Index

হাবাকুক - Chapter 3

1 নবী হাবাকুকের প্রার্থনা : সুর : বিলাপগানের সুর।
2 প্রভু, আমি শুনেছি তোমার যশের কথা, প্রভু, তোমার কাজের জন্য আমি আতঙ্কিত, আমাদের এই দিনগুলিতে তা পুনরুজ্জীবিত কর আমাদের এই দিনগুলিতে আবার তা জ্ঞাত কর, তোমার ক্রোধে স্নেহ স্মরণ কর।
3 পরমেশ্বর তেমান থেকে আসছেন, সেই পবিত্রজন পারান পর্বত থেকে আসছেন, আকাশমণ্ডল তাঁর প্রভায় আবৃত, পৃথিবী তাঁর প্রশংসায় পরিপূর্ণ।
4 আলোর মতই তাঁর বিকিরণ, তাঁর হাত থেকে দু'টো রশ্মি বহির্গত, সেইখানে তাঁর শক্তি লুক্কায়িত।
5 তাঁর আগে আগে মহামারী চলে, তাঁর পাদচিহ্নে মড়ক এগিয়ে যায়।
6 তিনি দাঁড়ালে পৃথিবীকে কাঁপিয়ে তোলেন, তিনি লক্ষ করলে জাতিগুলিকে কম্পান্বিত করেন; সনাতন পর্বতমালা খণ্ড-বিখণ্ড হয়, সনাতন গিরিমালা নত হয় : অনাদিকালীন তাঁর গতি।
7 আমি দেখলাম, কুশানের যত তাঁবু আতঙ্কিত, মিদিয়ান দেশের যত আবাস আলোড়িত।
8 প্রভু, তুমি কি নদনদীর প্রতি ক্ষুব্ধ ? তোমার ক্রোধ কি নদনদীর উপরে জ্বলে ওঠে? কিংবা সমুদ্রের উপরেই তুমি কি কুপিত যে, তোমার অশ্বগুলি ও তোমার জয়রথগুলিতে চড়?
9 তোমার ধনুক এখন একেবারে অনাবৃত, তুমি বহু বহু তীর ছিলায় লাগাও। তুমি নদনদী দ্বারা পৃথিবীর বুক দীর্ণ-বিদীর্ণ কর ;
10 তোমাকে দেখে পাহাড়পর্বত কেঁপে ওঠে, প্রচণ্ড জলরাশি ভেসে যায়, অতল গহ্বর মহাগর্জন তোলে, ও ঊর্ধ্বের দিকে হাত বাড়ায়।
11 সূর্য ও চন্দ্র নিজ নিজ বাসস্থানে দাঁড়িয়ে থাকে, তোমার তীরগুলির দীপ্তিতে, তোমার বর্শার উজ্জ্বল তেজে তারা পালায়।
12 সক্রোধে তুমি পৃথিবী পেরিয়ে গেছ, সকোপে জাতিগুলিকে পায়ের নিচে মাড়িয়ে দিয়েছ।
13 তুমি বেরিয়ে পড়েছ তোমার জনগণকে পরিত্রাণ করতে, তোমার তৈলাভিষিক্তজনকে পরিত্রাণ করতে দুর্জন-কুলের নেতাকে তুমি চূর্ণ করেছ, মাথা থেকে পা পর্যন্ত তাকে অনাবৃত করেছ ;
14 তোমার তীর দ্বারা তুমি তার যোদ্ধাদের নেতাকে বিধিয়ে ফেলেছ, যখন তারা ঘূর্ণিবায়ুর মত আমাকে ছত্রভঙ্গ করতে আসছিল ; তারা দুঃখীকে গোপনে গ্রাস করার জন্য কতই না আনন্দ করছিল!
15 তোমার অশ্বগুলি চড়ে তুমি পথ চলেছ সাগরের মধ্য দিয়ে ফুলন্ত জলরাশির মাঝে।
16 আমি শুনলেই অন্তর কেঁপে উঠল, সেই শব্দে আমার ওষ্ঠ হল শিহরিত, ক্ষয় ধরল হাড়ে, নিচে পা দু'টো হল কম্পান্বিত। নিশ্চুপ হয়ে সেই সঙ্কটের দিনের অপেক্ষায় আছি, যেদিন এসে পড়বে আমাদের আক্রমণকারী জাতির উপর।
17 ডুমুরগাছ দেবে না মুকুল, আঙুরলতায় ধরবে না ফল, জলপাইয়ের ফসল হবে বিফল, আমাদের খেত খাদ্য দেবে না, ঘেরি থেকে বিলীন হবে মেষপাল, গোয়ালে থাকবে না কোন গবাদি পশু।
18 আমি কিন্তু প্রভুতে উল্লাস করব, আমার ত্রাতা পরমেশ্বরে মেতে উঠব।
19 পরমেশ্বর প্রভু আমার শক্তি, তিনি হরিণীর মতই দ্রুত করেন আমার পা, তিনি উঁচুস্থানে আমাকে চালনা করেন। গানবাজনার পরিচালকের জন্য। তার-বাদ্যযন্ত্রগুলিতে।