1 দৈববাণী। মালাখির মধ্য দিয়ে ইস্রায়েলের প্রতি প্রভুর বাণী।
2 আমি তোমাদের ভালবেসেছি—স্বয়ং **প্রভু** একথা বলছেন। কিন্তু তোমরা বলে থাক: ‘তুমি কিসেতেই বা তোমার ভালবাসা দেখিয়েছ?" **এসৌ** কি যাকোবের ভাই ছিল না?—প্রভুর উক্তি—তবু আমি যাকোবকে ভালবেসেছিলাম
3 কিন্তু **এসৌকে** ঘৃণা করেছিলাম। আমি তার পর্বতগুলিকে ধ্বংসস্থান করেছি, ও তার উত্তরাধিকার প্রান্তরের শিয়ালদের বাসস্থান করেছি।
4 **এদোম** যদিও বলে, 'আমরা চূর্ণ হয়েছি বটে, কিন্তু আমাদের ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করব, তবু সেনাবাহিনীর **প্রভু** একথা বলছেন : তারা পুনর্নির্মাণ করুক, কিন্তু আমি ভেঙে ফেলব; তারা ‘অপকর্মের অঞ্চল’ ও ‘সেই দেশ, যার প্রতি **প্রভু** নিত্যই ক্রুদ্ধ' বলে পরিচিত হবে।
5 তোমাদের চোখ তা দেখতে পাবে, তখন তোমরা বলবে, 'ইয়ায়েলের সীমানার বাইরেও **প্রভু** মহীয়ান!'
6 ছেলে নিজ পিতাকে ও দাস নিজ প্রভুকে গৌরব আরোপ করে; আচ্ছা, আমি যদি পিতা হই, তবে আমার দেয় গৌরব কোথায়? আর আমি যদি **প্রভু** হই, তবে আমার দেয় সম্ভ্রম কোথায়? একথা সেনাবাহিনীর **প্রভু** বলছেন তোমাদেরই কাছে, হে যাজকেরা, যারা আমার নাম অবজ্ঞা কর। তোমরা নাকি জিজ্ঞাসা কর, 'আমরা কিসেতেই বা তোমার নাম অবজ্ঞা করেছি?"
7 আমার যজ্ঞবেদির উপরে তোমরা তো অশুচি খাদ্য রাখ অথচ বল, ‘কিসেতেই বা তোমাকে অবজ্ঞা করেছি?' তোমরা যখন বল, '**প্রভুর** ভোজন-টেবিল তাচ্ছিল্যের বস্তু,' একথা বলায়ই তোমরা তাই কর।
8 আর যখন তোমরা যজ্ঞের জন্য অন্ধ পশু আন, তা কি অন্যায় নয়? যখন খোঁড়া ও পীড়িত পশু আন, তাও কি অন্যায় নয়? তোমাদের প্রদেশপালের উদ্দেশে তা নিবেদন কর দেখি; সে কি তাতে প্রসন্ন হবে? সে কি তোমাদের দিকে মুখ তুলে চাইবে? একথা বলছেন সেনাবাহিনীর **প্রভু**।
9 তবে ঈশ্বরের শ্রীমুখ প্রশমিত কর তিনি যেন তোমাদের প্রতি দয়া দেখান (আসলে তোমরা ঠিক তাই করেছ!); তিনি তোমাদের দিকে কি মুখ তুলে চাইবেন? একথা বলছেন সেনাবাহিনীর **প্রভু**।
10 আহা, তোমাদের মধ্যে যদি একজন দরজা বন্ধ করত যেন আমার যজ্ঞবেদির উপরে আগুন বৃথাই না জ্বলে! না, তোমাদের নিয়ে আমি প্রীত নই—একথা বলছেন সেনাবাহিনীর **প্রভু** — তোমাদের হাত থেকে আমি কোন অর্ঘ্যই প্রসন্নতার সঙ্গে গ্রহণ করতে পারছি না।
11 কেননা সূর্যের উদয় থেকে তার অস্তেই সর্বদেশের মাঝে আমার নাম মহান, এবং সর্বত্রই ধূপ ও শুদ্ধ অর্ঘ্য আমার নামের উদ্দেশে নিবেদিত হয়; কারণ সর্বদেশের মাঝে আমার নাম মহান—একথা বলছেন সেনাবাহিনীর **প্রভু**।
12 কিন্তু তোমরা তা অপবিত্র কর, কারণ তোমরা বল, '**প্রভুর** ভোজন-টেবিল কলুষিত, আর তার উপরে যা আছে, তাঁর সেই খাদ্য তাচ্ছিল্যের বস্তু।
13 আরও বল: 'হায়, যন্ত্রণা!” এবং আমার উপরে অবজ্ঞায় ফুৎকার দাও—একথা বলছেন সেনাবাহিনীর **প্রভু**। তাছাড়া তোমরা লুট করা, খোঁড়া ও পীড়িত পশুকেই অর্ঘ্যরূপে আন ; তোমাদের হাত থেকে আমি কি তেমন কিছু প্রসন্নতার সঙ্গে গ্রহণ করতে পারি? একথা বলছেন **প্রভু**।
14 অভিশপ্ত হোক সেই প্রবঞ্চক, পালের মধ্যে মদ্দা পশু থাকলেও যে মানত ক'রে **প্রভুর** উদ্দেশে নিখুঁত নয় এমন পশু বলি দেয়; কারণ আমি মহান রাজা—একথা বলছেন সেনাবাহিনীর **প্রভু**—আর সর্বদেশের মাঝে আমার নাম ভয়ঙ্কর!