Index

নাহুম - Chapter 2

1 এই দেখ, পাহাড়পর্বতের উপরে তারই চরণ, যে শুভসংবাদ প্রচার করে, শাস্তি ঘোষণা করে! যুদা, তোমার সমস্ত পর্বোৎসব পালন কর, তোমার সমস্ত ব্রত উদযাপন কর, কেননা সেই ধূর্ত আর তোমার মধ্যে যাতায়াত করবে না: সে এখন একেবারে উচ্ছিন্ন!
2 তোমার বিরুদ্ধে ধ্বংসনকারী একজন উঠে আসছে : দুর্গগুলো রক্ষা কর, পথের উপর সতর্ক দৃষ্টি রাখ, কোমর কষে বাঁধ, তোমার সমস্ত শক্তিদল জড় কর।
3 কারণ প্রভু যাকোবের দৃঢ়তা নিয়ে ফিরে আসছেন, তিনিই ইস্রায়েলের দৃঢ়তা! দস্যুরা তাদের তছনছ করে ফেলেছিল, তাদের আঙুরলতাগুলো বিনাশ করেছিল।
4 ওর বীরদের ঢাল রক্তে মাখা, যোদ্ধারা লাল পোশাকে পরিবৃত, ওর সমস্ত রথের লোহা আগুনের মত দীপ্তিময়, আক্রমণ করতে উদ্যত ; বর্ণাগুলোও তৈরী।
5 পথে পথে রথগুলো উন্মাদের মত চলে, রাস্তা-ঘাটে দ্রুত হয়ে যাতায়াত করে, তাদের চেহারা অগ্নিশিখার মত, তারা বিদ্যুতের মত ছুটাছুটি করে।
6 আসিরিয়া-রাজ তাঁর সাহসী নেতাদের স্মরণ করেন, তারা পায়ে হোঁচট খাচ্ছে! প্রাচীরের দিকে দৌড়াদৌড়ি হচ্ছে, অবরোধ-যন্ত্র এবার জায়গায় বসানো হল।
7 নদী-বাঁধের দ্বারগুলো খোলা হয়, রাজপ্রাসাদ আতঙ্কিত হয়ে পড়ে।
8 সেই পরমাসুন্দরীকে নির্বাসনের দেশে নেওয়া হয়, তার দাসীরা কপোতের সুরে হাহাকার করে, বুক চাপড়ায়।
9 নিনিতে ছিল জলে ভরা দিঘির মত; এখন কিন্তু সকলে পালাতক : দাঁড়াও, দাঁড়াও! — কিন্তু কেউ মুখ ফেরায় না।
10 রুপো লুট কর, সোনা লুট কর, কেননা এমন ধন রয়েছে যার সীমা নেই, রাশি রাশি বহুমূল্য রত্নও রয়েছে।
11 ধ্বংস, বিনাশ, উৎসন্নতা! হৃদয় বিগলিত হয়, হাঁটুতে হাঁটুতে ঠেকাঠেকি হয়, সকলের কোমর কাপে, সকলের মুখ কালিবর্ণ।
12 কোথায় সিংহদের সেই আস্তানা, কোথায় যুবসিংহদের সেই গুহা, যেখানে সিংহ, সিংহী ও যুবসিংহেরা যেত আর ভয় দেখাবার মত কেউই থাকত না ?
13 সিংহ তার শাবকদের জন্য যথেষ্ট পশু কেড়ে নিত, তার সিংহীদের জন্য শিকারটির গলা চেপে মারত, নিজের গর্ত যত মরা পশুতে ও আস্তানায় দীর্ণ পশুতে পূর্ণ করত।
14 দেখ, আমি তোমার বিপক্ষে বলছেন সেনাবাহিনীর প্রভু। আমি তোমার রথগুলো পুড়িয়ে ধূমে বিলীন করব, এবং খড়্গা তোমার যুবসিংহদের গ্রাস করবে। হ্যাঁ, পৃথিবীতে আমি তোমার জন্য লুটের বস্তু বলে কিছুই রাখব না, তোমার দূতদের কণ্ঠস্বর আর শোনা যাবে না।