Index

যোয়েল - Chapter 1

1 প্রভুর বাণী, যা পেথুয়েলের সন্তান যোয়েলের কাছে এসে উপস্থিত হল।
2 হে প্রবীণ সকল, একথা শোন ; হে দেশবাসী সকলে, কান দাও। তোমাদের দিনগুলিতে কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে কি তেমন কিছু ঘটেছে?
3 তোমরা তোমাদের সন্তানদের কাছে এর বর্ণনা দাও, এবং তারা তাদের নিজ নিজ সন্তানদের কাছে, আবার সেই সন্তানেরা আগামী প্রজন্মের কাছে এর বর্ণনা দিক।
4 শুঁয়াপোকা যা রেখে গেছে, পঙ্গপালে তা খেয়ে ফেলেছে; পঙ্গপালে যা রেখে গেছে, তা পতঙ্গে খেয়ে ফেলেছে, পতঙ্গে যা রেখে গেছে, তা ঘুরঘুরে খেয়ে ফেলেছে।
5 হে মাতাল সকল, জেগে ওঠ, চোখের জল ফেল ; হে আঙুররস পান কর যারা, তোমরা সকলে চিৎকার কর সেই নতুন আঙুররসের জন্য, যা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হচ্ছে।
6 কেননা আমার দেশ জুড়ে এমন এক জাতি ছড়িয়ে পড়েছে, যা বলবান ও অগণন, যার দাঁত সিংহের দাঁতের মত, যার চোয়াল সিংহীর চোয়ালের মত।
7 সে আমার যত আঙুরলতা উৎসন্ন করেছে আমার যত ডুমুরগাছ ত্বকশূন্য করেছে, সেগুলোর ছাল খুলে ফেলেছে, সবই ভেঙে ফেলেছে, আর সেগুলোর শাখা সব সাদা হয়ে পড়েছে।
8 তুমি এমন কুমারীর মত বিলাপ কর, যে যৌবনকালের বরের শোকে চটের কাপড় পরা।
9 প্রভুর গৃহ থেকে শস্য-নৈবেদ্য ও পানীয়-নৈবেদ্য সবই কেড়ে নেওয়া হয়েছে, প্রভুর সেবাকর্মে নিযুক্ত যারা, সেই যাজকেরা শোকপালন করছে।
10 মাঠ বিধ্বস্ত, ভূমি শোকার্ত কেননা শস্য বিধ্বস্ত, নতুন আঙুররস বিফল, তেল সমাপ্ত।
11 হে কৃষকেরা, দুশ্চিন্তায় পড়, হে আঙুরখেতের পালকেরা, গম ও যবের জন্য চিৎকার কর, মাঠের ফসল যে নষ্ট হয়েছে !
12 আঙুরলতা এবার শুষ্ক, ডুমুরগাছ ম্লান ; ডালিম, খেজুর, আপেল, ও মাঠের সমস্ত গাছ শুষ্ক হয়েছে: আদমসন্তানদের মধ্যে পুলক শুকিয়ে গেছে!
13 যাজকেরা, চটের কাপড় কোমরে জড়িয়ে বিলাপ কর যজ্ঞবেদির সেবক যারা, তোমরাও চিৎকার কর; এসো, আমার পরমেশ্বরের সেবক যারা, চটের কাপড়ে সারারাত জেগে কাটাও, কারণ তোমাদের পরমেশ্বরের গৃহ শস্য-নৈবেদ্য ও পানীয়-নৈবেদ্য থেকে বঞ্চিত।
14 উপবাস পালনে নিজেদের পবিত্র কর, জনসভা আহ্বান কর, তোমাদের পরমেশ্বর প্রভুর গৃহে প্রবীণদের ও দেশনিবাসী সকলকে সমবেত কর, প্রভুর কাছে হাহাকার করে বল :
15 হায় হায়, সেই দিন। প্রভুর সেই দিন কাছেই এসে গেছে, দিনটি যে বিনাশকের কাছ থেকে সর্বনাশের মতই আসছে !
16 আমাদের চোখের সামনে থেকে কি খাদ্য মিলিয়ে যায়নি? আমাদের পরমেশ্বরের গৃহ থেকে কি আনন্দ ও উল্লাস উচ্ছিন্ন হয়নি?
17 যত বীজ ঢেলার নিচে পচে গেছে, গোলাঘর সবই শূন্য, শস্যাগার বিধ্বস্ত, কারণ ফসল ম্লান হয়ে পড়েছে।
18 গবাদি পশু কেমন ডাকছে ! বলদপাল সবই দিশেহারা হয়ে বেড়াচ্ছে, কারণ তাদের জন্য আর চারণমাঠ নেই : মেষপালও একই দণ্ড বহন করছে।
19 প্রভু, তোমার কাছেই আমি চিৎকার করি, কারণ আগুন প্রান্তরের চারণভূমি গ্রাস করেছে, তার শিখা মাঠের যত গাছপালা পুড়িয়ে ফেলেছে।
20 বন্যজন্তুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে, কারণ জলস্রোত সবই শুষ্ক হয়েছে, এবং আগুন প্রান্তরের চারণভূমি গ্রাস করেছে।