Index

হাবাকুক - Chapter 1

1 প্রভু, কতকাল আমি সাহায্যের জন্য ডাকব আর তুমি শুনবে না? কতকাল তোমার কানে আমি চিৎকার করব, ‘উৎপীড়ন !’ আর তুমি ত্রাণ করবে না?
2 কেন তুমি আমাকে দুষ্কর্ম দেখাচ্ছ, কেন অত্যাচারের দিকে তাকিয়ে থাকছ? আমার চোখের সামনে শুধু লুটপাট ও উৎপীড়ন : বিচার হলে হুমকিই বিজয়ী।
3 বিধান এখন নিস্তেজ, সুবিচার কখনও দেখা দেয় না ; কেননা দুর্জন ধার্মিককে যুক্তিতে ছাপিয়ে যায়, তাতে বিচার বিকৃত হয়ে পড়ে।
4 তোমরা জাতিসকলের মধ্যে একবার চেয়ে দেখ, রোমাঞ্চিত হও, হতবুদ্ধি হও : কারণ এমন কেউ আছেন যিনি তোমাদের দিনগুলিতে এমন কিছু সাধন করবেন, যা বর্ণনা করলে কেউই বিশ্বাস করবে না।
5 দেখ, আমি কাদীয়দের উত্তেজিত করছি, তারা এমন নিষ্ঠুর ও দুঃসাহসী এক জাতি, যারা পরের ঘর কেড়ে নেবার জন্য বিস্তীর্ণ যত অঞ্চলও পার হয়ে যায়;
6 তারা হিংস্র ও ভয়ঙ্কর, নিজেরাই নিজেদের অধিকার ও প্রাধান্য স্থাপন করে।
7 তাদের ঘোড়া চিতাবাঘের চেয়েও দ্রুতগামী, সন্ধ্যাকালীন নেকড়ের চেয়েও উগ্র ; তাদের অশ্বারোহীরা লাফিয়ে লাফিয়ে চড়ে, তাদের অশ্বারোহীরা দূর থেকে এগিয়ে আসে ; তারা ওড়ে শিকারের উপরে নেমে পড়া ঈগল পাখির মত।
8 তারা সকলে লুটপাটের জন্য এগিয়ে আসছে; অগ্রসর হতে তারা উন্মুখ, বন্দিদের জড় করে বালুকণার মত।
9 রাজাদের বিষয়ে সেই জাতি হাসে, নেতারা তাদের কাছে উপহাসের পাত্র, যত দৃঢ়দুর্গ তাদের কাছে তাচ্ছিল্যের বস্তু, মাটি রাশি রাশি ক'রে তারা সেই দুর্গ কেড়ে নেয়।
10 কিন্তু বাতাস হঠাৎ অন্য দিকে বয়, তখন দোষী হয়ে তারা গত হয় এ তো তাদের দেবতার শক্তি !
11 হে প্রভু, পরমেশ্বর আমার, পবিত্রজন আমার, তুমি কি অনাদিকাল থেকে নেই? আমরা মরব না, প্রভু ! বিচার সম্পাদন করার জন্যই তুমি তাকে নিরূপণ করেছ, হে শৈল, শাস্তি দেবার জন্যই তাকে শক্তিশালী করেছ।
12 তোমার চোখ এমন নির্মল যে, তুমি মন্দ দেখতে পার না, দুষ্কর্মের প্রতিও তাকাতে পার না, তবে দুর্জন যখন ধার্মিককে গ্রাস করে ফেলে, তুমি কেন অপকর্মাদের দেখে নীরব থাক?
13 মানুষকে তুমি কর সাগরের মাছের মত, শাসকবিহীন সামুদ্রিক প্রাণীরই মত।
14 সেই দুর্জন তার বড়শি দিয়ে সকলকে তুলে আনে, জালে ধ'রে তাদের খালুইতে জড় করে, পরে আনন্দোল্লাসে মেতে ওঠে!
15 এজন্য সে তার জালের উদ্দেশে বলি উৎসর্গ করে, তার খালুইয়ের উদ্দেশে ধূপ জ্বালায়, কারণ তা দিয়েই তার ভাল খোরাক জোটে ও তার খাদ্য শাঁসাল হয়।
16 তবে সে কি তার জালের মধ্য থেকে মাছ বের করতে থাকবে ? সে কি মমতা না দেখিয়ে জাতিসকলকে নিরন্তর বধ করে চলবে?