে আমাদের যা কিছু দরকার, তা কিনে আন। কিংবা তাঁকে গরিবদের কিছু দিতে বলেছিলেন।
30 রুটির টুকরোটা গ্রহণ করে নিয়ে তিনি তখনই বেরিয়ে গেলেন—আর রাত্রি হল !
31 তিনি চলে গেলে যিশু বললেন, 'এখন মানবপুত্র গৌরবান্বিত হলেন, এবং - ঈশ্বর তাঁর মধ্যে গৌরবান্বিত হলেন।
32 ঈশ্বর যখন তাঁর মধ্যে গৌরবান্বিত হলেন, তখন ঈশ্বরও নিজের মধ্যে তাঁকে গৌরবান্বিত করবেন, আর তাঁকে এখনই গৌরবান্বিত করবেন।
33 বৎসেরা, আমি এখন আর অল্পকালের মত তোমাদের সঙ্গে আছি; তোমরা আমাকে খুঁজবে, আর আমি ইহুদীদের যেমন বলেছিলাম, এখন তেমনি তোমাদেরও বলছি, আমি যেখানে যাচ্ছি, তোমরা সেখানে আসতে পার না।
34 এক নতুন আজ্ঞা তোমাদের দিচ্ছি: তোমরা পরস্পরকে ভালবাস। আমি যেমন তোমাদের ভালবেসেছি, তেমনি তোমরাও পরস্পরকে ভালবাস।
35 তোমরা যে আমার শিষ্য, তা সকলে এতেই বুঝতে পারবে, যদি পরস্পরের প্রতি তোমাদের ভালবাসা থাকে।
36 সিমোন পিতর তাঁকে বললেন, 'প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যিশু তাঁকে উত্তর দিলেন, 'আমি যেখানে যাচ্ছি, সেখানে তুমি এখন আমার অনুসরণ করতে পার না, পরেই অনুসরণ করবে।
37 পিতর তাঁকে বললেন, 'প্রভু, আপনাকে এখনই অনুসরণ করতে পারি না কেন? আপনার জন্য আমি তো প্রাণ দেব!
38 যিশু উত্তর দিলেন, “তুমি কি আমার জন্য প্রাণ দেবে? আমি তোমাকে সত্যি সত্যি বলছি, । তুমি আমাকে তিনবার অস্বীকার না করা পর্যন্ত মোরগ ডাকবে না।”