1 আমোনের সন্তান যুদা রাজ যোসিয়ার সময়ে প্রভুর এই বাণী জেফানিয়ার কাছে এসে উপস্থিত হল ; জেফানিয়া কুশির সন্তান, কুশি গেদালিয়ার সন্তান, গেদালিয়া আমারিয়ার সন্তান, আমারিয়া হেজেকিয়ার সন্তান।
2 আমি পৃথিবীর বুক থেকে সবকিছুই সংহার করব, প্রভুর উক্তি।
3 আমি মানুষ ও পশু সবই সংহার করব, আমি আকাশের পাখি ও সমুদ্রের মাছ সবই সংহার করব, দুর্জনদের আমি ভূপাতিত করব। হ্যাঁ, আমি পৃথিবীর বুক থেকে মানুষকে উচ্ছেদ করব—প্রভুর উক্তি।
4 আমি যুদার বিরুদ্ধে ও যেরুসালেম অধিবাসীদের বিরুদ্ধে হাত বাড়াব, এই স্থান থেকে বায়াল দেবের শেষাংশকে তার পূজারিদের নাম পর্যন্তই আমি উচ্ছেদ করব ;
5 তাদেরও উচ্ছেদ করব, যারা ছাদের উপরে আকাশ-বাহিনীর উদ্দেশে প্রণিপাত করে যারা প্রভুর উদ্দেশে প্রণিপাত করে কিন্তু মিল্কমের দিব্যি দিয়ে শপথ করে,
6 যারা প্রভুর অনুগমন থেকে সরে যায়, যারা প্রভুর অন্বেষণ করে না, তাঁর অভিমতও অনুসন্ধান করে না।
7 প্রভু পরমেশ্বরের সম্মুখে নীরব হও, কারণ প্রভুর দিন কাছে এসে গেছে ! প্রভু এক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁর নিমন্ত্রিতদের নিজের উদ্দেশে পবিত্র করেছেন।
8 প্রভুর সেই যজ্ঞানুষ্ঠানের দিনে আমি যত অমাত্য ও রাজপুত্রকে, এবং যারা বিজাতীয় পোশাক পরে, তাদের সকলকে শাস্তি দেব ;
9 যারা চৌকাটের নিম্ন অংশ ডিঙিয়ে যায়, যারা তাদের দেবালয় শোষণে ও ছলনায় পূর্ণ করে, সেইদিন আমি তাদের সকলকে শাস্তি দেব।
10 সেইদিন —প্রভুর উক্তি- মৎস্যদ্বার থেকে হাহাকারের সুর, নতুন বসতিস্থান থেকে গর্জনধ্বনি, ও গিরিমালা থেকে মহা কোলাহলের শব্দ শোনা হবে।
11 তোমরা যারা বাজারের অধিবাসী, তোমরা চিৎকার কর, কেননা ব্যবসায়ীর সেই ভিড় বিলুপ্ত হয়েছে, সকল অর্থবাহক উচ্ছিন্ন হয়েছে।
12 সেসময়ে আমি প্রদীপ জ্বেলে যেরুসালেমকে তন্ন তন্ন করে অনুসন্ধান করব ; আর যত লোকে নিশ্চিন্ত হয়ে নিজ নিজ গাদের উপরে নির্ভর ক'রে একথা ভাবে যে, প্রভু মঙ্গল অমঙ্গল কিছুই ঘটাতে সক্ষম নন, ' আমি তাদের শাস্তি দেব।
13 তাদের সম্পদ লুট করা হবে, তাদের ঘর ধ্বংস করা হবে। তারা বাড়ি গাঁথবে, কিন্তু সেগুলোতে বাস করবে না, আঙুরলতা পুঁতবে, কিন্তু তার আঙুররস পান করবে না।
14 প্রস্তুর মহাদিন কাছে এসে গেছে, তা কাছে এসে গেছে, অতি দ্রুতপদেই এগিয়ে আসছে। একটা কণ্ঠস্বর : প্রভুর দিন তিক্ততার দিন! একজন বীরপুরুষও চিৎকার করে একথা বলছে।
15 সেই দিন কোপেরই দিন, সঙ্কট ও ক্লেশের দিন, বিলোপ ও সর্বনাশের দিন, তমসা ও কালিমার দিন, মেঘ ও অন্ধকারের দিন,
16 সিংহনাদ ও রণধ্বনির দিন, যা যত সুরক্ষিত নগর ও উচ্চ দুর্গের বিরুদ্ধে।
17 আমি মানুষকে এতই সঙ্কটাপন্ন করব যে, তারা অন্ধের মতই হেঁটে বেড়াবে, কারণ তারা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে : তাদের রক্ত কাদার মত ও তাদের অন্ত্ররাজি গোবরের মত ঢালা পড়বে।
18 তাদের রুপো বা তাদের সোনাও তাদের বাঁচাতে পারবে না। প্রভুর কোপের দিনে তাঁর উত্তপ্ত প্রেমের আগুনে সমগ্র পৃথিবীকে গ্রাস করা হবে, কারণ তিনি পৃথিবীর সকল অধিবাসীর আকস্মিক সর্বনাশ ঘটাবেন।