Index

জেফানিয়া - Chapter 3

1 সেই বিদ্রোহিণী ও কলুষিতা নগরীকে ধিক্! সেই গর্বিতা নগরীকে ধিক্ !
2 সে বাধ্যতা স্বীকার করেনি, শাসন মানেনি, প্রস্তুতে ভরসা রাখেনি, তার পরমেশ্বরের কাছে এগিয়ে আসেনি।
3 তার মধ্যে তার নেতারা গর্জমান সিংহের মত, তার বিচারকেরা এমন সন্ধ্যাকালীন নেকড়ের মত, যেগুলো সকালের জন্য কিছুমাত্র বাকি রাখে না।
4 তার নবীরা দাম্ভিক, ছলনাপূর্ণ মানুষ। তার যাজকেরা যা কিছু পবিত্র তা অপবিত্র করে, বিধান লঙ্ঘন করে।
5 তার মধ্যে প্রভু ধর্মশীল, তিনি অন্যায় করেন না ; প্রতি সকালে তিনি তার বিচার সম্পাদন করেন, হ্যাঁ, প্রতিদিন সকালে তাই করেন, ত্রুটি করেন না। কিন্তু অন্যায়কারী লজ্জাবোধ করে না।
6 আমি জাতিগুলিকে উচ্ছেদ করেছি, তাদের উচ্চ দুর্গগুলি বিধ্বস্ত হয়েছে। আমি তাদের পথ জনশূন্য করেছি, তা দিয়ে কেউ আর চলে না: তাদের নগরগুলি লুপ্ত হয়েছে, সেখানে আর কেউ বাস করে না।
7 আমি ভাবছিলাম : 'তুমি অন্তত এবার আমাকে ভয় করবে, অন্তত এবার আমার শাসন মেনে নেবে। যত শান্তি আমি তাদের উপরে নামিয়ে আনলাম, তাদের দৃষ্টি থেকে সেগুলোর একটাও মিলিয়ে যাবে না।' কিন্তু আমি যতবার আমার যত্ন দেখিয়েছি, ততবার তারা নিজেদের সকল কাজ বিকৃত করতে ব্যস্ত হল।
8 সুতরাং আমারই জন্য তোমরা অপেক্ষা কর প্রভুর উক্তি— সেই দিনেরই জন্য যখন আমি উঠে দাঁড়াব অভিযোগ তুলতে কারণ আমি সিদ্ধান্ত নিলাম : বিজাতিদের সংগ্রহ করব, রাজ্যসকলকে জড় করব : তাদের উপর আমার রোষ, আমার সমস্ত উত্তপ্ত ক্রোধ ঢেলে দেব, কারণ আমার উত্তপ্ত প্রেমের আগুনে সারা পৃথিবীকে গ্রাস করা হবে।
9 তখন আমি জাতিসকলকে দেব বিশুদ্ধ ওষ্ঠ, সকলে যেন করে প্রভুর নাম, যেন একই জোয়ালের অধীন হয়ে তাঁকে সেবা করে।
10 ইথিওপিয়ার নদনদীর ওপার থেকে আমার উপাসকেরা, আমার সেই বিক্ষিপ্ত জনগণ আমার কাছে আনবে উপহার।
11 সেদিন তুমি আর লজ্জা করবে না সেই সমস্ত অপকর্মের জন্য যা তুমি সাধন করেছ আমার বিরুদ্ধে। কারণ সেদিন আমি তোমার মধ্য থেকে তোমার যত গর্বিত দর্পিত মানুষকে দূরে সরিয়ে দেব, আর আমার পবিত্র পর্বতের উপর তুমি উদ্ধতভাবে আর ব্যবহার করবে না।
12 তোমার মধ্যে আমি বিনম্র ও দীনহীন এক জাতিকে অবশিষ্ট রাখব ইস্রায়েলের এ অবশিষ্ট অংশ প্রভুর নামেই আশ্রয় নেবে।
13 তারা অপকর্ম করবে না, বলবে না মিথ্যা কথা, তাদের মুখে খুঁজে পাওয়া যাবে না প্রতারক জিহ্বা। তারা চরে বেড়াবে, তারা বিশ্রাম করবে, তাদের ভয় দেখাবে এমন কেউ থাকবে না।
14 সানন্দে চিৎকার কর, সিয়োন কন্যা! জয়ধ্বনি তোল, ইস্রায়েল! আনন্দ কর, সমস্ত হৃদয় দিয়ে উল্লাস কর, যেরুসালেম কন্যা!
15 প্রভু তোমার দণ্ডাজ্ঞা ফিরিয়ে নিয়েছেন, তোমার শত্রুকে হটিয়ে দিয়েছেন। প্রভুই তোমার অন্তঃস্থলে রাজা, হে ইয়ায়েল ভয় করার মত আর কোন অমঙ্গল থাকবে না।
16 সেইদিন যেরুসালেমকে বলা হবে : “সিয়োন, ভয় করো না, তোমার হাত শিথিল না হোক !
17 তোমার পরমেশ্বর প্রভু রয়েছেন তোমার অন্তঃস্থলে, ত্রাণকর্তাই সেই বীর! তিনি তোমাকে নিয়ে আনন্দে মেতে উঠবেন, তাঁর ভালবাসা দ্বারা তোমাকে নবীভূত করবেন, তোমার জন্য আনন্দচিৎকারে ফেটে পড়বেন।
18 যারা পর্বোৎসব-বঞ্চিত ছিল, তাদের আমি জড় করি, তোমা থেকে অমঙ্গল দূর করে দিলাম, যেন তোমাকে দুর্নামের বোঝা আর বহন করতে না হয়।
19 দেখ, সেসময়ে আমি তোমার সকল অত্যাচারীকে উচ্ছেদ করব, ঘোড়া মেষগুলোকে পরিত্রাণ করব, বিক্ষিপ্ত মেষগুলোকে সংগ্রহ করব, এবং সারা পৃথিবী জুড়ে যেখানে তারা ছিল লজ্জার বস্তু, সেখানে তাদের আমি প্রশংসা ও সুনামেরই পাত্র করব।
20 সেসময়ে আমি নিজেই তোমাদের চালনা করব, সেসময়ে তোমাদের সংগ্রহ করব, পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তোমাদের করব সুনাম ও প্রশংসাবাদের পাত্র, কারণ তখন আমি তোমাদের চোখের সামনে তোমাদের দশা ফেরাব—একথা বলছেন স্বয়ং প্রভু।