Index

হিব্রুদের কাছে পত্র - Chapter 1

1 ঈশ্বর, যিনি প্রাচীনকালে বহুবার বহুরূপে পিতৃপুরুষদের কাছে নবীদের মধ্যে কথা বলেছিলেন,
2 শেষযুগের এই দিনগুলিতে আমাদের কাছে সেই পুত্রে কথা বলেছেন যাঁকে তিনি সমস্ত কিছুর উত্তরাধিকারী রূপে নিযুক্ত করলেন ও যাঁর দ্বারা যুগগুলো রচনা করলেন।
3 এই পুত্র, যিনি তাঁর গৌরবের প্রভা ও তাঁর স্বরূপের মুদ্রাঙ্কন, এবং নিজের পরাক্রান্ত বচনে বিশ্বচরাচর ধারণ করে আছেন, তিনি সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর ঊর্ধ্বলোকে ঐশমহিমার ডান পাশে আসন নিয়েছেন;
4 বস্তুত তিনি স্বর্গদূতদের তুলনায় তত মহান হয়ে উঠেছেন, তাঁদের নামের তুলনায় যত মহান সেই নাম, যা তিনি উত্তরাধিকার রূপে পেয়েছেন।
5 কারণ ঈশ্বর স্বর্গদূতদের মধ্যে কাকেই বা কখনও বললেন,
তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিলাম?'
কিংবা :
তার জন্য আমি হব পিতা, আর আমার জন্য সে হবে পুত্র?'
6 আবার, যখন তিনি সেই প্রথমজাতককে বিশ্বজগতে আনেন, তখন বলেন,
ঈশ্বরের সকল দূত তাঁর চরণে প্রণিপাত করুন।'
7 স্বর্গদূতদের তিনি বলেন :
আপন দূতদের তিনি বায়ুর মত করে তোলেন,
আপন সেবকদের করে তোলেন অগ্নিশিখার মত।'
8 কিন্তু পুত্র সম্বন্ধে তিনি বলেন,
হে পরমেশ্বর, তোমার সিংহাসন চিরদিন চিরকালস্থায়ী।
আরও বলেন,
তোমার রাজদণ্ড ন্যায়েরই দণ্ড।
9 তুমি ধর্মময়তা ভালবাস কিন্তু অধর্ম ঘৃণা কর,
এজন্য পরমেশ্বর, তোমারই পরমেশ্বর তোমার সাথীদের চেয়ে
তোমাকেই আনন্দ-তেলে অভিষিক্ত করেছেন।'
10 তিনি আরও বলেন,
আদিতে তুমি পৃথিবীর ভিত্তি স্থাপন করলে,
আকাশমণ্ডলও তোমারই আপন হাতের কাজ।
11 সেগুলি বিলুপ্ত হবে, তুমি কিন্তু নিত্যস্থায়ী;
সেই সবকিছু জীর্ণ হবে একটা বস্ত্রের মত।
12 সেগুলি তুমি একটা আলোয়ানের মত গুটিয়ে নেবে,
হ্যাঁ, একটা পোশাকের মত,
তখন সেগুলি বদলে নেওয়া হবে ;
তুমি কিন্তু অভিন্ন হয়ে থাক,
তোমার বছরপরম্পরার সমাপ্তি হবে না।'
13 কিন্তু তিনি স্বর্গদূতদের মধ্যে কাকে কখনও বলেছেন :
তুমি আমার ডান পাশে আসন গ্রহণ কর,
যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ ?'
14 সেই স্বর্গদূতেরা সকলে কি সেবায় নিযুক্ত আত্মা নন? পরিত্রাণের উত্তরাধিকারী যাদের হওয়ার কথা, তাঁরা কি তাদের খাতিরে সেবা করতে প্রেরিত নন?