Index

নাহুম - Chapter 1

1 নিনিতে সম্বন্ধে দৈববাণী। এস্কোশ-নিবাসী নাহুমের দর্শন-পুস্তক।
2 প্রভু এমন ঈশ্বর, যিনি ভালবাসায় প্রতিযোগী সহা করেন না; তিনি প্রতিফলদাতা ঈশ্বর প্রভু প্রতিফলদাতা, তিনি ক্রোধে মহান! প্রভু তাঁর বিরোধীদের প্রতিফল দেন, তাঁর শত্রুদের প্রতি আক্রোশ রাখেন।
3 প্রভু ক্রোধে ধীর, পরাক্রমে মহান, তিনি অদণ্ডিত কিছুই রাখেন না। ঝড়ো বাতাস ও ঝঞ্ঝাই প্রভুর পথ, মেঘপুঞ্জ তাঁর পদধূলি।
4 তিনি সমুদ্রকে ধমক দেন, তা শুষ্ক হয়, তিনি যত জলস্রোত শুকিয়ে দেন। বাশান ও কার্মেল ম্লান হয়, লেবাননের ফুলও নিস্তেজ হয়।
5 তাঁর সম্মুখে পাহাড়পর্বত কম্পিত হয়, উপপর্বতগুলো টলমান হয়। পৃথিবী, জগৎ ও তার অধিবাসী সকলেই তাঁর সামনে উঠে দাঁড়ায়।
6 তাঁর কোপের সামনে কে দাঁড়াতে পারে ? কেইবা তাঁর জ্বলন্ত ক্রোধের সম্মুখীন হতে পারে ? তাঁর রোগ ছড়িয়ে পড়ে আগুনের মত, তাঁর উপস্থিতিতে শৈল ফেটে পড়ে।
7 প্রভু মঙ্গলময়, সঙ্কটকালে দৃঢ়মুর্গই তিনি; যারা তাঁর উপর প্রত্যাশা রাখে, তাদের তিনি জানেন,
8 যখন বন্যা এগিয়ে আসে, তখনও তিনি তাদের জানেন। যারা তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তিনি তাদের সংহার করেন, তাঁর শত্রুদের তিনি অন্ধকারে ধাওয়া করেন।
9 তোমরা প্রভুর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছ? তিনি তো একেবারেই ধ্বংস করেন, দ্বিতীয়বার দুর্দশা এসে পড়বে না,
10 কেননা জড়ানো কাঁটার মত, —তাদের মদ্যপানীয়তে মাতাল হয়ে— তারা শুষ্ক খড়ের মত আগুনে নিঃশেষিত হবে।
11 হে নিনিভে, তোমা থেকে সেই একজন বেরিয়েছে, যে প্রভুর বিরুদ্ধে অমঙ্গল ষড়যন্ত্র করছে : সে ধূর্ত এক মন্ত্রণাদাতা।
12 প্রভু একথা বলছেন : বলবান ও বহুসংখ্যক হলেও তারা এমনি ছিন্ন হবে, আর সেও অতীত হবে। আমি তোমাকে নত করেছি, আর পুনরায় নত করব না।
13 এখনই আমি তোমার ঘাড়ে চাপা তার সেই জোয়াল ভেঙে ফেলব, তোমার বেড়ি ছিন্ন করব।
14 কিন্তু তোমার বিষয়ে প্রভুর আজ্ঞা এই তোমার বংশধরদের মধ্যে কেউই তোমার নাম বহন করবে না, তোমার দেবালয় থেকে খোদাই করা ও ছাঁচে ঢালাই করা যত মূর্তি উচ্ছেদ করব, আমি তোমার কবর প্রস্তুত করব, তুমি যে লঘুভার !