Index

হাবাকুক - Chapter 2

1 আমি আমার প্রহরী-ঘাঁটিতে দাঁড়াব, দুর্গমিনারে নিজেকে মোতায়েন রাখব : তিনি আমাকে কী বলবেন, আমার অনুযোগে তিনি কী উত্তর দেবেন, তা জানবার জন্য আমি সতর্ক দৃষ্টি রাখব।
2 তখন প্রভু উত্তর দিয়ে আমাকে বললেন, ই দর্শনের কথা লেখ, লিপিফলকে তা স্পষ্ট অক্ষরে লেখ, পাঠক যেন অনায়াসে তা পড়তে পারে।
3 কারণ এই দর্শন একটা নিরূপিত কাল লক্ষ করে, তা সিন্ধিলাভের আকাঙ্ক্ষা করে, কোন মিথ্যা বলবে না; দেরি করলেও তুমি তার প্রতীক্ষায় থাক, কারণ তার আগমন আবশ্যক, তত দেরি করবে না।'
4 দেখ, যার অন্তর সরল নয়, তার প্রাণের পতন হবে, কিন্তু যে ধার্মিক, সে তার বিশ্বস্ততা গুণে বাঁচবে।
5 আবার, ধনসম্পদ ভ্রান্তিজনক ; সেই অভিমানী সংস্থিত হয়ে থাকবে না, পাতালের মতই বিস্তীর্ণ তার মুখ, মৃত্যুর মত তারও কখনও তৃপ্তি হয় না; সে সকল দেশ নিজের কাছে আকর্ষণ করে, নিজের জন্য সকল জাতিকে জড় করে।
6 সকলে কি তাকে নিয়ে ঠাট্টা-তামাশা করবে না? তাকে নিয়ে কি হাস্যকর গল্প তৈরি করবে না? লোকে বলবে : ধিক্ তাকে, যে এমন ধন জমিয়ে রাখে যা তার নয়, —কতদিনের জন্য— যে বন্ধকী দ্রব্যের ভারে নিজেই ভারী হয়।
7 তোমার পাওনাদারেরা কি হঠাৎ উঠবে না? তোমার কর আদায়কারীরা জেগে উঠলেই তুমি কি তাদের শিকার হবে না?
8 তুমি বহু বহু দেশের সম্পত্তি লুট করেছ, তাই অন্য জাতিগুলি তোমার সম্পত্তি লুট করবে : কারণ তুমি মানুষের রক্তপাত করেছ, এবং দেশ, নগরী ও নগরবাসীদের উৎপীড়ন করেছ।
9 ধিক্ তাকে, যে নিজের কুলের জন্য অন্যায় অর্থ সংগ্রহ করে, যেন নিজের নীড় উচ্চতে বাঁধতে পারে, যেন অমঙ্গলের হাত থেকে উদ্ধার পেতে পারে।
10 তোমার নিজের কুলকে লজ্জা দিতে তুমি ষড়যন্ত্র করেছ, বহু দেশের উচ্ছেদ ঘটিয়েছ, তুমি তাতে নিজেরই বিরুদ্ধে পাপ করেছ।
11 কেননা দেওয়াল থেকে পাথর নিজেই চিৎকার করবে, ও কাঠামো থেকে কড়িকাঠ তার সঙ্গে পাল্লা দেবে।
12 ধিক তাকে, যে রক্তপাতের উপরে নগর নির্মাণ করে, যে অন্যায়ের উপরে শহর সংস্থাপন করে।
13 দেখ, এ কি সেনাবাহিনীর প্রশ্নর কাজ নয় যে, আগুনের উদ্দেশেই জাতিগুলি পরিশ্রম করে, ও অসারের উদ্দেশেই দেশগুলো শ্রান্ত হয়ে পড়ে?
14 কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন, তেমনি পৃথিবী হবে প্রভুর গৌরবজ্ঞানে পরিপূর্ণ।
15 ধিক্ তাকে, যে নিজের প্রতিবেশীকে পান করায়, তাদের মাতাল করার জন্য যে বিষ ঢালে, যেন উলঙ্গ অবস্থায় তাদের দেখতে পারে।
16 তুমি গৌরবে নয়, লজ্জায়ই পরিপূর্ণ : এবার তোমারই পান করার পালা, এবার তোমারই লিঙ্গের অগ্রচর্ম দেখাবার পালা। প্রভুর ডান হাতের পানপাত্র তোমার দিকেই এবার ফিরছে, হ্যাঁ, জঘন্য লজ্জা তোমার গৌরব আচ্ছাদিত করবে।
17 কারণ লেবাননের প্রতি সাধিত উৎপীড়ন তোমাকেই আচ্ছন্ন করবে ও পশুদের হত্যাকাণ্ড তোমাকে সন্ত্রাসিত করবে: কারণ তুমি মানুষের রক্তপাত করেছ, এবং দেশ, নগরী ও নগরবাসীদের উৎপীড়ন করেছ।
18 দেবমূর্তিতে এমন উপকার কি যে, তার নির্মাতা তা খোদাই করবে? তা তো প্রতিমা ও মিথ্যা মন্ত্র মাত্র ! তার নির্মাতাও কেন সেগুলিতে ভরসা রাখে, যখন সেগুলি বোবা পুতুলমাত্র?
19 ধিক্ তাকে, যে কাঠকে বলে, 'জাগ!' যে বোবা পাথরকে বলে, 'পায়ে উঠে দাঁড়াও!' (এ নবীয় বাণী!) দেখ, তা সোনায় ও রুপোয় মোড়া, কিন্তু তার মধ্যে প্রাণবায়ু নেই।
20 কিন্তু প্রভু তাঁর পবিত্র মন্দিরে বিরাজিত ; তাঁর সম্মুখে সমগ্র পৃথিবী থাকুক নিশ্চুপ !