Index

যোনা - Chapter 2

1 এদিকে প্রভু এব্যাপারে স্থির করেছিলেন যে, প্রকাণ্ড একটা মাছ যোনাকে গিলে ফেলবে; তাই যোনা সেই মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ধরে রইলেন।
2 সেই মাছের পেটের ভিতর থেকে যোনা তাঁর পরমেশ্বর প্রভুর কাছে প্রার্থনা করে
3 বললেন : 'আমার সঙ্কটে আমি প্রভুকে ডাকলাম, আর তিনি সাড়া দিলেন আমায় ; পাতালের গভীরতম স্থান থেকে চিৎকার করলাম, আর তুমি শুনলে আমার কণ্ঠস্বর।
4 তুমি আমাকে অতল গহ্বরে, সমুদ্র-গর্ভে নিক্ষেপ করলে, আর জলস্রোত ঘিরে ফেলল আমায় ; তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়ে গেল।
5 আমি বলছিলাম : তোমার দৃষ্টি থেকে আমি এখন দূরেই বিচ্যুত, তবুও আমি তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করতে থাকি।
6 জলরাশি আমাকে ঘিরল, গলা পর্যন্তই উঠল, জলের অতল গহ্বর ঘিরে ফেলল আমায়, শেয়ালা জড়াল আমার মাথায়।
7 আমি পাহাড়পর্বতের মূল পর্যন্ত নেমে পেলাম আমার পিছনে পৃথিবীর অর্গলগুলো রুদ্ধ হল—চিরকালের মত। কিন্তু তুমি, হে প্রভু, আমার পরমেশ্বর, তুমি কুয়ো থেকে উঠিয়ে আনবে আমার প্রাণ।
8 আমার মধ্যে যখন প্রাণ অবসন্ন হয়ে নিঃশেষিত ছিল, তখন আমি প্রভুকে স্মরণ করলাম, আর আমার প্রার্থনা তোমার নাগাল, তোমার পবিত্র মন্দিরেরই নাগাল পেল।
9 যারা অলীক অসার বন্ধু মানে, তারা সেই কৃপা পরিত্যাগ করে, যা তাদের উপরে বিরাজ করার কথা।
10 কিন্তু আমি তোমার উদ্দেশে স্তবস্তুতির কণ্ঠে বলি উৎসর্গ করব : আমি যে ব্রত নিয়েছি, তা উদযাপন করব পরিত্রাণ প্রভু থেকেই আসে।'
11 তাই প্রভু সেই মাছকে আজ্ঞা দিলেন, আর মাছ যোনাকে শুষ্ক চরের উপরে উদ্গিরণ করল।