Index

যোয়েল - Chapter 3

1 এরপর আমি সমস্ত মর্তদেহের উপর আমার আত্মা বর্ষণ করব; তোমাদের ছেলেমেয়ে সকলেই নবী হয়ে উঠবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে :
2 সেই দিনগুলিতে আমি দাস ও দাসীদের উপরেও আমার আত্মা বর্ষণ করব;
3 আকাশে ও পৃথিবীতে অলৌকিক লক্ষণ দেখাব : রক্ত, আগুন ও ধোঁয়া-স্তম্ভ।
4 প্রভুর দিনের আগমনের আগে, সেই মহা ও ভয়ঙ্কর দিনের আগে সূর্য অন্ধকারে, ও চাঁদ রক্তে পরিণত হবে।
5 যে কেউ প্রভুর নাম করবে, সে নিষ্কৃতি পাবে : কারণ প্রভুর বাণীমত সিয়োন পর্বতে ও যেরুসালেমে এমন দল থাকবে যারা রেহাই পেয়েছে; এবং যারা বেঁচেছে, তাদেরও মধ্যে এমন দল থাকবে, প্রভু যাদের আহ্বান করবেন।