Index

যোয়েল - Chapter 2

1 সিয়োনে তুরি বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ তোল! দেশনিবাসী সকলে কম্পিত হোক, কারণ প্রভুর দিন আসছে, হ্যাঁ, সেই দিন কাছেই এসে গেছে :
2 তমসা ও কালিমার দিন, মেঘ ও অন্ধকারের দিন। পাহাড়পর্বতের উপরে বলবান এক মহাজাতি ঊষার মত ছড়িয়ে পড়ছে; তার মত জাতি অনাদিকাল থেকে কখনও হয়নি, তার পরে পুরুষানুক্রমের ভাবী বছরগুলিতেও হবে না।
3 সেই জাতির আগে আগে আগুন সবই গ্রাস করে, তার পিছু পিছু অগ্নিশিখা জ্বলতে থাকে ; তার আগে দেশটি যেন এদেন বাগান, তার পিছনে উৎসন্ন মরুপ্রান্তর, কিছুই রেহাই পায় না।
4 তারা দেখতে ঘোড়ার মত, দ্রুতগামী অশ্বের মত তারা ছুটে চলে,
5 বহু রথের আওয়াজের মত শব্দ ক'রে তারা পর্বতচূড়ার উপরে লাফ দিতে দিতে ছোটে, খড়কুটো পুড়িয়ে ফেলে এমন অগ্নিশিখার মতই তাদের শব্দ, তারা যুদ্ধের জন্য শ্রেণিবদ্ধ বলবান জাতির মত।
6 তাদের দেখে জাতিসকল সন্ত্রাসিত, সকলের মুখ ফেকাশে হয়ে পড়ে।
7 বীরের মতই তারা দৌড়ে আসে, এমন যোদ্ধাদের মত যারা নগরপ্রাচীরে ওঠে: তারা প্রত্যেকে নিজ নিজ পথ ধরে এগিয়ে চলে, এপাশ ওপাশ কেউই করে না।
8 তারা একে অন্যের উপরে চাপাচাপি করে না, প্রত্যেকে নিজ নিজ পথে সোজা এগিয়ে চলে; তীর-বর্ষণের মধ্যেও তাদের সারিবদ্ধতা ভাঙে না।
9 তারা নগরের উপরে লাফিয়ে পড়ে, প্রাচীরের উপরে হঠাৎ দৌড়ে আসে, ঘর-বাড়ির উপরে ওঠে, জানালা দিয়ে প্রবেশ করে চোরের মত।
10 তাদের আগমনে পৃথিবী কম্পান্বিত, আকাশমণ্ডল আলোড়িত, সূর্য-চন্দ্র অন্ধকারময় হয়ে পড়ে তারানক্ষত্রের বিভাও ম্লান হয়ে পড়ে।
11 সৈন্যশ্রেণীর অগ্রভাগে প্রভু নিজ বজ্রকণ্ঠ ধ্বনিত করছেন, তাঁর সেনাদল যে সত্যিই মহান, তাঁর বাণীর সাধকও যে অধিক শক্তিশালী, হ্যাঁ, প্রভুর দিন যে সত্যি মহান ও মহাভয়ঙ্কর : তা সহ্য করবে এমন সাধ্য কার?
12 তাই এখন—প্রভুর উক্তি—তোমরা সমস্ত হৃদয় দিয়ে, এবং উপবাস, কান্না ও বিলাপ – তেমন সাধনা করেই আমার কাছে ফিরে এসো।'
13 তোমাদের পোশাক নয়, হৃদয়ই ছিঁড়ে ফেল, তোমাদের পরমেশ্বর প্রভুর কাছে ফিরে এসো, তিনি যে দয়াবান, স্নেহশীল, ক্রোধে ধীর, কৃপায় ধনবান ; অমঙ্গল সাধন করে তিনি দুঃখ পান।
14 কে জানে, হয় তো তিনি এবারও দুঃখ পেয়ে পিছনে রেখে যাবেন একটা আশীর্বাদ, অর্থাৎ আমাদের পরমেশ্বর প্রভুর উদ্দেশে একটা শস্য-নৈবেদ্য ও পানীয়-নৈবেদ্য।
15 সিয়োনে তুরি বাজাও, উপবাস পালনে নিজেদের পবিত্র কর, মহাসভা আহ্বান কর।
16 গোটা জনগণকে সমবেত কর, জনসমাবেশ আহ্বান কর, বৃদ্ধদের একত্রে ডাক, ছেলেমেয়ে ও দুধের শিশু সকলকেই জড় কর, বর বাসর থেকে, কনেও মিলন কক্ষ থেকে বেরিয়ে আসুক।
17 বারান্দার ও বেদির মাঝখানে দাঁড়িয়ে প্রভুর পরিচারক যাজকেরা কাঁদতে কাঁদতে বলুক, “হে প্রভু, তোমার জনগণকে রেহাই দাও। তোমার উত্তরাধিকার বিজাতীয়দের টিটকারি ও উপহাসের পাত্র হবে, তেমন লজ্জায় তাকে ফেলে দিয়ো না।' জাতিসকলের মধ্যে কেনই বা বলা হবে : ‘কোথায় ওদের পরমেশ্বর ?"
18 তখন প্রভু নিজের দেশের বিষয়ে উত্তপ্ত প্রেমের জ্বালায় জ্বলে উঠে তাঁর আপন জনগণের প্রতি দয়ায় বিগলিত হলেন।
19 তাঁর আপন জনগণকে উত্তর দিয়ে প্রভু বললেন : “দেখ, আমি তোমাদের কাছে গম, আঙুররস ও তেল প্রেরণ করছি, যতক্ষণ না তোমরা পরিতৃপ্ত হও ; না, তোমাদের আমি বিজাতীয়দের টিটকারির পাত্র আর কখনও করব না।
20 বরং আমি তোমাদের কাছ থেকে সেই উত্তর দেশীয় শত্রুকে দূর করে দেব, তাকে শুষ্ক ও উৎসন্ন দেশে তাড়িয়ে দেব : তার অগ্রভাগ পুব সমুদ্রের দিকে ও তার পশ্চাদ্ভাগ পশ্চিম সমুদ্রের দিকে ঠেলে দেব। তখন তার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, তার পূতিগন্ধ উঠবে, কারণ সে যথেষ্ট কুকর্ম সাধন করেছে।'
21 হে দেশভূমি, ভয় করো না, উল্লাস কর, আনন্দিত হও, কারণ প্রভু মহা মহা কাজ সাধন করেছেন।
22 হে বন্যজন্তু, ভয় করো না, কারণ প্রান্তরের চারণভূমিতে ঘাস আবার গজিয়ে উঠল, গাছপালা ফলবান হচ্ছে, আঙুরলতা ও ডুমুরগাছ তেজ দেখাচ্ছে।
23 হে সিয়োন-সন্তানেরা, উল্লসিত হও, তোমাদের পরমেশ্বর প্রভুতে আনন্দ কর, কারণ তিনি ঠিক পরিমাণে তোমাদের বৃষ্টি দান করেন, এবং আগের মত তোমাদের জন্য প্রথম ও শেষ বর্ষার জল নামিয়ে আনেন।
24 খামার শস্যে পরিপূর্ণ হবে, মাড়াইকুণ্ড আঙুররস ও তেলে উথলে উঠবে।
25 আর পঙ্গপাল, পতঙ্গে, ঘুরঘুরে ও শুঁয়াপোকা—এই যে বিরাট বাহিনীকে আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম, তারা যে যে বছরের ফসল গ্রাস করেছিল, আমি তার ক্ষতিপূরণ করব।
26 তোমরা প্রচুর খাদ্য খাবে, তৃপ্তির সঙ্গেই খাবে, এবং তোমাদের পরমেশ্বর প্রভুর নামের প্রশংসা করবে, যিনি তোমাদের মাঝে আশ্চর্য কর্মকীর্তি সাধন করেছেন : আমার আপন জনগণের জন্য আর লজ্জা নয় !
27 তখন তোমরা জানবে যে আমি ইস্রায়েলের মাঝে আছি : আমিই, প্রভু তোমাদের সেই পরমেশ্বর, অন্য কেউ নয়। আমার আপন জনগণের জন্য আর লজ্জা নয়!